For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

রোহিত ত্রিবান্দ্রমে টস জিতে ব্যাটিং নিলেন, ভারত খেলাচ্ছে সূর্য-সুন্দরকে, শ্রীলঙ্কারও দুটি পরিবর্তন

Google Oneindia Bengali News

তিরুবনন্তপুরমে তৃতীয় একদিনের আন্তর্জাতিকে মুখোমুখি ভারত-শ্রীলঙ্কা। গুয়াহাটি ও কলকাতায় জিতে তিন ম্যাচের সিরিজে ইতিমধ্যেই ২-০ ব্যবধানে এগিয়ে রয়েছে রোহিত শর্মার দল। গ্রিনফিল্ড স্টেডিয়ামে আজ টস জিতে ব্যাটিং নিয়েছেন রোহিত। ভারত বিশ্রাম দিয়েছে উমরান মালিক ও হার্দিক পাণ্ডিয়াকে। দলে এসেছেন ওয়াশিংটন সুন্দর ও সূর্যকুমার যাদব।

ভারত ও শ্রীলঙ্কার একাদশ একনজরে

এই স্টেডিয়ামে একটিই একদিনের আন্তর্জাতিক হয়েছে। লো স্কোরিং সেই ম্যাচে ওয়েস্ট ইন্ডিজকে ৯ উইকেটে হারিয়েছিল ভারত। এই স্টেডিয়ামের পরিসংখ্যান বলছে, বোলাররাই এখানে দাপট দেখিয়েছেন। বেশিরভাগ লো স্কোরিং ম্যাচ হয়েছে। আজ উইকেটে ঘাস নেই। তবে কিছু ফাটল রয়েছে। স্পিনাররা যার ফায়দা তুলতে পারবেন। পিচ কেমন আচরণ করবে সে বিষয়ে সংশয়ী দুই বিশেষজ্ঞ দীপ দাশগুপ্ত ও কুমার সঙ্গকারা। সঙ্গকারা বলেন, টস জেতা দল রান তাড়া করতেই পছন্দ করবে। দীপের মতে, এই উইকেটে টস হারাটাই অধিনায়কের পক্ষে ভালো!

রোহিত শর্মা টস জিতে ব্যাটিং নেওয়া প্রসঙ্গে বলেন, পিচ দেখে ভালোই মনে হচ্ছে। এর পূর্ণ সদ্ব্যবহার করাই আমাদের লক্ষ্য। কয়েকটি বিভাগে আমাদের আরও উন্নতি করতে হবে। তা করার বড় সুযোগ এদিন আমাদের কাছে রয়েছে। পারফেক্ট গেম খেলা সম্ভব না হলেও আমরা তার কাছাকাছি পৌঁছতে চাইছি। রোহিত ইডেনেই জানিয়েছিলেন, নিউজিল্যান্ড সিরিজের কথা মাথায় রেখে তিরুবনন্তপুরমে কয়েকজনকে বিশ্রাম দেওয়ার পরিকল্পনা রয়েছে। ফলে উমরান ও হার্দিককে বিশ্রাম দিয়ে সূর্য ও সুন্দরকে খেলাচ্ছে মেন ইন ব্লু। বিরাট কোহলি শ্রীলঙ্কার বিরুদ্ধে এদিন ৫০তম ওডিআই খেলছেন।

দাসুন শনাকা ত্রিবান্দ্রমের পরিবেশের সঙ্গে শ্রীলঙ্কার অনেক মিল পাচ্ছেন। শেষ ম্যাচ জিতে হোয়াইটওয়াশ এড়ানো লক্ষ্য শ্রীলঙ্কার। শনাকার কথায়, আমাদের শুরুটা ভালো হলেও পরের দিকে ব্যাটাররা সেই ধারা বজায় রাখতে পারেননি। এ ব্যাপারে আমাদের উন্নতি প্রয়োজন। ভারতের পাশাপাশি শ্রীলঙ্কা দলেও দুটি পরিবর্তন হয়েছে। ধনঞ্জয় ডি সিলভার জায়গায় খেলছেন আশেন বান্দারা ও দুনিথ ওয়েল্লালাগের পরিবর্তে দলে জেফ্রি ভ্যান্ডারসে।

ভারত- রোহিত শর্মা (অধিনায়ক), শুভমান গিল, বিরাট কোহলি, শ্রেয়স আইয়ার, লোকেশ রাহুল (উইকেটকিপার), সূর্যকুমার যাদব, অক্ষর প্যাটেল, ওয়াশিংটন সুন্দর, কুলদীপ যাদব, মহম্মদ শামি, মহম্মদ সিরাজ

শ্রীলঙ্কা- নুয়ানিন্দু ফার্নান্দো, আবিষ্কা ফার্নান্দো, কুশল মেন্ডিস (উইকেটকিপার), আশেন বান্দারা, চরিথ আসালঙ্কা, দাসুন শনাকা (অধিনায়ক), ওয়ানিন্দু হাসারঙ্গা, চামিকা করুণারত্নে, জেফ্রি ভ্যান্ডারসে, কাসুন রাজিথা, লাহিরু কুমারা

English summary
India Have Won The Toss And Elected To Bat Against Sri Lanka In The Third ODI. Rohit Sharma-Led India Have Won Both The Matches Of The 3-Match ODI Series.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X