For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ডাকওয়ার্থ-লুইসে জোড়া রানের টার্গেট পেরোতে পারল না ভারত, হার দিয়ে সফর শুরু বিরাটদের

অস্ট্রেলিয়া সফরের প্রথম ম্যাচেই হারল ভারত। বুধবার ব্রিসবেনে সিরিজের শুভারম্ভে প্রথম টি-২০ ম্যাচে অস্ট্রেলিয়া ৪ রানে ভারতকে পরাস্ত করেছে।

Google Oneindia Bengali News

অস্ট্রেলিয়া সফরের প্রথম ম্যাচেই হারল ভারত। বুধবার ব্রিসবেনে সিরিজের শুভারম্ভে প্রথম টি-২০ ম্যাচে অস্ট্রেলিয়া ৪ রানে ভারতকে পরাস্ত করেছে। ১৭ ওভারে এদিন ভারত ১৬৯ রান তুলতে সক্ষম হয়। জয়ের জন্য ভারতকে করতে হত ১৭৪ রান। কিন্তু, ১৭ ওভারে ৭ উইকেট হারিয়ে অস্ট্রেলিয়ার খাড়া করা স্কোর থেকে ৪ দূরে থেমে যায় ভারতের ইনিংস।

ডাকওয়ার্থ-লুইসে জোড়া রানের টার্গেট পেরোতে পারল না ভারত, হার দিয়ে সফর শুরু বিরাটদের

<iframe src="https://www.facebook.com/plugins/post.php?href=https%3A%2F%2Fwww.facebook.com%2Fdream11army%2Fposts%2F1154057171410500%3A0&width=500" width="500" height="429" style="border:none;overflow:hidden" scrolling="no" frameborder="0" allowTransparency="true" allow="encrypted-media"></iframe>

টসে জিতে অস্ট্রেলিয়াকে ব্যাট করতে পাঠিয়েছিলেন ভারত অধিনায়ক বিরাট কোহলি। ১৭ ওভারের শুরুতে বৃষ্টি নামায় খেলা বন্ধ হয়ে যায়। প্রায় আধ ঘণ্টা পরে খেলা শুরু হলেও অস্ট্রেলিয়া ৫ টি মাত্র বল খেলার সুযোগ পায়। শেষমেশ ১৭ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৫৮ রান তোলে অজিরা। বৃষ্টির জন্য প্রয়োগ করা হয় ডাকওয়ার্থ লুইস। এতে অস্ট্রেলিয়ার করা রানের সঙ্গে আরও ১৫ রান যোগ হয়। ফলে ভারতের সামনে টার্গেট দাঁড়ায় ১৭৪ রান। ভারত ১৫ ওভারেই ১৫০ রানের সীমানা পার করে গেলও শেষ দু'ভারে আটকে যায়। বৃষ্টি ভেজা মাঠে বল গ্রিপ করতে বোলারদের যেমন অসুবিধা হচ্ছিল তেমনি লো-লেংথে পড়া বলে শট খেলতেও অসুবিধায় পড়ছিলেন ভারতীয় ব্যাটসম্য়ানরা।

<iframe src="https://www.facebook.com/plugins/post.php?href=https%3A%2F%2Fwww.facebook.com%2Fdream11army%2Fposts%2F1154623148020569%3A0&width=500" width="500" height="429" style="border:none;overflow:hidden" scrolling="no" frameborder="0" allowTransparency="true" allow="encrypted-media"></iframe>

যার ফলে ধৈর্যচূত্যি ঘটিয়ে আত্মঘাতী শট খেলে আউট হয়ে যান ঋষভ পন্থ এবং সেইসঙ্গে ভারতের জয়ের সম্ভাবনা মাঠে ফেলে প্যাভিলিয়নের রাস্তা ধরেন। অথচ, শিখর ধওয়ান আউট হতে এই ঋষভ পন্থ-ই দীনেশ কার্তিকের সঙ্গে জুটিতে ৫০ রান যোগ করেছিলেন। লাগাতার উইকেট হারিয়ে চাপে পড়ে যাওয়া ভারত ফের খেলায় ফিরিয়ে এনেছিলেন। কিন্তু, ১৫ ওভারে সেভাবে রান তুলতে না পেরে ঋষভ মানসিক চাপ নিয়ে ফেলেন। যার জন্য অনভিজ্ঞতায় অহেতুক বিপজ্জনক শট। ঋষভ আউট হওয়ার সময়ও ভারতের দরকার ছিল ৯ বলে ১৮ রান। কিন্তু, ঋষভের আউট হতে ক্রিজে আসা ক্রুণাল পাণ্ডিয়া ও দীনেশ কার্তিক কিছু ট্যাকটিক্যাল ভুল করেন। ১৭ তম ওভারে ক্রুণাল পাণ্ডিয়ার জায়গায় বেশি স্ট্রাইক নেওয়ার দরকার ছিল কার্তিকের। কিন্তু, ক্রুণাল দু'রান নিয়ে স্ট্রাইক ধরে রাখেন। এরপরের বলটা মিস করেন তিনি। অথচ, ৬ বলে ভারতের দরকার ছিল ১১ রান। এরপরের বলেই ক্রুণাল আউট হয়ে যান। এর পরের বলেই আউট হন কার্তিক। শেষ ১ বলে ভারতের দরকার ছিল ১ বলে ৯ রান। কুলদীপ যাদব চার মারতেই রান-এর ব্যবধান কমে দাঁড়ায় ৪। আর এই ৪ রানেই ম্যাচ হারে ভারত।

ভারতের পক্ষে সর্বোচ্চ রান শিখর ধওয়ানের। তিনি ৪২ বলে ৭৬ রানে আউট হন। কার্তিক ও পন্থ যথাক্রমে ৩০ ও ২০ রান করেন। অস্ট্রেলিয়ার পক্ষে সবচেয়ে সফল বোলার অ্য়াডাম জাম্পা ও এমপি স্টোইনিস। তিনি ৪ ওভারে ২২ রান দিয়ে ২ উইকেট নেন। স্টোইনিস ৩ ওভারে ২৭ রানে ২ উইকেট ঝুলিতে পোরেন।

এদিন খেলার শুরু থেকেই আক্রমণাত্মক দেখাচ্ছিল অজি ব্যাটসম্য়ানদের। বিশেষ করে অ্য়ারন ফিঞ্চ ২৪ বলে ২৭ রানের ইনিংস খেলে ভারতকে চ্যালেঞ্জ ছুঁড়়ে দিয়েছিলেন।
ভারতীয় বোলাররাও পাল্টা চেপে বসেন অস্ট্রেলিয়ার উপরে। কিন্তু, ক্রিস লিন, গ্লেন ম্য়াক্সওয়েল, স্টোনিস-এর পাল্টা প্রতিরোধে ভারতের বোলিং আক্রমণ ফিকে হতে থাকে। ক্রিস লিন ভারতীয় দলের নবগত সদস্য খলিল মহম্মদ-এর একের পর এক বলকে মাঠের বাইরে পাঠিয়ে রান তোলার গতি বাড়িয়ে দেন। ২০ বলে ৩৭ রান করে কুলদীপ যাদবের বলে কট অ্য়ান্ড বোল্ড হন লিন।

এরপর ভারতের বোলিং-কে সংহার করার দায়িত্ব নিয়ে নেন গ্লেন ম্যাক্সওয়েল। তিনি ক্রুণাল পাণ্ডিয়া-র বলকে সমানে বাউন্ডির বাইরে পাাঠাতে থাকেন। উল্টোদিকে স্টোনিস ১৯ বলে ৩৩ রানের ঝোড়়ো ইনিংস খেলেন। ১৭ তম ওভারের খেলা শুরু হতেই বৃষ্টি নামে। ফলে, ম্যাচ বন্ধ হয়ে যায়। বৃষ্টি থেমে যাওয়ার পর খেলা শুরু হলেও প্রয়োগ করা হয় ডাকওয়ার্থ লুইস সিস্টেম। ফলে অস্ট্রেলিয়া ৫টি বল খেলে। ১৭ ওভার পর্যন্ত অস্ট্রেলিয়া যা রান করেছিল তার সঙ্গে ডাকওয়ার্থ লুইস নিয়ম প্রয়োগ করে তাদের মোট স্কোর দাঁড়ায় ১৭৩। ফলে ভারতের সামনে টার্গেট দাঁড়ায় ১৭৪ রান।

ভারতের হয়ে এদিন বল করতে গিয়ে সবচেয়ে বেশি রান দেন ক্রুণাল পাণ্ডিয়া। তিনি ৪ ওভারে ৫৫ রান দেন। কোনও উইকেট পাননি। খলিল মহম্মদ ৩ ওভারে ৪২ রান দেন। তিনি অবশ্য একটি উইকেট ঝুলিতে পুরেছেন।

English summary
India lost the first T-20 match to Australia with 4 runs in Brisbane. Australia put the target of 174 runs in 17 overs. But could get only 169 runs after loosing 7 wickets in 17 overs. &#13;
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X