For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বিরাট-রোহিত-রাহুলদের সামনে ২০২২ সালে ঠাসা ক্রীড়াসূচি! টেস্ট সিরিজ জিতে ইতিহাসের আগে বর্ষবরণে মাতোয়ারা ভারত

Google Oneindia Bengali News

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সেঞ্চুরিয়ন টেস্ট জিতে ভারত তিন টেস্টের সিরিজে এগিয়ে গিয়েছে ১-০ ব্যবধানে। দাপুটে জয় ছিনিয়ে নেওয়ার পর আত্মবিশ্বাসী ভারত পয়া জোহানেসবার্গে নামবে সিরিজ জয়ের লক্ষ্যে। সোমবার থেকে দ্বিতীয় টেস্ট। তার আগে যে রিসর্টে রাখা হয়েছে ভারতীয় দলকে সেখানে গোটা দল মাতল বর্ষবরণে। একনজরে দেখে নেওয়া যাক চলতি বছর বিরাট কোহলি, রোহিত শর্মা, লোকেশ রাহুলদের সামনে কোন কোন সিরিজ রয়েছে নতুন বছরে:

প্রোটিয়াদের দেশে

দক্ষিণ আফ্রিকা সফরে ৩ জানুয়ারি থেকে জোহানেসবার্গে সিরিজের দ্বিতীয় টেস্টে সিরিজ জয় নিশ্চিত করে ফেলার লক্ষ্যে নামবে ভারত। তৃতীয় টেস্টটি শুরু কেপ টাউনে, জানুয়ারির ১১ তারিখ থেকে। ১৯ ও ২১ জানুয়ারি পার্লে প্রথম দুটি একদিনের আন্তর্জাতিকে মুখোমুখি হবে ভারত ও দক্ষিণ আফ্রিকা। সিরিজের শেষ ওয়ান ডে কেপ টাউনে ২৩ জানুয়ারি থেকে। জোহানেসবার্গ টেস্ট শুরু ভারতীয় সময় দুপুর দেড়টায়। তৃতীয় টেস্ট ও একদিনের সিরিজের সব ম্যাচ ভারতীয় সময় শুরু হবে দুপুর দুটো থেকে। রোহিত শর্মার অনুপস্থিতিতে সাদা বলের ক্রিকেটে ভারতকে নেতৃত্ব দেবেন লোকেশ রাহুল। সহ অধিনায়ক জসপ্রীত বুমরাহ।

ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজ

দক্ষিণ আফ্রিকা সফর শেষে দেশে ফিরে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সাদা বলের সিরিজ খেলবে ভারত। ফেব্রুয়ারির ৬ তারিখ আমেদাবাদে সিরিজের প্রথম একদিনের আন্তর্জাতিকে মুখোমুখি হবে ভারত ও ওয়েস্ট ইন্ডিজ। পরের দুটি ওয়ান ডে হবে ফেব্রুয়ারির ৯ ও ১২ তারিখ যথাক্রমে জয়পুর ও কলকাতায়। ১৫ ফেব্রুয়ারি কটকে টি ২০ সিরিজের প্রথম ম্যাচে ক্যারিবিয়ানদের মুখোমুখি হবে ভারত। এরপর ১৮ ও ২০ ফেব্রুয়ারি দুটি টি ২০ আন্তর্জাতিক যথাক্রমে বিশাখাপত্তনম ও তিরুঅনন্তপুরমে।

শ্রীলঙ্কা সিরিজ

ওয়েস্ট ইন্ডিজ সিরিজের পর শ্রীলঙ্কার বিরুদ্ধে দেশের মাটিতেই টেস্ট ও টি ২০ সিরিজ খেলবে ভারত। ২৫ ফেব্রুয়ারি থেকে বেঙ্গালুরুতে প্রথম টেস্ট। দ্বিতীয় টেস্ট মার্চের ৫ তারিখ থেকে বেঙ্গালুরুতে। মার্চের ১৩, ১৫ ও ১৮ তারিখ যথাক্রমে মোহালি, ধরমশালা ও লখনউয়ে হবে ভারত-শ্রীলঙ্কা সিরিজের তিনটি টি ২০ আন্তর্জাতিক। মার্চে দেশের মাটিতেই আফগানিস্তানের বিরুদ্ধে তিনটি একদিনের আন্তর্জাতিক সিরিজ খেলার কথা রয়েছে ভারতের। সব কিছু ঠিকঠাক থাকলে ফেব্রুয়ারির ১২ ও ১৩ তারিখ হবে আইপিএলের নিলাম, এপ্রিল-মে মাসে আইপিএল। যেহেতু এবার দল ও ম্যাচের সংখ্যা আইপিএলে বাড়ছে, ফলে টুর্নামেন্ট শুরুর দিন এগিয়ে আনা হতে পারে।

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে

আইপিএলের পর দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে পাঁচ ম্যাচের টি ২০ সিরিজ খেলবে ভারত। ৯ জুন প্রথম টি ২০ আন্তর্জাতিক চেন্নাইয়ে। ১২ জুন দ্বিতীয় টি ২০ আন্তর্জাতিক বেঙ্গালুরুতে। ১৪. ১৭ ও ১৯ জুন সিরিজের শেষ তিনটি টি ২০ ম্যাচ হবে যথাক্রমে নাগপুর, রাজকোট ও দিল্লিতে। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে এই সিরিজ খেলেই ভারতীয় দল যাবে ইংল্যান্ড সফরে।

ইংল্যান্ড সফর

ইংল্যান্ড সফর

জুলাইয়ের ১ তারিখ থেকে এজবাস্টনে হবে করোনা পরিস্থিতিতে স্থগিত থাকা ভারত-ইংল্যান্ড পঞ্চম টেস্টটি। এরপর ৭, ৯ ও ১০ জুলাই তিনটি টি ২০ আন্তর্জাতিকে দুই দেশ মুখোমুখি হবে যথাক্রমে সাউদাম্পটনের এজিয়াস বৌল, বার্মিংহামের এজবাস্টন ও নটিংহ্যামের ট্রেন্ট ব্রিজে। এরপর একদিনের আন্তর্জাতিক সিরিজের তিনটি ম্যাচ জুলাইয়ের ১২, ১৪ ও ১৭ তারিখ হবে যথাক্রমে ওভাল, লর্ডস ও ম্যানচেস্টারে।

দিনক্ষণ চূড়ান্ত নয়

দিনক্ষণ চূড়ান্ত নয়

আইসিসির ট্যুর অ্যান্ড ফিক্সচারের তলিকা অনুযায়ী এখনও দিনক্ষণ চূড়ান্ত না হলেও অগাস্টে ভারত ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যে তিনটি করে একদিনের আন্তর্জাতিক ও টি ২০ সিরিজ খেলার কথা রয়েছে। সেপ্টেম্বরে এশিয়া কাপ। অক্টোবর-নভেম্বরে দেশের মাটিতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে চারটি টেস্ট ও তিনটি টি ২০ আন্তর্জাতিক খেলার কথা ভারতের। যদিও এই সফরের সময় বদল হওয়া কার্যত নিশ্চিত। কেন না, অক্টোবর-নভেম্বরে অস্ট্রেলিয়াতেই হবে টি ২০ বিশ্বকাপ। নভেম্বরে বাংলাদেশ সফরে বিরুদ্ধে দুটি টেস্ট ও তিনটি একদিনের আন্তর্জাতিক রয়েছে। ডিসেম্বরে শ্রীলঙ্কার বিরুদ্ধে রয়েছে পাঁচটি একদিনের আন্তর্জাতিক ম্যাচের সিরিজ।

English summary
Indian Cricket Team May Start Packed Schedule In 2022 By Winning The First Ever Test Series In South Africa. India Will Visit England After IPL This Year.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X