For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

আমেদাবাদে নিউজিল্যান্ডের বিরুদ্ধে টস জিতে ব্যাটিং ভারতের, দুই দলেই পরিবর্তন

আমেদাবাদে ভারত-নিউজিল্যান্ড তৃতীয় টি ২০ আন্তর্জাতিক নিশ্চিত করে দেবে সিরিজ কার দখলে যাবে। টস জিতে ব্যাটিং নিয়েছে ভারত। দুই দলেই একটি করে পরিবর্তন।

  • |
Google Oneindia Bengali News

আমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে সিরিজ নির্ণায়ক তৃতীয় টি ২০ আন্তর্জাতিকে মুখোমুখি ভারত-নিউজিল্যান্ড। রাঁচিতে প্রথম ম্যাচ কিউয়িরা জেতার পর লখনউয়ে সিরিজে সমতা ফিরিয়েছে ভারত। আজ টস জিতে ব্যাটিং নিয়েছেন ভারত অধিনায়ক হার্দিক পাণ্ডিয়া।

ভারতের দুর্ধর্ষ ট্র্যাক রেকর্ড

ভারতের দুর্ধর্ষ ট্র্যাক রেকর্ড

২০১২ সালে ভারত সফরে এসে একটি টি ২০ আন্তর্জাতিক খেলেছিল নিউজিল্যান্ড এবং জিতেছিল। এ ছাড়া আর কখনও কোনও ফরম্যাটেই ভারত থেকে সিরিজ জিতে ফিরতে পারেনি কিউয়িরা। একদিনের সিরিজে এবারও হোয়াইটওয়াশ হয়েছে নিউজিল্যান্ড। আবার হার্দিক পাণ্ডিয়ার নেতৃত্বে ভারত কখনও টি ২০ সিরিজে হারেনি। ফলে নিউজিল্যান্ড যেমন প্রথমবার সিরিজ জিততে মুখিয়ে, তেমনই ঘরের মাটিতে সিরিজ জয়ের দাপুটে ধারা অব্যাহত রাখার লক্ষ্যেই নামছে।

হার্দিক চ্যালেঞ্জ নিলেন

হার্দিক চ্যালেঞ্জ নিলেন

বিশ্বের বৃহত্তম ক্রিকেট স্টেডিয়ামে বাউন্ডারিও বেশ বড়। পিচের একদিকে বাউন্ডারি ৬৭ মিটারের, অপরদিকে ৭১ মিটার। সোজাসুজি বাউন্ডারি ৭২ মিটারের। অজিত আগরকার পিচ রিপোর্ট দিতে গিয়ে বলেন, টস জিতলে এই উইকেটে সংশ্লিষ্ট দল প্রথমে বোলিং করতে চাইবে। পিচে পরের দিকে খেলা সহজ হয়ে যাবে। শিশিরও পড়ছে বলে জানিয়েছেন তিনি। ফলে ডিউ ফ্যাক্টরের কথাও মাথায় রাখতে হবে। ঘাসের আস্তরণে প্রথমদিকে পেসাররা সুবিধা পাবেন বলেও আশাপ্রকাশ করেন অজিত। যদিও টস জিতে ব্যাটিং নেন হার্দিক।

টস জিতে ব্যাটিং

পিচে যে পেসাররা সহায়তা পাবেন তা বোঝা গিয়েছে হার্দিকের কথাতেই। তবে আইপিএল-জয়ী গুজরাত টাইটান্স অধিনায়ক আইপিএল ফ্র্যাঞ্চাইজির হোম গ্রাউন্ডে টস জিতে ব্যাটিং নিয়ে ঠিক করেননি বলেউ উপলব্ধি ভারতের প্রাক্তন ব্যাটিং কোচ সঞ্জয় বাঙ্গারের। হার্দিক টস জিতে বলেন, আইপিএল ফাইনালের অভিজ্ঞতা থেকেই এই সিদ্ধান্ত। প্রথমে ব্যাট করে পর্যাপ্ত রান তোলাই লক্ষ্য। উইকেট ভালোই। গত ২টি ম্যাচে ব্যাটারদের কঠিন পরিস্থিতির মধ্যে দিয়েই যেতে হয়েছে। কিন্তু তাঁদের অ্যাপ্রোচ প্রশংসনীয়। আমরা সব সময়ই নিজেদের পরীক্ষার মধ্যে ফেলতে পছন্দ করি। জেতা-হারা খেলার অঙ্গ। কিন্তু এই ধরনের নক আউট গেম থেকে প্রাপ্ত শিক্ষা ভবিষ্যতের জন্য খুবই সহায়ক হবে।

প্রথমবার সিরিজ জিততে মরিয়া কিউয়িরা

নিউজিল্যান্ড অধিনায়ক মিচেল স্যান্টনার জানিয়েছেন, তিনি টস জিতলে বোলিংই নিতেন। তাঁর কথায়, উইকেট ভালো। রান তাড়া করতে আমরা প্রস্তুত। বড় বাউন্ডারির সঙ্গে নিজেদের মানিয়ে নিতে হবে। প্রথমবার এই স্টেডিয়ামে খেলব। সিরিজ নির্ণায়ক ম্যাচে নিজেদের সেরাটা দিতে সকলেই মুখিয়ে রয়েছেন। দুই দলেই একটি করে পরিবর্তন। ভারতীয় দলে যুজবেন্দ্র চাহালের জায়গায় খেলছেন উমরান মালিক। নিউজিল্যান্ড দলে জ্যাকব ডাফি প্রথম একাদশের বাইরে, অভিষেক হচ্ছে বেন লিস্টারের।

ভারত- শুভমান গিল, ঈশান কিষাণ (উইকেটকিপার), রাহুল ত্রিপাঠী, সূর্যকুমার যাদব, হার্দিক পাণ্ডিয়া (অধিনায়ক), দীপক হুডা, ওয়াশিংটন সুন্দর, শিবম মাভি, কুলদীপ যাদব, উমরান মালিক, অর্শদীপ সিং

নিউজিল্যান্ড- ফিন অ্যালেন, ডেভন কনওয়ে (উইকেটকিপার), মার্ক চ্যাপম্যান, গ্লেন ফিলিপস, ড্যারিল মিচেল, মাইকেল ব্রেসওয়েল, মিচেল স্যান্টনার (অধিনায়ক), ইশ সোধি, লকি ফার্গুসন, বেন লিস্টার, ব্লেয়ার টিকনার

English summary
India Have Won The Toss And Elected To Bat Against New Zealand In The 3rd T20I In Ahmedabad. Apart From A One-Off T20I In 2012, NZ Have Not Won A Bilateral Series Of Any Format In India.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X