For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মোহালি-সহ ৯ টেস্টই জেতার টার্গেট রোহিতের, ভারতে প্রথম জয়ের সন্ধানে শ্রীলঙ্কা

Google Oneindia Bengali News

মোহালিতে কাল থেকে শুরু হচ্ছে ভারত-শ্রীলঙ্কা দুই টেস্টের সিরিজের প্রথম টেস্ট। ভারত অধিনায়ক রোহিত শর্মা সাফ জানিয়ে দিয়েছেন, আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে ওঠার জন্য ৯টি টেস্টই জেতার চ্যালেঞ্জ নিতে প্রস্তুত তাঁর দল। অন্যদিকে, ভারতে কোনওদিন টেস্ট জেতেনি শ্রীলঙ্কা। টি ২০ সিরিজে হারার পর টেস্ট সিরিজে লড়াই দিতে মুখিয়ে দিমুথ করুণারত্নের দল। বিরাট কোহলির শততম টেস্টে ভারতের নয়া অধ্য়ায়েরও সূচনা হতে চলেছে।

অপ্রতিরোধ্য ভারত

অপ্রতিরোধ্য ভারত

২০১২ সাল থেকে ৪৬টি টেস্টের পরিসংখ্যান ধরলে দেশের মাটিতে একটিই টেস্ট সিরিজ হেরেছিল ভারত। সেটাও ২০১২ সালে ইংল্যান্ডের কাছে। তারপর ২০১৭ সালে পুনে টেস্টে অস্ট্রেলিয়ার কাছে ৩৩৩ রানে হেরেও ভারত সিরিজ জিতেছিল। গত বছর চেন্নাইয়ে প্রথম টেস্টে ইংল্যান্ডের কাছে ২২৭ রানে হেরেও সিরিজ জিতে আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলে টিম ইন্ডিয়া। ফলে গত ১০ বছরে ৪৬টি টেস্টে ভারত হেরেছে মাত্র ৪টিতে। ড্র হয়েছে ৭টি টেস্ট। বাকি সবগুলিতেই জিতেছে ভারত। শ্রীলঙ্কা শেষবার ভারত সফরে এসেছিল ২০১৭ সালে। কলকাতা টেস্ট ড্র হয়, নাগপুরে ভারত জেতে ইমিংস ও ২৩৯ রানে এবং দিল্লি টেস্ট ড্র হয়। সবচেয়ে বড় কথা, শ্রীলঙ্কা ভারত সফরে এসে কখনও টেস্ট জিততে পারেনি। তবে এতে ভারতই চাপে থাকবে বলে মন্তব্য করেছেন শ্রীলঙ্কার অধিনায়ক দিমুথ করুণারত্নে।

সব জয়ের চ্যালেঞ্জ

সব জয়ের চ্যালেঞ্জ

দেশের মাটিতে নিউজিল্যান্ডকে দুই টেস্টের সিরিজে ১-০ ব্যবধানে হারিয়ে দক্ষিণ আফ্রিকা সফরে গিয়েছিল ভারত। সেখানে প্রথম টেস্ট জিতেও সিরিজ হেরে ফিরতে হয়। ভারত এই মুহূর্তে বিশ্বে ২ নম্বর টেস্ট দল। চলতি আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে শ্রীলঙ্কা আবার বর্তমানে এক নম্বর দল। পরপর দু-বার বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলা নিশ্চিত করার লক্ষ্যে ভারত নিশ্চিতভাবেই এই সিরিজ ২-০ ব্যবধানেই জিততে চাইবে। ভারতের নতুন টেস্ট অধিনায়ক রোহিত শর্মা শুধু এই সিরিজই নয়, সব টেস্ট জেতার লক্ষ্যেই দল নিয়ে নামতে চাইছেন।

বিরাট নজির

বিরাট নজির

বিশ্বের ৭১তম ক্রিকেটার হিসেবে বিরাট কোহলি শততম টেস্ট খেলবেন। লক্ষ্য থাকবে ৭১তম আন্তর্জাতিক শতরান পাওয়ার। রোহিত শর্মা প্রথমবার টেস্টে দেশকে নেতৃত্ব দেবেন। সহ অধিনায়ক জসপ্রীত বুমরাহ ২০১৮ সালে টেস্ট অভিষেকের পর এই নিয়ে দেশের মাটিতে তৃতীয় টেস্ট খেলবেন। রবিচন্দ্রন অশ্বিন এই টেস্টে উইকেটপ্রাপ্তির নিরিখে টপকে যেতে পারেন কপিল দেবকে। সীমিত ওভারের দলে না থাকলেও ফিট হয়ে কামব্যাক করছেন অশ্বিন। টেস্টে জাদেজাও। তাঁদের সঙ্গে কুলদীপ যাদব, জয়ন্ত যাদব ও সৌরভ কুমারের মধ্যে কোনও একজন তৃতীয় স্পিনার হয়ে নামতে পারেন। ব্যাটের হাত ভালো বলে এগিয়ে জয়ন্তই। চেতেশ্বর পূজারা ও অজিঙ্ক রাহানের জায়গা নিতে দৌড়ে তিনজন- শ্রেয়স আইয়ারের জায়গা পাকাই বলা যায়। বাকি জায়গাটি পেতে পারেন হনুমা বিহারী বা শুভমান গিল। বুমরাহর সঙ্গী হতে পারেন মহম্মদ শামি। তবে দৌড়ে রয়েছেন মহম্মদ সিরাজ ও উমেশ যাদব।

অন্যরকম লড়াইয়ে শ্রীলঙ্কা

অন্যরকম লড়াইয়ে শ্রীলঙ্কা

সাদা বলের ক্রিকেটে লড়াই দিতে না পারলেও শ্রীলঙ্কা টেস্ট দল হিসেবে কিন্তু হেলাফেলার নয়। এক ররিবার মেলবোর্নে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টি ২০ আন্তর্জাতিক খেলার পরের রবিবারের মধ্যে ভারতে তিন ম্যাচের টি ২০ সিরিজ সম্পূর্ণ করতে হয়েছে শ্রীলঙ্কাকে। তার পরের রবিবার আবার মোহালি টেস্টের তৃতীয় দিন। ঠাসা ক্রীড়াসূচি। তবে টেস্ট সিরিজে ভালোই লড়াই দিতে পারে দিমুথ করুণারত্নের দল, যিনি নিজে বিশ্বের অন্যতম সেরা ওপেনিং ব্যাটার। শ্রীলঙ্কার ভরসাও স্পিনাররা। লসিথ এম্বুলডেনিয়া ১৩টি টেস্টে পাঁচবার ইনিংসে পাঁচ উইকেট নিয়েছেন। তিনটি টেস্টে বাঁহাতি প্রবীণ জয়বিক্রমার গড় ১৬। ব্যাটার পাথুম নিসঙ্কাও ছন্দেই রয়েছেন। শ্রীলঙ্কার পাঁচ বোলার কম্বিনেশন হতে পারে এরকম- সুরঙ্গা লকমল, দুই বিশেষজ্ঞ স্পিনার, অলরাউন্ডার ধনঞ্জয় ডি সিলভা এবং অতিরিক্ত একজন সিমার বা স্পিনার।

কেমন হচ্ছে প্রথম এগারো?

কেমন হচ্ছে প্রথম এগারো?

ভারতের সম্ভাব্য একাদশ- রোহিত শর্মা (অধিনায়ক), ময়াঙ্ক আগরওয়াল, শ্রেয়স আইয়ার, বিরাট কোহলি, শুভমান গিল বা হনুমা বিহারী, ঋষভ পন্থ (উইকেটকিপার), রবীন্দ্র জাদেজা, রবিচন্দ্রন অশ্বিন, জয়ন্ত যাদব বা কুলদীপ যাদব বা সৌরভ কুমার, মহম্মদ শামি বা মহম্মদ সিরাজ বা উমেশ যাদব ও জসপ্রীত বুমরাহ।

শ্রীলঙ্কার সম্ভাব্য একাদশ- দিমুথ করুণারত্নে (অধিনায়ক), লাহিরু থিরিমানে, পাথুম নিসঙ্কা, অ্যাঞ্জেলো ম্যাথিউজ, ধনঞ্জয় ডি সিলভা, দীনেশ চান্দিমল বা চরিথ আসালঙ্কা, নিরোশন ডিকওয়েলা (উইকেটকিপার), সুরঙ্গা লকমল, লসিথ এম্বুলডেনিয়া, প্রবীণ জয়বিক্রমা বা বিশ্ব ফার্নান্দো, লাহিরু কুমারা

English summary
India May Go With Three Spinners Against Injury-Hit Sri Lanka In The First Test In Mohali. Rohit Sharma Will Lead The Indian Test Squad For The First Time.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X