For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

হারারেতে একদিনের সিরিজ জয়ের লক্ষ্যে জিম্বাবোয়ের বিরুদ্ধে রান তাড়া করবে ভারত, দুই দলে ৩ পরিবর্তন

Google Oneindia Bengali News

আজ হারারে স্পোর্টস ক্লাবে একদিনের সিরিজ জয়ের লক্ষ্যে জিম্বাবোয়ের বিরুদ্ধে নামছে ভারত। বৃহস্পতিবার প্রথম একদিনের আন্তর্জাতিকে ভারত ১০ উইকেটে সহজ জয় ছিনিয়ে নিয়েছিল। তিন ম্যাচের সিরিজের দ্বিতীয় ODI-তেও আজ টস জিতলেন ভারত অধিনায়ক লোকেশ রাহুল। ফের ফিল্ডিংয়েরই সিদ্ধান্ত নিয়েছেন তিনি। আগের ম্যাচে সেরা বোলিং পারফরম্যান্সের সুবাদে ম্যাচের সেরা হওয়া দীপক চাহারকে আজ খেলাচ্ছে না ভারত। প্রথম একাদশে এসেছেন শার্দুল ঠাকুর।

সিরিজ জয়ের লক্ষ্যে ভারত

সিরিজ জয়ের লক্ষ্যে ভারত

ইতিমধ্যেই একদিনের আন্তর্জাতিকে জিম্বাবোয়েকে টানা ১৩টি ম্যাচে হারিয়েছে ভারত, যা রেকর্ড। এর আগে বাংলাদেশকে ভারত টানা ১২টি একদিনের আন্তর্জাতিকে হারিয়েছিল। সেই নজির আগেরদিন টপকে গিয়েছে মেন ইন ব্লু। এবার সেই রেকর্ডটি আরও উন্নত করার হাতছানি ভারতের সামনে। অন্যদিকে, সম্প্রতি দেশের মাটিতে বাংলাদেশকে টি ২০ ও একদিনের সিরিজে হারিয়েছিল জিম্বাবোয়ে। রেজিস চাকাভার নেতৃত্বাধীন দল নিশ্চিতভাবেই চাইবে সিরিজের ফয়সালার বিষয়টি শেষ ম্যাচ অবধি নিয়ে যেতে।

টস জিতে ফিল্ডিং

টস জিতে ভারত অধিনায়ক লোকেশ রাহুল বলেন, আজকের উইকেট আগের দিনের চেয়ে আরও ভালো মনে হচ্ছে। অনেক বেশি শক্ত। সেই কারণেই এই উইকেটে ফের প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নিলাম। প্রথম দিকে দ্রুত কয়েকটি উইকেট তুলে নেওয়াই লক্ষ্য। আগের ম্যাচে আমরা ভালো বোলিং করেছি। কোনও ক্যাচ পড়েনি। বল কিছুটা পুরানো হওয়ার পর ইভান্স ও নাগারভা ভালো ব্যাটিং করেছিলেন। উল্লেখ্য, লোকেশ রাহুলের নেতৃত্বাধীন ভারত দক্ষিণ আফ্রিকায় একদিনের সিরিজে দুরমুশ হয়েছিল। তবে আজ প্রথমবার অধিনায়ক হিসেবে দেশকে একদিনের সিরিজ উপহার দিতে পারেন লোকেশ রাহুল।

মরিয়া জিম্ববোয়ে

মরিয়া জিম্ববোয়ে

জিম্বাবোয়ের অধিনায়ক রেজিস চাকাভা মরিয়া সিরিজে সমতা ফেরানোর বিষয়ে। দলে দুটি পরিবর্তনও আনা হয়েছে। চাকাভা বলেন, উইকেট ভালো। স্কোরবোর্ডে পর্যাপ্ত রান তোলাই আমাদের লক্ষ্য। দলের সকলেই এ বিষয়ে ফোকাসড রয়েছেন। যে প্রসেসের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি তাতে নিজেদের সেরাটা দিতে সকলেই প্রস্তুত। নতুন বল সামাল দিতে হবে টপ অর্ডারকে, এরপর বড় রান তুলতে মিডল অর্ডারেও আস্থা রাখছেন জিম্বাবোয়ে অধিনায়ক।

চাহারের পরিবর্তে আবেশ নয়!

ভারত এই ম্যাচে দীপক চাহারকে খেলাচ্ছে না। আগের ম্যাচে ৭ ওভার হাত ঘুরিয়ে ৩ উইকেট নিয়েছিলেন চাহার। কামব্যাক ম্যাচে নিজের পারফরম্যান্স ও ফিটনেস নিয়েও সন্তুষ্ট ছিলেন। এশিয়া কাপ বা টি ২০ বিশ্বকাপে জায়গা পাওয়ার লক্ষ্যে নিজের ভালো ফর্ম অব্যাহত রাখার কথাও বলেছিলেন। কিন্তু তিনি আজ দলের বাইরে। এর কারণ জানানো হয়নি। মনে করা হচ্ছে, হাল্কা চোট থাকতে পারে। তবে দলে শার্দুল ঠাকুরকে দেখে অনেকেই অবাক। কেন না, বিশেষজ্ঞরা মনে করছেন চাহারের পরিবর্তে আবেশ খানকে দলে নেওয়া হলে তিনি এশিয়া কাপের আগে ম্যাচ প্র্যাকটিস পেতেন।

ভারত- শিখর ধাওয়ান, শুভমান গিল, ঈশান কিষাণ, লোকেশ রাহুল (অধিনায়ক), দীপক হুডা, সঞ্জু স্যামসন (উইকেটকিপার),অক্ষর প্যাটেল, শার্দুল ঠাকুর, কুলদীপ যাদব, প্রসিদ্ধ কৃষ্ণ, মহম্মদ সিরাজ

জিম্বাবোয়ে দলে দুই পরিবর্তন

জিম্বাবোয়ে দলে নেওয়া হয়েছে তাকুদজওয়ানাশে কাইতানো ও তানাকা চিভাঙ্গাকে। কাইতানো এসেছেন তাদিওয়ানাশে মারুমনির জায়গায়। চিভাঙ্গা খেলছেন নাগারভার পরিবর্ত হিসেবে। আগের ম্যাচে ১১০ রানে ৮ উইকেট হারানোর পর জিম্বাবোয়ে ১৮৯ রানে পৌঁছেছিল নাগারভার পারফরম্যান্সের সৌজন্যই। তবে চোটের কারণে তিনি বাদ পড়ে থাকতে পারেন।

জিম্বাবোয়ে- ইনোসেন্ট কাইয়া, তাকুদজওয়ানাশে কাইতানো, ওয়েসলি মাধেভেরে, সিন উইলিয়ামস, সিকান্দর রাজা, রেজিস চাকাভা (অধিনায়ক ও উইকেটকিপার), রায়ান বার্ল, লুক জংউই, ব্র্যাড ইভান্স, তানাকা চিভাঙ্গা, ভিক্টর নিয়াউচি

English summary
India Have Won The Toss And Elected To Bowl First Against Zimbabwe In The 2nd ODI In Harare. Shardul Thakur Is Playing In Place Of Deepak Chahar.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X