For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

হায়দরাবাদে নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম ODI-এ টস জিতে ভারতের ব্যাটিং, রোহিতের দলে তিন পরিবর্তন

  • |
Google Oneindia Bengali News

হায়দরাবাদে আজ থেকে শুরু হচ্ছে ভারত-নিউজিল্যান্ড তিন ম্যাচের একদিনের সিরিজ। ভারত ইংরেজি নতুন বছরে ওডিআই সিরিজে হোয়াইটওয়াশ করেছে শ্রীলঙ্কাকে। বিশ্বের ১ নম্বর নিউজিল্যান্ড এ দেশে এসেছে পাকিস্তানকে হারিয়ে, যদিও টিম সাউদি, ট্রেন্ট বোল্ট, কেন উইলিয়ামসন ভারতে আসেননি। আজকের ম্যাচে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন ভারত অধিনায়ক রোহিত শর্মা।

টস জিতে ভারতের ব্যাটিং

টস জিতে ভারতের ব্যাটিং

পিচ রিপোর্ট দিতে গিয়ে মুরলী কার্তিক বলছিলেন, ভারত টস জিতলে কী করবে তা আগাম আঁচ করা সম্ভব নয়। কেন না, দেখা যাচ্ছে দ্বিপাক্ষিক সিরিজে ভারত বিভিন্ন পরিস্থিতিতে নিজেদের দক্ষতা ও শক্তি যাচাই করে নিচ্ছে। টস জিতে ব্যাটিং নেওয়ার কারণ হিসেবে রোহিত শর্মা জানান, ভালো পিচ। কিছুটা শুষ্কও রয়েছে। নৈশালোকে দল কেমন বোলিং করে, নিজেদের রানের পুঁজি নিয়ে কীভাবে বোলিং করে ম্যাচ জেতা যায় সেই বিষয়টি দেখে নিতে চাইছি। শ্রীলঙ্কা সিরিজেও তেমনটাই করেছিলাম। প্রত্যেকেই দলে নিজেদের জায়গা পেতে মুখিয়ে রয়েছে। শ্রীলঙ্কা সিরিজে না খেলা কয়েকজনও নিউজিল্যান্ডের বিরুদ্ধে খেলবেন। নিউজিল্যান্ড অধিনায়ক টম লাথাম অবশ্য জানিয়েছেন, তিনি টস জিতলে ফিল্ডিংই নিতেন।

হাড্ডাহাড্ডি লড়াইয়ের অপেক্ষা

হাড্ডাহাড্ডি লড়াইয়ের অপেক্ষা

২০১৬ ও ২০১৭ সালে দেশের মাটিতে ভারত ওডিআই সিরিজে নিউজিল্যান্ডকে হারালেও সিরিজের ফয়সালা হয়েছিল শেষ ম্যাচে। এবার কিউয়িদের হারালে বিশ্বের ১ নম্বর ওডিআই দল হওয়ার হাতছানিও রয়েছে রোহিত শর্মার দলের সামনে। মাঠের দুই দিকের বাউন্ডারি ৬৩ মিটারের, স্ট্রেট বাউন্ডারি ৭০ মিটারের। পিচে ঘাসের হাল্কা আস্তরণ রয়েছে। ভালো রোল করাও হয়েছে। প্রথম ইনিংসে গড় স্কোর প্রায় ২৭০। সন্ধ্যার পর থেকে নিজামের শহরে ঠাণ্ডা পড়লেও গত দুই দিন তেমন শিশির পড়েনি। ফলে ডিউ ফ্যাক্টর আজকের ম্যাচে প্রভাব ফেলবে না বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।

একনজরে পরিসংখ্যান

একনজরে পরিসংখ্যান

দুই দলের পারস্পরিক দ্বৈরথে ১১৩টি একদিনের আন্তর্জাতিকের মধ্যে ৫৫টিতে জিতেছে ভারত, নিউজিল্যান্ড জিতেছে ৫০টি ম্যাচে। দুই দলের শেষ দ্বৈরথে দেশের মাটিতে নিউজিল্যান্ড জিতেছিল ওডিআই সিরিজ। তবে টি ২০ বিশ্বকাপের পর নিউজিল্যান্ডে গিয়ে হার্দিক পাণ্ডিয়ার নেতৃত্বাধীন ভারত কিউয়িদের দেশে গিয়ে টি ২০ সিরিজ জিতে নেয়।

ভারতীয় দলে তিন পরিবর্তন

ভারতীয় দলে তিন পরিবর্তন

শ্রীলঙ্কার বিরুদ্ধে তৃতীয় একদিনের ম্যাচের দলে এদিন তিনটি পরিবর্তন এনেছে ভারত। দলে এসেছেন হার্দিক পাণ্ডিয়া, ঈশান কিষাণ ও শার্দুল ঠাকুর। লোকেশ রাহুল ও অক্ষর প্যাটেল ব্যক্তিগত কারণে এই সিরিজে খেলছেন না। কুলদীপ যাদব ভালো পারফর্ম করায় জায়গা ধরে রাখলেন। উমরান মালিককে না ফিরিয়ে শার্দুল ঠাকুরকে নেওয়া হলো ব্যাটিং গভীরতা বাড়াতেই। রোহিত সেই ইঙ্গিতও দিয়েছিলেন গতকালের সাংবাদিক বৈঠকে। নিউজিল্যান্ড খেলছে তিন সিমার ও দুই পেসার নিয়ে। ২০১০ সালের পর এই প্রথমে ভারতে কোনও ওডিআই খেলছে নিউজিল্যান্ড, যাতে ট্রেন্ট বোল্ট ও টিম সাউদির মধ্যে একজনও দলে নেই।


ভারত- রোহিত শর্মা (অধিনায়ক), শুভমান গিল, বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, ঈশান কিষাণ (উইকেটকিপার), হার্দিক পাণ্ডিয়া, ওয়াশিংটন সুন্দর, শার্দুল ঠাকুর, কুলদীপ যাদব, মহম্মদ শামি, মহম্মদ সিরাজ।

নিউজিল্যান্ড- ফিন অ্যালেন, ডেভন কনওয়ে, হেনরি নিকোলস, ড্যারিল মিচেল, টম লাথাম (অধিনায়ক ও উইকেটকিপার), গ্লেন ফিলিপস, মাইকেল ব্রেসওয়েল, হেনরি শিপলে, লকি ফার্গুসন, ব্লেয়ার টিকনার।

English summary
India Have Won The Toss And Elected To Bat Against New Zealand In The First ODI In Hyderabad. Since The Start Of 2010, India Have Played 25 Bilateral Home Series And Won 22 Of Them.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X