For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

রোহিত টপকে গেলেন বিরাট কোহলিকে, ইংল্যান্ডকে হারিয়ে ভারত অধিনায়ক হিসেবেও নয়া নজির

Google Oneindia Bengali News

সাউদাম্পটনে সিরিজের প্রথম টি ২০ আন্তর্জাতিকে ইংল্যান্ডকে ৫০ রানে হারিয়ে দিয়েছে রোহিত শর্মার ভারত। এই ম্যাচেই অধিনায়ক হিসেবে এবং ব্যক্তিগতভাবে দুটি নজির গড়েছেন রোহিত শর্মা। টি ২০ আন্তর্জাতিকে তাঁর নেতৃত্বে ভারত টানা ১৩টি ম্যাচে জয়লাভ করল। এ ছাড়া বিশ্বে দ্বিতীয় দ্রুততম অধিনায়ক হিসেবে টি ২০ আন্তর্জাতিকে ১ হাজার রান পূর্ণ করেন হিটম্যান।

রোহিত কীভাবে টপকে গেলেন বিরাট কোহলিকে?

রোহিত শর্মার অধিনায়ক হিসেবে টি ২০ আন্তর্জাতিকে ১ হাজার রান পূর্ণ করতে প্রয়োজন ছিল ১৩ রান। যা পেতে বেশিক্ষণ সময় রোহিত নেননি। ভারত অধিনায়ক হিসেবে তিনি এই মাইলস্টোন স্পর্শ করলেন ২৯তম ইনিংসে। টি ২০ বিশ্বকাপের পর বিরাট কোহলি অধিনায়কত্ব ছেড়ে দেওয়ার পর রোহিত ব্যাটন হাতে পান। গত বছরের অক্টোবর পর্যন্ত টি ২০ আন্তর্জাতিক অধিনায়ক হিসেবে দ্রুততম ১ হাজার রান করার রেকর্ডটি ছিল বিরাট কোহলির দখলে। বিরাটের লেগেছিল ৩০টি ইনিংস। তাঁর রেকর্ড ভেঙে দেন পাকিস্তানের অধিনায়ক বাবর আজম, তিনি ক্যাপ্টেন হিসেবে ২৪তম ইনিংসেই এই মাইলস্টোন স্পর্শ করেন। বিরাটকে টপকে তাই আপাতত বাবরের পরেই রইলেন রোহিত।

ভারত দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দিল্লির টি ২০ আন্তর্জাতিক জিতলে এককভাবে টানা সবচেয়ে বেশি টি ২০ জেতার রেকর্ড গড়তে পারতো। ওই সিরিজে খেলেননি রোহিত শর্মা। প্রথম ম্যাচে হেরে গিয়ে অধরা থেকে যায় রেকর্ড। রোহিত এজবাস্টন টেস্টেও খেলতে পারেননি করোনামুক্ত হতে না পারায়। তিন মাসেরও বেশি সময় পর দেশকে নেতৃত্ব দিতে গিয়ে অবশ্য তিনি টসও জিতলেন, জিতলেন ম্যাচও। সাউদাম্পটনে ইংল্যান্ডকে ভারত হারাল, যা রোহিতের নেতৃত্বে টানা ১৩টি টি ২০ আন্তর্জাতিক জয়।

হার্দিক পাণ্ডিয়া হয়েছেন ম্যাচের সেরা। ৩৩ বলে ৫১ রান করার পাশাপাশি বল হাতে তিনি চারটি উইকেট তুলে নেন। দলের পারফরম্যান্সে স্বাভাবিকভাবেই খুশি রোহিত। ম্যাচের পর তিনি বলেন, প্রথম বল থেকেই আমাদের দল গ্রেট পারফরম্যান্স উপহার দিয়েছে। পিচ ভালো হওয়ায় শট খেলা সহজ ছিল, প্রত্যেক ব্যাটারের ভালো করার ইচ্ছাশক্তি পরিলক্ষিত হয়েছে। ব্যাটাররা ক্রিকেটীয় শট খেলেছেন। বেসিকস ঠিক রেখে প্রথম ৬ ওভারের ব্যাটিং, সামগ্রিক অ্যাপ্রোচ সন্তুষ্ট করেছে হিটম্যানকে। হার্দিকের প্রশংসা করে রোহিত বলেন, আইপিএল থেকে আজ পর্যন্ত হার্দিক যেভাবে নিজেকে প্রস্তুত করে চলেছেন তা অসাধারণ। তাঁর বোলিং আমাকে মুগ্ধ করেছে। আগের চেয়ে জোরে বোলিং করছেন, বৈচিত্র্য রয়েছে। তারই সুফল মিলছে। পাওয়ারপ্লে বোলিং নিয়েও খুশি রোহিত। তবে ফিল্ডিং যে খারাপ হয়েছে সেটাও মেনে নিয়েছেন। রোহিত বলেন, যে ক্যাচগুলি পড়েছে সেগুলি ধরা উচিত ছিল। এই বিভাগে অনেকটাই উন্নতি করতে হবে।

English summary
India Have Won 13 Consecutive T20I Matches Under Rohit Sharma's Captaincy With Win Over England. Rohit Also Overtakes Virat Kohli To Complete Second Fastest 1000 T20I Runs As International Captain.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X