For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

দ্বিতীয় টেস্টেও চালকের আসনে ভারত, ১১৭ রানে অল আউট ওয়েস্ট ইন্ডিজ

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সাবিনা পার্কে চলতে থাকা দ্বিতীয় টেস্টেও চালকের আসনে ভারত।

  • |
Google Oneindia Bengali News

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সাবিনা পার্কে চলতে থাকা দ্বিতীয় টেস্টেও চালকের আসনে ভারত। ভারতের ৪১৬ রানের জবাবে প্রথম ইনিংসে মাত্র ১১৭ রানে গুটিয়ে গেলেন ক্যারিবিয়ানরা। শিমরোন হেটমের ছাড়া ভারতীয় বোলারদের বিরুদ্ধে ছোটখাটো প্রতিরোধও গড়তে পারলেন না ওয়েস্ট ইন্ডিয়ান ব্যাটসম্যানরা।

১১৭ রানে অল আউট ওয়েস্ট ইন্ডিজ

দুর্দান্ত হ্যাটট্রিক সহ ওয়েস্ট ইন্ডিয়ান ব্যাটিং অর্ডারের প্রথম পাঁচ হেলমেটধারীকে সাজঘরের রাস্তা দেখান মিস্ট্রম্যান জসপ্রীত বুমরা। মাত্র ২২ রানের মধ্যে ওপেনার ক্রেইগ ব্রাথওয়েট (১০), জন ক্যাম্পবেল (২), ড্যারেন ব্রাভো (৪), শারমারহ ব্রকুস (০) ও রস্টন চেজকে (০) হারিয়ে মেরুদণ্ড বেঁকে যায় ক্যারিবিয়ানদের। অধিনায়ক জেসন হোল্ডারকে সঙ্গে নিয়ে শিমরোন হেটমের কিছুটা লড়াই দেওয়ার চেষ্টা করলেও, সেই পার্টনারশিপ বেশিক্ষণ টেকেনি। ১৮ রান করে বুমরার বলে আউট হন হোল্ডার। ব্যক্তিগত ৩৪ রানের স্কোরে হেটমেরকে ফেরান মহম্মদ শামি।

লোয়ার অর্ডারের জাহমার হ্যামিলটন (৫), কর্নওয়াল (১৪) ও কেমার রোচকে (১৭) আউট করেন যথাক্রমে ইশান্ত শর্মা, মহম্মদ শামি ও রবীন্দ্র জাদেজা। এই ইনিংসে একাই ছয় উইকেট নেন জসপ্রীত বুমরা। দুই উইকেট নেন মহম্মদ শামি। দ্বিতীয় ইনিংসে ২৯৯ রানের লিড নিয়ে খেলতে নেমে শুরুতেই তরুণ ওপেনার মায়াঙ্ক আগরওয়ালকে হারায় ভারত। দু্র্দান্ত ফর্মে থাকা কেমার রোচের শিকার হন এই ডান হাতি।

English summary
India in driving seat of second test against West Indies in Sabina Park
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X