For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

হায়দরাবাদে সিরিজের ফয়সালা! তৃতীয় টি ২০ আন্তর্জাতিকে টস জিতে অস্ট্রেলিয়াকে ব্যাটিংয়ের আমন্ত্রণ ভারতের

  • |
Google Oneindia Bengali News

হায়দরাবাদে সিরিজ নির্ণায়ক টি ২০ আন্তর্জাতিকে মুখোমুখি ভারত-অস্ট্রেলিয়া। ভারত এই ম্যাচে জিতলে এক ক্যালেন্ডার ইয়ারে সর্বাধিক ম্যাচ জয়ের রেকর্ড গড়ে পিছনে ফেলবে পাকিস্তানকে। তিন বছর পর নিজামের শহরে কোনও আন্তর্জাতিক ম্যাচ অনুষ্ঠিত হচ্ছে। ২০১৯-এর পর এখানে কোনও আইপিএল ম্যাচও হয়নি। টস জিতে ফিল্ডিং নিয়েছেন ভারত অধিনায়ক রোহিত শর্মা।

নির্ণায়ক ম্যাচ নিজামের শহরে

নির্ণায়ক ম্যাচ নিজামের শহরে

আজ হায়দরাবাদে বিকেলে বৃষ্টির পূর্বাভাস থাকলেও বৃষ্টি হয়নি। ম্যাচ ঘিরে বিপুল উন্মাদনা ক্রিকেটপ্রেমীদের মধ্যে। পিচ ব্যাটিং সহায়কই হতে পারে বলে মনে করা হচ্ছে। বিকেল তিনটে নাগাদ পিচের বাউন্স পরীক্ষা করে দেখেন হায়দরাবাদ ক্রিকেট অ্যাসোসিয়েশনের সভাপতি তথা প্রাক্তন ভারত অধিনায়ক মহম্মদ আজহারউদ্দিন। এরপর রোল করার নির্দেশও দিয়েছিলেন। উপ্পলের রাজীব গান্ধী ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে ২০১৯ সালে হাই স্কোরিং ম্যাচে ওয়েস্ট ইন্ডিজকে হারিয়েছিল ভারত।

পন্থ আউট, ভুবি ইন

আজকের ম্যাচে ঋষভ পন্থকে বাইরে পাঠিয়ে ভুবনেশ্বর কুমারকে দলে নিয়েছে ভারত। অস্ট্রেলিয়া দলেও একটি পরিবর্তন হয়েছে। জশ ইনগ্লিস চোট সারিয়ে দলে ফিরেছেন শন অ্যাবটের জায়গায়। রোহিত শর্মা টস জিততেই শব্দব্রহ্ম শোনা যায় স্টেডিয়ামে। সাধারণভাবে এই সময় টস জিতলেই টি ২০ ম্যাচে এগিয়ে থাকা যায় বলেই বিশ্বাস বিভিন্ন দল থেকে বিশেষজ্ঞ ও ক্রিকেটপ্রেমীদের। পিচ রিপোর্ট দেওয়ার সময় আকাশ চোপড়া বলেন, পিচ ব্যাটিং সহায়ক। ডিউ ফ্যাক্টর আজকের ম্যাচের ফলাফল নির্ধারণে ভূমিকা নেবে না বলেই দাবি করেছেন কিউরেটররা।

আত্মবিশ্বাসী হিটম্যান

নাগপুরে সিরিজে সমতা ফেরানোয় অবদান রেখে ম্যাচের সেরা হয়েছিলেন রোহিত শর্মা। তিনি বলেন, প্রতিটি জয়ই গুরুত্বপূর্ণ। এই ফরম্যাটে জয়ের ধারাবাহিকতা বজায় রাখাই মূল বিষয়। সব সময় সেটাই আমাদের লক্ষ্য থাকে। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে খেলা সব সময়ই চ্যালেঞ্জিং। ভালো ক্রিকেটাররা রয়েছেন। আমরা জয়ের ধারা অব্যাহত রাখার লক্ষ্য নিয়েই নামছি। পরিকল্পনা অনুযায়ী সব কিছু যাতে ঠিক থাকে সেটা নিশ্চিত করতে হবে। আগের ম্যাচে জয় দলের আত্মবিশ্বাস বাড়িয়েছে। আজকের গুরুত্বপূর্ণ ম্যাচে দলের সকলেই নিজেদের দায়িত্ব যথাযথভাবে পালন করতে পারবেন বলে আত্মবিশ্বাসী রোহিত।

ভারত- রোহিত শর্মা (অধিনায়ক), লোকেশ রাহুল, বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, হার্দিক পাণ্ডিয়া, দীনেশ কার্তিক (উইকেটকিপার), অক্ষর প্যাটেল, হর্ষল প্যাটেল, ভুবনেশ্বর কুমার, জসপ্রীত বুমরাহ, যুজবেন্দ্র চাহাল

চ্যালেঞ্জ সামলাতে তৈরি অস্ট্রেলিয়া

অস্ট্রেলিয়ার অধিনায়ক অ্যারন ফিঞ্চ বলেন, ভারতে খেলা সব সময়ই তাঁর পছন্দের। এখানকার দর্শকরাও অসাধারণ। যেভাবে তাঁরা সমর্থন করেন তা ব্রিলিয়ান্ট। ফিঞ্চ জানিয়েছেন, তিনিও টস জিতলে ফিল্ডিংই নিতেন।

অস্ট্রেলিয়া- অ্যারন ফিঞ্চ (অধিনায়ক), ক্যামেরন গ্রিন, স্টিভ স্মিথ, গ্লেন ম্যাক্সওয়েল, জশ ইনগ্লিস, টিম ডেভিড, ম্যাথু ওয়েড (উইকেটকিপার), প্যাট কামিন্স, ড্যানিয়েল স্যামস, অ্যাডাম জাম্পা, জশ হ্যাজলউড

নিউজিল্যান্ড 'এ' দলের বিরুদ্ধে ভারত 'এ'-র একদিনের সিরিজ জয়, কুলদীপ যাদবের হ্যাটট্রিকনিউজিল্যান্ড 'এ' দলের বিরুদ্ধে ভারত 'এ'-র একদিনের সিরিজ জয়, কুলদীপ যাদবের হ্যাটট্রিক

English summary
India Have Won The Toss And Elected To Bowl Against Australia In The 3rd T20I In Hyderabad. Bhuvneshwar Returns, Hyderabad Is Set For It's First International Game In Almost 3 Years.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X