For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

সেঞ্চুরিয়নে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্টে টস জিতে ব্যাটিং ভারতের, দুই দলের প্রথম এগারোয় কারা?

Google Oneindia Bengali News

আজ থেকে সেঞ্চুরিয়নের সুপারস্পোর্ট পার্কে শুরু ভারত-দক্ষিণ আফ্রিকা তিন টেস্টের সিরিজের প্রথম টেস্ট। বক্সিং ডে টেস্টে টস জিতে ব্যাটিং ভারতের। সুপারস্পোর্ট পার্কে ভারত দুটি টেস্টের দুটিতেই হেরেছে। দক্ষিণ আফ্রিকা এই মাঠে শেষবার হেরেছিল ২০১৪ সালে। তারপর থেকে প্রোটিয়ারা এখানে অপ্রতিরোধ্যই শুধু নয়, সাফল্যের শতকরা হার এই মাঠেই সবচেয়ে বেশি।

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্টে টস জিতে ব্যাটিং ভারতের

(ছবি- বিসিসিআই টুইটার)

ক্রিকেট বিশেষজ্ঞরা টসের আগে বলছিলেন, সেঞ্চুরিয়নের কন্ডিশনে টস হারাটাই নিরাপদ হবে। কেন না, টেস্টে টস জেতা দল ব্যাটিং করাই বেশিরভাগ ক্ষেত্রে পছন্দ করলেও এখানে বোলিং নিলেও খারাপ হয় না। কিন্তু বিরাট কোহলি হেড কল করে টস জেতার পর জানালেন ভারত প্রথমে ব্যাটিংই করবে। এর কারণ জানিয়ে বিরাট বলেন, বিদেশের মাটিতে আমরা খেলছি। বড় রান তোলাই লক্ষ্য। সেঞ্চুরিয়নের উইকেট সাধারণত দ্বিতীয় দিন থেকে বেশি গতিময় হয়ে ওঠে।

বিশ্বের ১ নম্বর টেস্ট দল হিসেবে এই সিরিজ খেলতে নামছে ভারত। বিরাট টসের পর জানান, বিদেশের মাটিতে আমাদের টেস্টে সাফল্যের পিছনে বিগত দক্ষিণ আফ্রিকা সফর থেকে প্রাপ্ত আত্মবিশ্বাস অন্যতম বড় কারণ। তবে দক্ষিণ আফ্রিকাও যথেষ্ট শক্তিশালী। আমাদের সেরাটাই দিতে হবে। দক্ষিণ আফ্রিকায় পৌঁছানোর পর আমাদের দলের প্রস্তুতি পর্যাপ্তই হয়েছে। মূল উইকেটের ঠিক পাশে সেন্টার উইকেটে আমরা অনুশীলন করেছি। বলের গতি, তা কতটা দূরে যাচ্ছে এ সব কিছুই আমরা বুঝে নেওয়ার চেষ্টা করেছি। বিরাট কোহলিকে প্রথম একাদশ নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, আমি শুধু এটাই বলব তিন সিমার- মহম্মদ শামি, জসপ্রীত বুমরাহ ও মহম্মদ সিরাজ খেলছেন। স্পিনার রয়েছেন রবিচন্দ্রন অশ্বিন। অলরাউন্ডার হিসেবে দলে সুযোগ পেয়েছেন শার্দুল ঠাকুর।

তবে একটু পরেই যখন প্রথম একাদশ জানানো হয় তখন দেখা যায় মুম্বই টেস্টে অভিষেকেই শতরান ও অর্ধশতরান হাঁকানো শ্রেয়স আইয়ার বাদ পড়েছেন। দলে ফেরানো হয়েছে অভিজ্ঞ অজিঙ্ক রাহানেকে। গত দক্ষিণ আফ্রিকা সফরে ভারত যে একমাত্র টেস্টটি জিতেছিল তাতে জয়ের অন্যতম কারিগর ছিলেন রাহানে। তবে সাম্প্রতিক ফর্মের নিরিখে তিনি টেস্টের সহ অধিনায়কত্ব হারিয়েছেন। চোটের কারণে রোহিত শর্মা ছিটকে যাওয়ায় ভারত অভিজ্ঞতাকে প্রাধান্য দিয়েই রাহানেকে দলে রেখে তাঁকে আরেকটি সুযোগ দিল বলে মনে করা হচ্ছে। এ ছাড়া ভারতীয় দলে আর চমক নেই। দক্ষিণ আফ্রিকা দলে ডুয়ান অলিভিয়েরকে রাখা হয়নি। অভিষেক হচ্ছে মার্কো জেনসেনের। উল্লেখ্য, ২০১৮ সালে নেটে বিরাট কোহলিকে পরাস্ত করেছিলেন এই জেনসেনই।

ভারতের প্রথম একাদশ- লোকেশ রাহুল, ময়াঙ্ক আগরওয়াল, চেতেশ্বর পূজারা, বিরাট কোহলি (অধিনায়ক), অজিঙ্ক রাহানে, ঋষভ পন্থ (উইকেটকিপার), রবিচন্দ্রন অশ্বিন, শার্দুল ঠাকুর, মহম্মদ শামি, জসপ্রীত বুমরাহ, মহম্মদ সিরাজ।

দক্ষিণ আফ্রিকার প্রথম একাদশ- দক্ষিণ আফ্রিকার সম্ভাব্য একাদশ- ডিন এলগার (অধিনায়ক), এইডেন মার্করাম, কিগান পিটারসেন, রাসি ভ্যান ডার ডুসেন, তেম্বা বাভুমা, কুইন্টন ডি কক (উইকেটকিপার), উইয়ান মুলডার, মার্কো জেনসেন, কেশব মহারাজ, কাগিসো রাবাডা, লুঙ্গি এনগিডি।

English summary
India Have Won The Toss And Elected To Bat First Against South Africa In Centurion Test. Shami, Siraj, Bumrah And Shardul In India's Playing XI.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X