For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

IND vs BAN: তৃতীয় দিনের খেলা শেষে বাংলাদেশের বিরুদ্ধে চাপে ভারত

তৃতীয় দিনের খেলা শেষে বাংলাদেশের বিরুদ্ধে চাপে ভারত

Google Oneindia Bengali News

বাংলাদেশের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টের তৃতীয় দিনের খেলা শেষে বেশ চাপে ভারত। ম্যাচের তৃতীয় ইনিংস পর্যন্ত নিয়ন্ত্রণে ছিল ভারতের কিন্তু চতুর্থ ইনিংসে ব্যাট হাতে নামতেই খেই হারিয়ে ফেলে কে এল রাহুলের দল।

IND vs BAN: তৃতীয় দিনের খেলা শেষে বাংলাদেশের বিরুদ্ধে চাপে ভারত

ভারতীয় ব্যাটসম্যানদের ব্যর্থতা তৃতীয় দিন পুরোটা সময়ে ব্যাকফুটে থাকা বাংলাদেশকে হঠাৎ করেই ম্যাচে ফিরিয়ে এনেছে। দ্বিতীয় দিনের খেলা শেষে বাংলাদেশের রান ছিল ছিল ৭/০। দ্বিতীয় ইনিংসে স্বাগতিক দেশের কাছে সুযোগ ছিল ভারতকে চাপে রেখে সিরিজে হোয়াইটওয়াশ এড়ানোর। কিন্তু তৃতীয় দিনের শুরু থেকে একের পর এক উইকেট হারানো বাংলাদেশ বড় রান তুলতে পারেনি। তৃতীয় দিনে বাংলাদেশের দ্বিতীয় ইনিংসগুটিয়ে যায় ২৩১ রানে। এই ইনিংসে ওপেনার জাকির হাসান এবং মিডল অর্ডারে লিটন দাস ছাড়া কোনও ব্যাটসম্যানই রান পাননি। জাকির ৫১ রান করেন এবং লিটন দাস করেন ৭৩ রান। মূলত এই দুই ব্যাটসম্যানের কারণেই বাংলাদেশ কিছুটা লড়াই চালানোর রান তুলতে পারে। এ ছাড়া লোয়ার অর্ডারে উইকেটরক্ষক নুরুল হাসান এবং তাসকিন আহমেদ ৩১ রান করে করেন। বাংলাদেশের অধিনায়ক শাকিব ১৩ রানে প্যাভিলিয়নে ফেরেন, অপর অভিজ্ঞ ব্যাটসম্যান মুসফিকুর রহিমের ব্যাট থেকে আসে ৯ রান।

ভারতের হয়ে তিনটি উইকেট নেন অক্ষর প্যাটেল। দুইটি করে উইকেট পান রবিচন্দ্রন অশ্বিন এবং মহম্মদ সিরাজ। জয়দেব উনাদকট এবং উমেশ যাদব পান একটি করে উইকেট। ১৪৫ রানের টার্গেট ভারতের সামনে রাখতে সক্ষম হয় প্রতিবেশী দেশ।

বাংলাদেশের দেওয়া টার্গেট তাড়া করতে নেমে পরের পর উইকেট হারাতে থাকে ভারত। তৃতীয় দিনের শেষে ভারতের রান ৪৫/৪। জয়ের জন্য এখনও প্রয়োজন ১০০ রান। শুভমন গিল ৭ রানে আউট হন, অপর ওপেনার কে এল রাহুলের ব্যাটে রানের খরা অব্যহত। তিনি করেন ২ রান। চেতেশ্ব পূজারা করেন ৬ রান। ২২ বল খেলে ১ রানে আউট হন বিরাট কোহলি। ক্রিজে ব্যাটিং করছেন অক্ষর প্যাটেল (২৬*) এবং নাইট ওয়াচম্যান হিসেবে নামা জয়দেব উনাদকট (৩*)। ভারতের দ্বিতীয় ইনিংসে হারানো চার উইকেটের মধ্যে তিনটিই নেন মেহদি হাসান মিরাজ। অধিনায়ক শাকিব আল হাসান নেন ১টি উইকেট।

ভারতের জন্য ভাল বিষয় হল ক্রিজে এখনও আসা বাকি ঋষভ পন্থ, শ্রেয়স আইয়ার, রবিচন্দ্রন অশ্বিনের, ফলে এই রান তোলাটা কঠিন বিষয় হওয়া উচিৎ নয় টিম ইন্ডিয়ার কাছে।

English summary
India is in tricky situation after lossing 4 wickets in forth innigs of the second test agaisnt Bangladesh.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X