For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

টিম ইন্ডিয়ার আট বছরের অপেক্ষা কি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালেই শেষ হবে?

টিম ইন্ডিয়ার আট বছরের অপেক্ষা কি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালেই শেষ হবে?

  • |
Google Oneindia Bengali News

মাঝে কেটে গিয়েছে আট বছর। এই দীর্ঘ সময়ে আইসিসি-র টুর্নামেন্টগুলিতে খুব কাছে পৌঁছেও বারবার ব্যর্থ হয়ে ফিরে আসতে হয়েছে ভারতীয় ক্রিকেট দলকে। সেই পরম্পরা বজায় রেখে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল থেকেও টিম ইন্ডিয়া কোনও কিছু না নিয়েই ফিরে আসুক, তা চান না ক্রিকেট প্রেমীরা। বরং এবার খেতাব জিতে ভারত ইতিহাস রচনা করবে বলে বিশ্বাস দেশের ক্রিকেট মহলের। তার আগে দেখে নেওয়া যাক টিম ইন্ডিয়ার আট বছরের বিফলতার পাওয়ার পরিসংখ্যান।

২০১৩ সালে শেষবার খেতাব জয়

২০১৩ সালে শেষবার খেতাব জয়

২০১৩ সালে ইংল্যান্ডে আইসিসি পরিচালিত চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজিত হয়েছিল। মহেন্দ্র সিং ধোনির অধিনায়কত্বে সেই খেতাব জিতেছিল ভারত। টুর্নামেন্টের ফাইনালে ইংল্যান্ডকেই হারিয়েছিল টিম ইন্ডিয়া। এরপর থেকে আট বছর আর কোনও আইসিসি ট্রফি জিততে পারেনি ভারতীয় ক্রিকেট দল।

২০১৪ সালের টি২০ বিশ্বকাপ

২০১৪ সালের টি২০ বিশ্বকাপ

২০১৪ সালের টি২০ বিশ্বকাপ বাংলাদেশে অনুষ্ঠিত হয়েছিল। টুর্নামেন্টের ফাইনালে পৌঁছেছিল এমএস ধোনি ভারতীয় ক্রিকেট দল। হাই-ভোল্টেজ ম্যাচে আগে ব্যাটিং করে নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৩০ রান তুলেছিল ভারত। ৫৮ বলে ৭৭ রান করেছিলেন বিরাট কোহলি। জবাবে ১৭.৫ ওভারেই মাত্র ৪ উইকেট হারিয়ে নির্ধারিত লক্ষ্যে পৌঁছে গিয়েছিল শ্রীলঙ্কা।

২০১৬ সালের টি২০ বিশ্বকাপ

২০১৬ সালের টি২০ বিশ্বকাপ

২০১৬ সালে ঘরের মাঠেও টি২০ বিশ্বকাপ জিততে ব্যর্থ হয়েছিল ভারতীয় ক্রিকেট দল। এমএস ধোনি নেতৃত্বাধীন শিবির মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সেমিফাইনাল খেলতে নেমেছিল। আগে ব্যাটিং করে নির্ধারিত ২০ ওভারে ২ উইকেট হারিয়ে ১৯২ রান তুলেছিল ভারত। ৪৭ বলে ৮৯ রান করেছিলেন বিরাট কোহলি। ৮২ রানের অপরাজিত ইনিংস খেলে ওয়েস্ট ইন্ডিজকে ফাইনালে তুলেছিলেন ওপেনার লেন্ডল সিমন্স।

২০১৭ সালের চ্যাম্পিয়ন্স ট্রফি

২০১৭ সালের চ্যাম্পিয়ন্স ট্রফি

ইংল্যান্ডে হওয়া ২০১৭ সালের হাই-ভোল্টেজ চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে পাকিস্তানের মুখোমুখি হয়েছিল ভারত। ওভালে ফকর জামানের ১১৪ রানের সৌজন্যে নির্ধারিত ৫০ ওভারে ৪ উইকেট হারিয়ে ৩৩৮ রান তুলেছিল পাক দল। জবাবে ১৫৮ রানে অল আউট হয়ে গিয়েছিল ভারতীয় ক্রিকেট দল। টিম ইন্ডিয়ার হয়ে সর্বোচ্চ ৭৬ রান করেছিলেন হার্দিক পান্ডিয়া।

২০১৯ সালের ৫০ ওভারের বিশ্বকাপ

২০১৯ সালের ৫০ ওভারের বিশ্বকাপ

বিরাট কোহলি নেতৃত্বাধীন ভারতীয় দলকে ২০১৯ সালের ৫০ ওভারের বিশ্বকাপের ফেভারিট মনে করা হয়েছিল। কিন্তু সেমিফাইনালে থেমে গিয়েছিল মেন ইন ব্লু-র দৌড়। শেষ চারের লড়াইয়ে নিউজিল্যান্ডের কাছে পরাস্ত হতে হয়েছিল ভারতকে। এমএস ধোনি ও রবীন্দ্র জাদেজার মধ্যে হওয়া ১১৬ রানের পার্টনারশিপও টিম ইন্ডিয়াকে ফাইনালে তুলতে পারেনি।

বিদেশি ক্রিকেটারদের ফেরাতে পারবে বিসিসিআই, আইপিএলের আট ফ্র্যাঞ্চাইজির বিশ্বাসবিদেশি ক্রিকেটারদের ফেরাতে পারবে বিসিসিআই, আইপিএলের আট ফ্র্যাঞ্চাইজির বিশ্বাস

English summary
India look to end 8-year trophy drought in ICC tournaments in World Test Championship final
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X