For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বিরাট কোহলির পরিবর্তে আচমকা কেন নেতৃত্বে লোকেশ রাহুল? জোহানেসবার্গ টেস্টে টস জিতে ব্যাটিং ভারতের

Google Oneindia Bengali News

জোহানেসবার্গে দক্ষিণ আফ্রিকার মাটিতে প্রথম টেস্ট সিরিজ জয়ের হাতছানি রয়েছে ভারতের সামনে। নির্বাসন কাটিয়ে ১৯৯২ সালে আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার পর থেকে আজ অবধি ওয়ান্ডারার্সে ভারতকে হারাতে পারেনি দক্ষিণ আফ্রিকা। ভারতের কাছে ২ বার-সহ সবচেয়ে বেশি টেস্ট প্রোটিয়ারা হেরেছে এখানেই। আজ টস জিতে ব্যাটিং নিয়েছে ভারত।

বিরাট ধাক্কা!

ভারতীয় শিবির সবচেয়ে বড় ধাক্কা খেয়েছে বিরাট কোহলি এই টেস্টে খেলতে পারছেন না বলে। কেপ টাউনে তাঁর শততম টেস্ট খেলার কথা ছিল। কিন্তু এদিন তিনি না খেলায় শততম টেস্ট খেলার জন্য বিরাটকে অপেক্ষা করতে হবে দেশের মাটিতে শ্রীলঙ্কা সিরিজের জন্য। টস জিতে ব্যাটিং নেওয়ার পর রাহুল জানিয়েছেন, আপার ব্যাক স্প্যাজমের কারণে বিরাট খেলতে পারছেন না। তবে ফিজিওরা তাঁর পিঠের এই চোট দেখছেন। আশা করা হচ্ছে, বিরাট পরের টেস্টে খেলতে পারবেন। বিরাটের পরিবর্তে খেলছেন হনুমা বিহারী।

জল্পনা অব্যাহত

গতকালও রাহুল দ্রাবিড় বলেছিলেন, কেপ টাউনে শততম টেস্টের আগে সাংবাদিকদের মুখোমুখি হবেন বিরাট কোহলি। কে কবে সাংবাদিক বৈঠক করবে সেটা আমি ঠিক করি না। তবে আমাকে এটাই বলা হয়েছে। বিরাট কোহলিকে নিয়ে বিগত ২০ দিন ধরে যেসব কথাবার্তা চলছে তার মধ্যে অবশ্য দলের সকলের সঙ্গে মিশে গিয়ে যেভাবে প্রস্তুত হচ্ছেন কোহলি তা এক কথায় অভূতপূর্ব। তবে নির্বাচকমণ্ডলীর চেয়ারম্যান চেতন শর্মার দাবিতে বিরাট কোহলির সাংবাদিক বৈঠকের বক্তব্য খণ্ডন হওয়ার পর টেস্ট অধিনায়কের খেলতে না পারার ঘটনা নিঃসন্দেহে জল্পনা বাড়িয়েছে।

চ্যালেঞ্জ নিতে প্রস্তুত

চ্যালেঞ্জ নিতে প্রস্তুত

একদিনের দলকে নেতৃত্ব দেওয়ার আগেই ভারতকে টেস্টে নেতৃত্ব দেওয়ার সুযোগ পেয়ে গিয়েছেন লোকেশ রাহুল। স্বাভাবিকভাবেই খুশি তিনি। রাহুলের কথায়, প্রত্যেকেই ভারতীয় দলকে নেতৃত্ব দেওয়ার স্বপ্ন দেখে থাকেন। আমি এই দায়িত্ব পালনে মুখিয়ে রয়েছি। বড় রান তুলে প্রতিপক্ষকে চাপে ফেলাই আমাদের লক্ষ্য। অন্যদিকে, দক্ষিণ আফ্রিকা পাচ্ছে না টেস্ট থেকে আচমকা অবসর নেওয়া কুইন্টন ডি কককে। সিরিজে ঘুরে দাঁড়ানোর বিষয়ে প্রত্যয়ী ডিন এলগার বলেছেন, ভারতকে কে নেতৃত্ব দিচ্ছেন তা নিয়ে মাথা ঘামাচ্ছি না। টেস্ট শুরুর জন্য মুখিয়ে রয়েছি। তবে কুইন্টন ডি ককের মতো বড় ক্রিকেটারকে মাঠের বাইরে রেখে নামা মোটেই আদর্শ পরিস্থিতি নয়। কিন্তু তাঁর সিদ্ধান্তের পরও আমাদের এগিয়ে যেতে হবে। দক্ষিণ আফ্রিকা দলে দুটি পরিবর্তন হয়েছে। ডি ককের জায়গায় খেলছেন কাইল ভেরেইন, উইান মুল্ডারকে বাইরে রেখে দলে নেওয়া হয়েছে ডুয়ান অলিভিয়েরকে।

প্রথম একাদশ

ভারতীয় দল মাঠে নামার সময় সাইডলাইনের ধারে দাঁড়িয়ে সতীর্থদের উৎসাহ দিতে দেখা গিয়েছে বিরাট কোহলিকে। রোহিত শর্মাও এই সিরিজে নেই। ফলে লোকেশ রাহুল কেমন অধিনায়কত্ব করেন সেদিকে সকলের নজর রয়েছে।

ভারত- লোকেশ রাহুল (অধিনায়ক), ময়াঙ্ক আগরওয়াল, চেতেশ্বর পূজারা, হনুমা বিহারী, অজিঙ্ক রাহানে, ঋষভ পন্থ (উইকেটকিপার), রবিচন্দ্রন অশ্বিন, শার্দুল ঠাকুর, মহম্মদ শামি, জসপ্রীত বুমরাহ ও মহম্মদ সিরাজ।

দক্ষিণ আফ্রিকা- ডিন এলগার (অধিনায়ক), এইডেন মার্করাম, কিগান পিটারসেন, রাসি ভ্যান ডার ডুসেন, তেম্বা বাভুমা, কাইল ভেরেইন (উইকেটকিপার), মার্কো জানসেন, কাগিসো রাবাডা, কেশব মহারাজ, ডুয়ান অলিভিয়ের, লুঙ্গি এনগিডি।

English summary
India Have Won The Toss And Elected To Bat Against South Africa At Wanderers In Johannesburg. Virat Kohli Not Playing This Test, KL Rahul To Lead India.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X