For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

সিরিজ নির্ণায়ক টি ২০ ম্যাচে টস জিতে ব্যাটিং নিলেন শিখর, ভারতীয় দলে অভিষেক সন্দীপ ওয়ারিয়রের

Google Oneindia Bengali News

কলম্বোয় সিরিজ নির্ণায়ক তৃতীয় টি ২০ আন্তর্জাতিকে টস জিতে ব্যাটিং নিলেন ভারত অধিনায়ক শিখর ধাওয়ান। গতকাল ফিল্ডিংয়ের সময় কাঁধে চোট পেয়েছিলেন নভদীপ সাইনি। তাঁর জায়গায় আজ প্রথম একাদশে নেওয়া হয়েছে সন্দীপ ওয়ারিয়রকে। তিনি আজ দেশের হয়ে প্রথম আন্তর্জাতিক ম্যাচ খেলবেন।

সিরিজ নির্ণায়ক টি ২০ ম্যাচে টস জিতে ব্যাটিং নিলেন শিখর

নেট বোলার হিসেবে দলের সঙ্গে শ্রীলঙ্কা গেলেও ভারতীয় শিবিরে করোনা থাবা বসানোয় ৯ ক্রিকেটার আইসোলেশনে রয়েছেন। এরপরই সন্দীপ-সহ পাঁচজন নেট বোলারকে মূল দলে নেওয়া হয়েছে। নেট বোলার হিসেবে দলের সঙ্গে শ্রীলঙ্কা গেলেও ভারতীয় শিবিরে করোনা থাবা বসানোয় ৯ ক্রিকেটার আইসোলেশনে রয়েছেন। এরপরই সন্দীপ-সহ পাঁচজন নেট বোলারকে মূল দলে নেওয়া হয়েছে। ভারতের মতো শ্রীলঙ্কা দলেও একটি পরিবর্তন হয়েছে। ইসুরু উদানার জায়গায় দলে নেওয়া হয়েছে পাথুম নিসাঙ্কাকে। গতকালের ম্যাচে শ্রীলঙ্কার আটজন বোলিং করেছিলেন। আজ বোলার উদানার জায়গায় নিসাঙ্কাকে নিয়ে ব্যাটসম্যানের সংখ্যা বাড়ালেন দাসুন শনকারা।

ভারতের প্রথম একাদশে আজ কেরলে জন্মানো ক্রিকেটারের সংখ্যা বেড়ে দাঁড়াল তিন। সঞ্জু স্যামসন, দেবদত্ত পাড়িক্কলের পর আজ সন্দীপ ওয়ারিয়র। ৩০ বছরের সন্দীপের প্রথম শ্রেণির ক্রিকেটে অভিষেক কেরলের হয়ে এখন তিনি খেলেন তামিলনাড়ুর হয়ে। আবার সঞ্জু কেরলের হয়ে খেললেও দেবদত্ত পাড়িক্কল খেলেন কর্নাটকের হয়ে। সন্দীপ আইপিএলে রয়েছেন কলকাতা নাইট রাইডার্সে। এবারের আইপিএলে একটিও ম্যাচ খেলেননি। ২০১৯ সালে তিন ম্যাচে ২টি উইকেট পেয়েছিলেন। গত বছর ১টি ম্যাচ খেলেন। প্রথম শ্রেণির ক্রিকেটে সন্দীপের উইকেট সংখ্যা ১৮৬টি। ব্যাট হাতে সর্বাধিক রান ৯৩। ৫০ ওভারের ক্রিকেটে ৫৫টি ম্যাচে ৬৬টি এবং টি ২০-তে ৫৪টি ম্যাচে তাঁর উইকেট সংখ্যা ৫৩।

একটি টি ২০ সিরিজে সবচেয়ে বেশি ক্রিকেটার নিরিখে আজ অস্ট্রেলিয়া ও রোমানিয়ার সঙ্গে একাসনে চলে এল ভারত। তিন দলই সিরিজে ১৯ জন ক্রিকেটার খেলিয়েছে। অস্ট্রেলিয়া ২০১৬ সালে ভারতের বিরুদ্ধে, গত বছর রোমানিয়া বুলগেরিয়ার বিরুদ্ধে, ভারত শ্রীলঙ্কার বিরুদ্ধে চলতি সিরিজে।

ভারতীয় দল- শিখর ধাওয়ান (অধিনায়ক), ঋতুরাজ গায়কোয়াড়, দেবদত্ত পাড়িক্কল, সঞ্জু স্যামসন (উইকেটকিপার), নীতীশ রানা, ভুবেশ্বর কুমার, সন্দীপ ওয়ারিয়র, চেতন সাকারিয়া, কুলদীপ যাদব, বরুণ চক্রবর্তী, রাহুল চাহার

শ্রীলঙ্কা দল- আবিষ্কা ফার্নান্দো, মিনোদ ভানুকা (উইকেটকিপার), সাদিরা সমরবিক্রমা, ধনঞ্জয় ডি সিলভা, পাথুম নিসাঙ্কা, রমেশ মেন্ডিস, দাসুন শনকা (অধিনায়ক), ওয়ানিন্দু হাসারঙ্গা, চামিকা করুণারত্নে, দুষ্মন্ত চামিরা, আকিলা ধনঞ্জয়

English summary
India Have Won The Toss And Elected To Bat First In T20 Series Decider In Colombo. Sandeep Warrier Gets His T20I Cap
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X