For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ভারতের রেকর্ড কেমন পার্লের বোল্যান্ড পার্কে? একদিনের সিরিজ শুরুর আগে আত্মবিশ্বাসী দক্ষিণ আফ্রিকা

Google Oneindia Bengali News

পার্লের বোল্যান্ড পার্কে অনুষ্ঠিত হবে ভারত ও দক্ষিণ আফ্রিকার মধ্যে একদিনের সিরিজের প্রথম দুটি ম্যাচ। এই মাঠে প্রথম আন্তর্জাতিক ম্যাচটিতে খেলেছিল ভারত। ১৯৯৭ সালে ত্রিদেশীয় সিরিজে সেই ভারত-জিম্বাবোয়ে ম্যাচটি টাই হয়ে গিয়েছিল। যদিও ২০০১ সালে ত্রিদেশীয় সিরিজের ম্যাচেই কেনিয়াকে এখানে ১৮৬ রানে হারানোর পর ২০০৩-এর বিশ্বকাপে ভারত নেদারল্যান্ডসকে হারিয়েছিল ৬৮ রানে।

 ভারতের রেকর্ড কেমন পার্লের বোল্যান্ড পার্কে? একদিনের সিরিজ শুরুর আগে আত্মবিশ্বাসী দক্ষিণ আফ্রিকা

২০১৩ সালের পর থেকে পার্লে কখনও হারেনি প্রোটিয়ারা। তবে ২০২০ সালে অস্ট্রেলিয়াকে ৩-০ ব্যবধানে হারানোর পর থেকে দক্ষিণ আফ্রিকা একদিনের সিরিজ জেতেনি। আয়ারল্যান্ড সফরে গিয়ে তিন ম্যাচের সিরিজ ড্র হয়েছিল, শ্রীলঙ্কা সফরে সিরিজেই হেরে যায়। এই অবস্থায় ২০২৩ বিশ্বকাপে সরাসরি যোগ্যতা অর্জন করার সম্ভাবনা কার্যত নেই। একদিনের সিরিজেও তারকা পেসার আনরিখ নরকিয়াকে পাচ্ছে না প্রোটিয়ারা। তেম্বা বাভুমা ফের সাদা বলের ক্রিকেটে নেতৃত্ব দেবেন। শ্রীলঙ্কা সফরে গিয়ে বুড়ো আঙুল ভেঙেছিল। টি ২০ বিশ্বকাপে খেলার পর নেদারল্যান্ডসের বিরুদ্ধে সিরিজে সিনিয়রদের সঙ্গে তিনিও বিশ্রাম নিয়েছিলেন। টেস্ট ক্রিকেট থেকে অবসর নেওয়া কুইন্টন ডি ককের দিকেও একদিনের সিরিজে ভালো কিছুর জন্য তাকিয়ে রয়েছে প্রোটিয়ারা।

 ভারতের রেকর্ড কেমন পার্লের বোল্যান্ড পার্কে? একদিনের সিরিজ শুরুর আগে আত্মবিশ্বাসী দক্ষিণ আফ্রিকা

ডি কককে সাদা বলের ক্রিকেটের দলে পেয়ে খুশি বাভুমা আজ বলেন, ডি কককে আমরা টেস্ট দলে মিস করছি। তবে টেস্ট থেকে অবসর নেওয়া তাঁর সিদ্ধান্ত, যা আমরা সম্মান করি। ফের একদিনের দলে তাঁকে পেয়ে ভালোই লাগছে, কুইন্টন নিজেও নিশ্চিতভাবে উত্তেজিত। নিজেকে প্রমাণ করতেও মুখিয়ে থাকবেন। মার্কো জানসেনও এই দলে রয়েছেন। তাঁর দক্ষতার সঙ্গেও বিশ্ব ক্রিকেট পরিচিত। ভারত সাদা বলের ক্রিকেটে শক্তিশালী দল। অন্য দলকে যেমন সমীহ করি, ভারতকেও করব। সিরিজ মোটেই সহজ হবে না, তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণই হবে। তবে বাভুমার কথায় ইঙ্গিত মিলেছে, শক্তিশালী ভারতীয় দলের বিরুদ্ধে টেস্ট সিরিজ জয় গোটা দলের আত্মবিশ্বাস বাড়িয়ে দিয়েছে।

পার্লে বৃষ্টির পূর্বাভাস নেই। বোল্যান্ড পার্কের উইকেট স্লো ও পাটা প্রকৃতির হয়ে থাকে। তবে ২০১২ সালে দক্ষিণ আফ্রিকা ৩০০-র উপর রান তোলার পর শ্রীলঙ্কা ৪৩ রানে অল আউট হয়ে গিয়েছিল। কিন্তু সাধারণভাবে এখানে তিনশোর আশেপাশে রান উঠে থাকে। গত পাঁচ বছরে দক্ষিণ আফ্রিকা একবার সাড়ে তিনশোও করেছিল। বাউন্ডারি ছোট, তাই রান ওঠার সম্ভাবনা ভালোই। ভারতের স্পিন বোলিংয়ের মোকাবিলার জন্য বিশেষ প্রস্তুতিও নিচ্ছে বাভুমার দল। দক্ষিণ আফ্রিকার অভিজ্ঞ আম্পায়ার মারাইস এরাসমাস শততম একদিনের আন্তর্জাতিক ম্যাচ পরিচালনা করবেন।

দক্ষিণ আফ্রিকার সম্ভাব্য একাদশ- কুইন্টন ডি কক (উইকেটকিপার), জ্যানম্যান মালান, তেম্বা বাভুমা, এইডেন মার্করাম, রাসি ভ্যান ডার ডুসেন, ডেভিড মিলার, ডোয়েইন প্রিটোরিয়াস বা জর্জ লিন্ডে, আন্ডিল ফেহলাকওয়াইও, মার্কো জানসেন, লুঙ্গি এনগিডি, তাবরেজ শামসি।

English summary
India Have Won Two Games In Paarl And Tied One But Never Played Against South Africa. Proteas Captain Temba Bavuma Confident Of Good Show Against India After Test Series Win.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X