
ENG vs IND: বার্মিংহামে জাঁকিয়ে বসেছে ভারত, ম্যাচ কঠিন হতে চলেছে ইংল্যান্ডের জন্য
এজবাস্টন টেস্টের রাশ তৃতীয় দিনের শেষেও থাকল ভারতের হাতে। তৃতীয় দিনের খেলা শেষে ভারতের লিড ২৫৭ রান। প্রথম ইনিংসে ভারতের ৪১৬ রানের জবাবে ইংল্যান্ডের ইনিংস শেষ হয় ২৮৪ রানে। ব্রিটিশ দলটির হয়ে অসাধারণ শতরান করেন জনি বেয়ারস্টো। এই তারকা ব্যাটসম্যান ঝলসে না উঠলে আরও বেশি সমস্যায় পড়ত ইংল্যান্ড। বেন স্টোকসের দলের ইনিংস শেষে ১৩২ রানের লিড পায় ভারত। ইংল্যান্ডের হয়ে ১০৬ রানের দুর্ধর্ষ ইনিংস খেলেন জনি বেয়ারস্ট্রো।

বেন ফোকস কোভিড আক্রান্ত হওয়ায় তাঁর পরিবর্তে সুযোগ পাওয়া স্যাম বিলিংস করেন ৩৬ রান যা দ্বিতীয় সর্বোচ্চ রান ইংল্যান্ডের এই ইনিংসে। নিউজিল্যান্ডের বিরুদ্ধে দুরন্ত ছন্দে থাকা জো রুট করেন ৩১ রান এবং ইংল্যান্ডের নয়া অধিনায়ক বেন স্টোকসের ব্যাট থেকে আসে ২৫ রান। তৃতীয় দিনের প্রথম সেশনেও নিয়ন্ত্রণে ছিল ইংল্যান্ড, এই সেশনে এক উইকেট হারায় তারা। কিন্তু বেয়ারস্টোর উইকেটের পতনের সঙ্গেই অল্প সময়ের মধ্যে গুটিয়ে যায় থ্রি লায়ন্সদের ইনিংস। শেষের দিকে ১৯ রান করেন ম্যাটি পটস, ৬ রানে অপরাজিত ছিলেন জেমস অ্যান্ডারসন।
ভারতের হয়ে প্রথম ইনিংসে সর্বাধিক চারটি উইকেট পান মহম্মদ সিরাজ। অধিনায়ক জসপ্রীত বুমরাহ পান তিনটি উইকেট। দু'টি উইকেট পেয়েছেন মহম্মদ শামি, পেস বোলিং অলরাউন্ডার হিসেবে এই টেস্টে সুযোগ পাওয়া শার্দূল ঠাকুর পেয়েছেন একটি উইকেট।
দ্বিতীয় ইনিংসে ব্যাটিং করতে নেমেও ব্যর্থ হয়েছেন তরুণ ওপেনার শুভমন গিল। জেমস অ্যান্ডারসনের বলে জ্যাক ক্রলির হাতে ক্যাচ দিয়ে ৪ রান করে আউট হন তিনি, ব্যর্থ হয়েছেন হনুমা বিহারী এবং বিরাট কোহলিও। হনুমার ব্যাট থেকে এসেছে ১১ রান এবং প্রাক্তন ভারত অধিনায়ক বিরাট কোহলি করেছেন ২০ রান। স্টুয়ার্ট ব্রডের বলে জনি বেয়ারস্টোর হাতে ক্যাচ দিয়ে ডাগ আউটে ফেরেন হনুমা। বিরাট আউট হন বেন স্টোকসের বলে জো রুটের হাতে ক্যাচ দিয়ে। তৃতীয় দিনের শেষে ভারতের রান ১২৫/৩। প্রথম ইনিংসে ব্যর্থ হওয়া চেতেশ্বর পূজারা ব্যাটিং করছেন ৫০ রানে, ক্রিজে রয়েছে গত ইনিংসে দুর্ধর্ষ শতরান করা ঋষভ পন্থ (৩০)।
বার্মিংহামে ইংল্যান্ডের বিরুদ্ধে নতুন রেকর্ড তৈরি করলেন এজবাস্টন টেস্টের অধিনায়ক জসপ্রীত বুমরাহ