For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বিরাটদের টার্গেট দক্ষিণ আফ্রিকায় টেস্ট সিরিজ জয়! একনজরে ২০২১ সালে ভারতের টেস্ট পরিসংখ্যান

  • |
Google Oneindia Bengali News

দক্ষিণ আফ্রিকার মাটিতে কখনও টেস্ট সিরিজ জিততে পারেনি ভারত। বিরাট কোহলিরা ফাইনাল ফ্রন্টিয়ারে নতুন বছরে সেই অপ্রাপ্তি নিশ্চিতভাবেই মিটিয়ে ফেলতে চাইবেন। তিন টেস্টের সিরিজে আপাতত ভারত এগিয়ে ১-০ ব্যবধানে। তবে ২০০৬-০৭ সালের মরশুমের পুনরাবৃত্তি যাতে না হয় সে ব্যাপারে সতর্কও থাকতে হবে। বিরাট কোহলির নেতৃত্বে এটি টেস্টে ভারতের ৪০তম জয়। সেঞ্চুরিয়নে ৬৭তম টেস্টে ভারতকে নেতৃত্ব দিলেন বিরাট, জয় ৪০টিতে, পরাজয় ১৬টিতে, ড্র হয়েছে ১১টি টেস্ট।

দুর্গ ভাঙার নজির

চলতি বছর ভারত ১৪টি টেস্ট খেলেছে। তার মধ্যে দেশের মাটিতে চারটি। এই ৪টি টেস্টের মধ্যে প্রথমটিতে চেন্নাইয়ে হারের পর বাকি তিনটি টানা জিতে আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে জায়গা নিশ্চিত করেছিল বিরাট কোহলির দল। ১৪টি টেস্টের মধ্যে ২০২১ সালে ভারত জিতেছে ৮টি টেস্টে, পরাজয় তিনটিতে, ড্র হয়েছে ৩টি টেস্ট। গত জানুয়ারিতে ব্রিসবেনে অস্ট্রেলিয়ার দুর্গ ভাঙার পর আজ সেঞ্চুরিয়নে দক্ষিণ আফ্রিকার দুর্গ ভাঙল বিরাট কোহলির দল। বিদেশের মাটিতে এ বছর টেস্টে ভারত জিতল ব্রিসবেন, লর্ডস, ওভাল ও সেঞ্চুরিয়নে।

বছরের প্রথমার্ধে

বছরের প্রথমার্ধে

গত জানুয়ারিতে সিডনি টেস্ট ড্র রাখার পর ব্রিসবেনের গাব্বায় অস্ট্রেলিয়াকে ভারত হারায় তিন উইকেটে। এই দুটি টেস্টে ভারতকে নেতৃত্ব দিয়েছিলেন অজিঙ্ক রাহানে। এরপর ফেব্রুয়ারি-মার্চে দেশের মাটিতে পিছিয়ে পড়েও টেস্ট সিরিজ ভারত জিতেছিল ৩-১ ব্যবধানে। প্রথম টেস্টে চেন্নাইয়ে ভারতকে ২২৭ রানে হারায় ইংল্যান্ড। চেন্নাইয়ে দ্বিতীয় টেস্ট ভারত জিতে নেয় ৩১৭ রানে। এরপর আমেদাবাদে সিরিজের বাকি দুটি টেস্ট ভারত জিতেছিল যথাক্রমে ১০ উইকেট এবং ইনিংস ও ২৫ রানে। যদিও তারপর আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে ভারতকে ৮ উইকেটে হারায় নিউজিল্যান্ড।

দ্বিতীয়ার্ধেও দাপট

দ্বিতীয়ার্ধেও দাপট

ইংল্যান্ড সফরে পাঁচটি টেস্টের সিরিজের ফয়সালা এখনও না হলেও ভারত এগিয়ে রয়েছে ২-১ ব্যবধানে। নটিংহ্যামে প্রথম টেস্ট ড্র হয়েছিল। লর্ডসে ভারত জেতে ১৫১ রানে। লিডসে ইনিংস ও ৭৬ রানে জিতে সমতা ফেরায় ইংল্যান্ড। চতুর্থ টেস্টে বিরাট কোহলিরা জিতেছিলেন ১৫৭ রানে। দক্ষিণ আফ্রিকা সফরে যাওয়ার আগে দেশের মাটিতে নিউজিল্যান্ডকে হারিয়ে বিশ্বের ১ নম্বর টেস্ট দলের স্বীকৃতি ফের আদায় করে নিয়েছে ভারত। রাহুল দ্রাবিড়ের কোচিংয়ে প্রথম টেস্ট অজিঙ্ক রাহানের নেতৃত্বে ভারত ড্র করলেও, মুম্বইয়ে দ্বিতীয় টেস্টে ৩৭২ রানে টেস্টের বিশ্বচ্যাম্পিয়নদের পরাস্ত করে বিরাট কোহলির নেতৃত্বাধীন ভারত।

দক্ষিণ আফ্রিকায় টেস্টে ভারত

ভারতীয় দল দক্ষিণ আফ্রিকার মাটিতে আজ অবধি কোনও টেস্ট সিরিজ জিততে পারেনি। ১৯৯২-৯৩ মরশুমে চার টেস্টের সিরিজ দক্ষিণ আফ্রিকা জিতেছিল ১-০ ব্যবধানে। ১৯৯৬-৯৭ মরশুমে তিন টেস্টের সিরিজে ভারতকে ২-০ ব্যবধানে হারায় প্রোটিয়ারা। ২০০১ সালে দক্ষিণ আফ্রিকা সফরে গিয়ে দুই টেস্টের সিরিজ ০-১ ব্যবধানে হারে ভারত। ২০০৬-০৭ মরশুমে তিন টেস্টের সিরিজে ভারত জোহানেসবার্গে ১২৩ রানে জিতলেও পরের দুটি টেস্টে ডারবান ও কেপ টাউনে হেরে যায়। ২০১০-১১ মরশুমেই একমাত্র তিন টেস্টের সিরিজ ১-১ ড্র করে ফিরে আসতে সক্ষম হয়েছিল ভারত। সেঞ্চুরিয়নে ইনিংস ও ২৫ রানে হারার পর ডারবান টেস্ট ৮৭ রানে জিতে সিরিজে সমতা ফেরায় ভারত। শেষ টেস্ট কেপ টাউনে ড্র হয়েছিল। তবে ২০১৩ ও ২০১৮ সালে দক্ষিণ আফ্রিকা সফরে গিয়ে ভারত টেস্ট সিরিজে ফের হেরে যায়। ২০১৩ সালে দুই টেস্টের সিরিজে ০-১ ব্যবধানে পরাস্ত হওয়ার পর ২০১৮ সালে সিরিজ ভারত হারে ১-২ ব্যবধানে। কেপ টাউন টেস্ট দক্ষিণ আফ্রিকা ৭২ রানে জেতার পর সেঞ্চুরিয়নে ভারতকে প্রোটিয়ারা হারিয়েছিল ১৩৫ রানে। জোহানেসবার্গে শেষ টেস্ট ভারত জিতেছিল ৬৩ রানে। সেই নিরিখে দক্ষিণ আফ্রিকার মাটিতে টেস্টে এটি ভারতের টানা দ্বিতীয় জয়।

English summary
India Have Won 8 Out Of 14 Tests Played In 2021 As Virat Kohli's Team Registered First Win In Centurion Test. India Beat South Africa By 113 Runs At SuperSport Park In Centurion, First Time Since 1995.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X