For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ভারতীয় দলে বিরাট-শাস্ত্রী জমানা শেষ আজ! নামিবিয়ার বিরুদ্ধে টস জিতে ফিল্ডিং নিলেন কোহলি

Google Oneindia Bengali News

দুবাইয়ে টি ২০ বিশ্বকাপে নিজেদের শেষ ম্যাচে এই প্রথম টি ২০ আন্তর্জাতিকে মুখোমুখি ভারত-নামিবিয়া। অধিনায়ক হিসেবে টি ২০ আন্তর্জাতিকে শেষ ম্যাচে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিলেন বিরাট কোহলি। ভারতীয় দলে বরুণ চক্রবর্তীর জায়গায় খেলানো হচ্ছে রাহুল চাহারকে।

ভারতীয় দলে বিরাট-শাস্ত্রী জমানা শেষ আজ! নামিবিয়ার বিরুদ্ধে টস জিতে ফিল্ডিং নিলেন কোহলি

২০১৭ সালে পাকিস্তানের কাছে চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারত পরাজিত হওয়ার পর হেড কোচ নিযুক্ত হন রবি শাস্ত্রী। বিদেশের মাটিতে সাফল্য থেকে এক নম্বর টেস্ট দল হওয়ার লক্ষ্যপূরণ হলেও বিরাট-শাস্ত্রী জুটি ভারতকে কোনও আইসিসি ইভেন্টে চ্যাম্পিয়ন করাতে পারেনি। বেশ কিছু লজ্জাজনক পরাজয়েরও সাক্ষী থাকতে হয়েছে। ভারতীয় ক্রিকেট দলে অধিনায়ক বিরাট কোহলি ও কোচ রবি শাস্ত্রীর জুটির আজই শেষ দিন। বিরাট কোহলি শেষবার ভারতকে টি ২০ আন্তর্জাতিকে নেতৃত্ব দিচ্ছেন। অধিনায়ক হিসেবে বিরাটের এটি ৫০তম টি ২০ আন্তর্জাতিক ম্যাচ। যা পরিস্থিতি তাতে একদিনের আন্তর্জাতিকেও তিনি অধিনায়কত্ব খোয়াতে পারেন। তাই সাদা বলের ক্রিকেটে দেশের হয়ে সম্ভবত এদিনই শেষ টসটি সারলেন বিরাট। রবি শাস্ত্রী ও তাঁর নেতৃত্বাধীন কোচিং স্টাফেরও ভারতীয় দলে আজই শেষ অ্যাসাইনমেন্ট। টি ২০ বিশ্বকাপ থেকে বিদায় নিলেও দুর্বল নামিবিয়ার বিরুদ্ধে শেষ ম্যাচে নিশ্চিতভাবেই সহজ জয় চাইবেন কোহলি-শাস্ত্রী।

বিরাট কোহলি এদিন টস জেতার পর বলেন, বিশ্বকাপে টস বড় ফ্যাক্টর হয়ে দাঁড়িয়েছে। যখন টস জিতেছি তখন প্রথম থেকে যে পরিকল্পনা ঠিক সেভাবেই এগোতে সক্ষম হয়েছি। টি ২০ আন্তর্জাতিকে শেষবার নেতৃত্ব দেওয়া প্রসঙ্গে বিরাট বলেছেন, এটা আমার কাছে অত্যন্ত সম্মানের। আমাকে যে দায়িত্ব দেওয়া হয়েছিল সেরাটা দিয়েই তা পালনের চেষ্টা করেছি। কিন্তু এখন সময় হয়েছে পরিবর্তন এনে এগিয়ে যাওয়ার। আমি অধিনায়ক হওয়ার পর থেকে দল যেভাবে খেলেছে তাতে আমি সত্যিই গর্বিত। আমার বিশ্বাস এরপর যাঁরা দায়িত্বে আসবেন তাঁরাও দলকে সুনামের সঙ্গে এগিয়ে নিয়ে যেতে পারবেন। অধিনায়ক যে রোহিত শর্মাই হতে চলেছেন সেটাও স্পষ্ট জানিয়ে দিয়েছেন ভারত অধিনায়ক। শেষ অ্যাসাইনমেন্টের আগে দল নিয়ে গর্বিত ভারতীয় কোচ রবি শাস্ত্রী। বিশ্বের শক্তিধর দেশগুলিকে তাদের দেশে গিয়ে হারানোকেই বড় সাফল্য হিসেবে উল্লেখ করেছেন শাস্ত্রী। বিরাট কোহলিকে টেস্ট ক্রিকেটের পক্ষে বিশ্বের সবচেয়ে বড় ব্র্যান্ড অ্যাম্বাসাডরও বলেছেন তিনি। শাস্ত্রী বলেন, সব সময় প্রত্যাশা অনুযায়ী সাফল্য মেলে না। টি ২০ বিশ্বকাপের আগে ছয় মাস ধরে আমরা বায়ো বাবলে রয়েছি। আমার বয়সে আমি ক্লান্ত হতে পারি। তবে ক্রিকেটাররাও শারীরিক ও মানসিকভাবে ক্লান্ত হয়ে পড়েছিলেন। আইপিএলের পর একটা বড় গ্যাপ পেলে ভালো হত। আমরা হারতে ভয় পাই না। জিততে গিয়েই হেরেছি। তবে এটা কোনও অজুহাত নয়।

ভারত- লোকেশ রাহুল, রোহিত শর্মা, বিরাট কোহলি (অধিনায়ক), সূর্যকুমার যাদব, ঋষভ পন্থ (উইকেটকিপার), হার্দিক পাণ্ডিয়া, রবীন্দ্র জাদেজা, রবিচন্দ্রন অশ্বিন, মহম্মদ শামি, জসপ্রীত বুমরাহ, রাহুল চাহার।

নামিবিয়া- স্টিফেন বার্ড, মাইকেল ভ্যান লিঙ্গেন, জেরার্ড এরাসমাস (অধিনায়ক), জেন গ্রিন (উইকেটকিপার), ডেভিড উইসে, জেজে স্মিত, জান নিকোল লফটি-ইটন, ক্রেগ উইলিয়ামস, জান ফ্রাইলিঙ্ক, রুবেন ট্রাম্পেলম্যান, বার্নার্ড স্কলটজ।

English summary
India Have Won The Toss And Elected To Bowl Against Namibia In Their Last Match Of T20 WC In Dubai. Virat Kohli Leading The India's T20 Team For The Last Time And It's The End Of An Era As This Is The Last Match Of Ravi Shastri As India's Head Coach.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X