For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

হ্যামিলটনে নিউজিল্যান্ডের বিরুদ্ধে কোন রেকর্ড গড়ার সম্মুখীন ভারত

হ্যামিলটনে নিউজিল্যান্ডের বিরুদ্ধে কোন রেকর্ড গড়ার সম্মুখীন ভারত

  • |
Google Oneindia Bengali News

আর কয়েক ঘণ্টার মধ্যেই হ্যামিলটনে নিউজিল্যান্ডের বিরুদ্ধে তৃতীয় টি-টোয়েন্টিতে মুখোমুখি হচ্ছে ভারত। ২-০ ব্যবধানে এগিয়ে থাকা সিরিজ এদিনই নিজেদের নামে লিখিয়ে নিতে পারেন বিরাট কোহলিরা। তেমনটা হলে এক অনন্য নজির গড়বে টিম ইন্ডিয়া। একই সঙ্গে এই ম্যাচেই রেকর্ডের হাতছানি ভারত অধিনায়ক বিরাট কোহলি ও উইকেটরক্ষক-ব্যাটসম্যান কেএল রাহুলের সামনে।

২০১৯ সফর

২০১৯ সফর

২০১৯-এ নিউজিল্যান্ডে টি-টোয়েন্টি ও ওয়ান ডে সিরিজ খেলেছিল ভারত। ২-১ ব্যবধানে টি-টোয়েন্টি সিরিজ হারলেও ৪-১ ব্যবধানে ওয়ান ডে সিরিজ জিতেছিলেন বিরাট কোহলিরা। এর আগে ২০০৮-২০০৯ মরশুমে নিউজিল্যান্ডে টি-টোয়েন্টি সিরিজ খেলেছিল মেন ইন ব্লু। সেবারও ২-০ ব্যবধানে সিরিজ হাতছাড়া হয়েছিল ভারতের।

এবার সুযোগ

এবার সুযোগ

এবারই নিউজিল্যান্ডে টি-টোয়েন্টি সিরিজ জয়ের স্বপ্ন পূরণ হতে পারে ভারতের। পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে রয়েছে ভারত। হ্যামিলটনে ম্যাচ জিতলেই নিউজিল্যান্ডের মাটিতে প্রথমবার টি-টোয়েন্টি সিরিজ জিতবেন বিরাট কোহলিরা।

রেকর্ডের মুখে বিরাট

রেকর্ডের মুখে বিরাট

ভারতীয় দলের অধিনায়ক হিসেবে টি-টোয়েন্টিতে ১০৮৮ রান রয়েছে বিরাট কোহলির। ভারতীয়দের মধ্যে তালিকায় মহেন্দ্র সিং ধোনির পরেই তাঁর স্থান। হ্যামিলটনে আর ২৫ রান করলেই এমএসকে টপকে যাবেন ভিকে। অধিনায়ক হিসেবে টি-টোয়েন্টিতে সর্বাধিক রানের বিশ্ব তালিকার শীর্ষে রয়েছেন দক্ষিণ আফ্রিকার ফাফ ডু প্লেসিস। অধিনায়ক হিসেবে টি-টোয়েন্টিতে ১২৭৩ রান রয়েছে তাঁর।

কেএল রাহুল

কেএল রাহুল

দেশের মাটিতে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে শেষ টি-টোয়েন্টি ও নিউজিল্যান্ডের বিরুদ্ধে তাদেরই মাটিতে প্রথম দুটি ম্যাচ, মানে সবমিলিয়ে পরপর তিনটি ২০ ওভারের ম্যাচে অর্ধ শতরান পেয়েছেন ভারতের উইকেটরক্ষক-ব্যাটসম্যান কেএল রাহুল। হ্যামিলটনেও অর্ধ-শতরান পেলে তিনি প্রথম ভারতীয় ব্যাটসম্যান হিসেবে টি-টোয়েন্টিতে পরপর চারটি অর্ধ-শতরান করার রেকর্ড গড়বেন। ধরে ফেলবেন লেজেন্ড ব্রেন্ডেন ম্যাকুলাম ও ক্রিস গেইলকে।

English summary
India is one step behind of their maiden T20 series victory in New Zealand
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X