For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

পাকিস্তানকে আটকাতে বাংলাদেশ ও শ্রীলঙ্কার কাছে হারতে পারে ভারত, দাবি বসিতের

একদিকে যখন ইংল্যান্ডের বিরুদ্ধে ম্যাচে ভারতকেই সমর্থনের জন্য তৈরি হচ্ছে পাকিস্তানি ক্রিকেট ফ্যানরা, ঠিক তখনই প্রাক্তন পাক ক্রিকেটার বসিত আলির মন্তব্য সেই বোঝাপড়ার অন্তরায় হয়ে দাঁড়াতে চলেছে।

  • |
Google Oneindia Bengali News

একদিকে যখন ইংল্যান্ডের বিরুদ্ধে ম্যাচে ভারতকেই সমর্থনের জন্য তৈরি হচ্ছে পাকিস্তানি ক্রিকেট ফ্যানরা, ঠিক তখনই প্রাক্তন পাক ক্রিকেটার বসিত আলির মন্তব্য সেই বোঝাপড়ার অন্তরায় হয়ে দাঁড়াতে চলেছে। বসিতের নিন্দায় সরব ক্রিকেট বিশ্ব।

কী বলেছেন বসিত আলি

কী বলেছেন বসিত আলি

ভারত ও পাকিস্তানের মধ্যে সম্পর্কের উন্নতি ঘটাতে পারে একমাত্র ক্রিকেট। দেশভাগের ৭২ বছর পরও যাকে দুই রাষ্ট্রের মানুষ আপ্তবাক্য বলেই মনে করেন, তা মিথ্যা হয়ে যায় প্রাক্তন পাক ক্রিকেটারের নেতিবাচক মন্তব্যে। পাকিস্তানের হয়ে ৫০টি ওয়ান ডে ম্যাচ খেলা বসিত আলির দাবি, সরফরাজ আহমেদদের ঘুরে দাঁড়ানোর ঘটনায় চিন্তিত ভারতীয় দল। পাকিস্তান যাতে ইংল্যান্ড বিশ্বকাপের সেমি ফাইনালে পৌঁছতে না পারে, তাই বিরাট কোহলিরা জেনেবুঝে বাংলাদেশ ও শ্রীলঙ্কার কাছে ম্যাচ হারবেন বলেই দাবি বসিত আলির।

বসিতের উদাহরণ

ভারত যে এমনটা করতে পারে অর্থাৎ বিশ্বকাপের মতো মঞ্চেও যে এমন অনৈতিক কাজ হতে পারে, তা বোঝাতে ১৯৯২ সালের এক উদাহরণ টেনেছেন বসিত আলি। সেবার অস্ট্রেলিয়া ও নিউজিল্য়ান্ডে বসেছিল ক্রিকেট বিশ্বকাপের আসর। নিজেদের মাঠে টুর্নামেন্টের সেমি ফাইনাল খেলার জন্য নিউজিল্যান্ড নাকি নিজেদের শেষ গ্রুপ ম্যাচে সেবারের চ্যাম্পিয়ন পাকিস্তানের বিরুদ্ধে পরিকল্পনা করে হেরেছিল বলে দাবি প্রাক্তন ক্রিকেটার বসিত আলির।

সম্ভাবনা

সম্ভাবনা

ইংল্যান্ড পরপর দুটি ম্যাচ হেরে যাওয়ায় বাংলাদেশ, শ্রীলঙ্কা ও পাকিস্তানের সামনে বিশ্বকাপের সেমি ফাইনালে যাওয়ার সুযোগ তৈরি হয়েছে। এখনও পর্যন্ত টুর্নামেন্টের একটি ম্যাচও না হারা ভারত অবশিষ্ট ইংল্যান্ড, শ্রীলঙ্কা ও বাংলাদেশের বিরুদ্ধে ম্যাচ জিতলে এবং পাকিস্তান, আফগানিস্তান ও বাংলাদেশকে হারালে সরফরাজ আহমেদরা নিশ্চিত ভাবেই বিশ্বকাপের সেমি ফাইনালে পৌঁছবেন। কিন্তু ভারত তা হতে দিতে চাইবে না বলেই দাবি প্রাক্তন পাক ক্রিকেটার বসিত আলির। তার এই বক্তব্য বিভিন্ন মহলে সমালোচিত হয়েছে।

English summary
India may lose to Bangladesh and Sri Lanka to stop Pakistan, claims ex-Pak batsman Basit Ali
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X