For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

নিউজিল্যান্ডের বিরুদ্ধে ফাইনালের দল ঘোষণা ভারতের, প্রথম একাদশে কারা জানুন

Google Oneindia Bengali News

কাল থেকে আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে সাউদাম্পটনে নিউজিল্যান্ডের মুখোমুখি হবে ভারত। তার আগের দিনই ঘোষিত হয়ে গেল বিরাট কোহলিদের প্রথম একাদশ। প্রথম একাদশে ঠাঁই হয়নি হনুমা বিহারী, ঋদ্ধিমান সাহা, মহম্মদ সিরাজ ও উমেশ যাদবের। কোচ রবি শাস্ত্রীর মতো ভারত অধিনায়ক বিরাট কোহলিও বুঝিয়ে দিলেন টেস্টের চ্যাম্পিয়ন দল বেছে নিতে এক ম্যাচের ফাইনাল যথেষ্ট নয়।

দক্ষতায় ওয়াকিবহাল

দক্ষতায় ওয়াকিবহাল

আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালকে একটি ম্যাচের বেশি ভাবতে রাজি নন ভারত অধিনায়ক বিরাট কোহলি। ম্যাচের আগের দিন সাংবাদিক সম্মেলনে তিনি বলেন, এটা আমাদের কাছে পাঁচ দিনের একটা ম্যাচ। তবে এই একটা ম্যাচেই স্পষ্ট হবে না আমরা দলগতভাবে কেমন। আমরা গত চার-পাঁচ বছর ধরে কেমন খেলে আসছি সেটা যাঁরা ক্রিকেট বোঝেন তাঁরা ভালোভাবেই জানেন। আমরা এই ম্যাচ জিতলেও ক্রিকেট থেমে থাকবে না। হারলেও ক্রিকেট থেমে থাকবে না। আমরা শ্রেষ্ঠত্ব বজায় রাখার লক্ষ্য নিয়েই মাঠে নামি এবং দলের প্রত্যেকেই আমাদের দলগত দক্ষতা সম্পর্কে ওয়াকিবহাল।

সেরা ইভেন্ট নয়

সেরা ইভেন্ট নয়

তাঁর বর্ণময় কেরিয়ারের এটা সবচেয়ে বড় ইভেন্ট কিনা সেই প্রশ্নের উত্তরে বিরাটের সপাট জবাব, না! তিনি বলেন, এটা একটা টেস্ট ম্যাচের বেশি কিছু নয়। বাইরে থেকে দেখলে আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালকে ঘিরে অনেক বড় ও ভালো ভাবনা জড়ো হতেই পারে। আবার বলছি, একটা ম্যাচে ডু-অর-ডাই হতে পারে না। নিঃসন্দেহে ক্রিকেটের ক্ষেত্রে এটি একটি বড় মুহূর্ত। তবে জীবন এগিয়ে চলার মতোই ক্রিকেটও এরপর এগিয়ে চলবে। ২০১১ বিশ্বকাপ জয়ের পর যেভাবে ক্রিকেট এগিয়েছে, এ ক্ষেত্রেও তেমনটাই হবে।

প্রতিপক্ষকে নিয়ে

প্রতিপক্ষকে নিয়ে

প্রতিপক্ষ অধিনায়ক কেন উইলিয়ামসনকে নিয়ে বিরাট বলেন, গত কয়েক বছরে আমরা দুজনে ভালো বন্ধু হয়েছি। কিন্তু যখনই মাঠে নামি তখন দ্রুত তাঁকে আউট করাই লক্ষ্য থাকে। মাঠের বাইরে পারস্পরিক আস্থা থাকে, কিন্তু মাঠের ভিতরে আমরা দুজনেই পেশাদারিত্ব মানসিকতা নিয়েই নামি। করোনা পরিস্থিতিতে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের নিয়মে বদল আসা নিয়ে বিরাট বলেন, স্বাভাবিক পরিস্থিতি থাকলেও আমরা ফাইনাল খেলার যোগ্যতা অর্জন করার লক্ষ্য নিয়েই খেলছিলাম। করোনা পরিস্থিতিতে নিয়ম জটিল হলেও তাই আমাদের সাফল্যের খিদে বাড়িয়ে দিয়েছিল, সেটাকেই আমরা অনুপ্রেরণা হিসেবে কাজে লাগিয়েছি।

আগ্রাসী বিরাট

আগ্রাসী বিরাট

বিরাটের সাংবাদিক সম্মেলনের পরই ভারতীয় দলের প্রথম একাদশ ঘোষণা করে দেওয়া হয়। তার আগে ফাইনালের দল নিয়ে বিরাট , আমাদের দলে ব্যাটিং গভীরতা যেমন রয়েছে তেমনই ভালো বোলিং আক্রমণও রয়েছে। সতীর্থদের উপর থেকে মেগা ফাইনালের চাপ কমাতে সাফল্যের জন্য আগ্রাসী বিরাট বলেন, আমাদের দক্ষতার প্রতি আস্থা রেখে মাঠে নামতে হবে। বাড়তি কিছু করার দরকার নেই। এটা ক্রিকেটে আরও একটি ব্যাট ও বলের লড়াইয়ের চেয়ে বেশি কিছু নয়। আমরা একটা ব্র্যান্ডের ক্রিকেট খেলি। একটি শক্তিশালী সলিড প্রতিপক্ষের বিরুদ্ধে খেলতে নামছি। মাঠের বাইরেও তাঁদের সঙ্গে আমাদের সুসম্পর্ক। মাঠে পেশাদার হিসেবে কী করতে হবে সেটাও দলের সকলেই জানেন।

ফাইনাল একাদশ

ফাইনাল একাদশ

ভারতীয় দলের প্রথম একাদশে রয়েছেন রোহিত শর্মা, শুভমান গিল, চেতেশ্বর পূজারা, বিরাট কোহলি (অধিনায়ক), অজিঙ্ক রাহানে (সহ অধিনায়ক), ঋষভ পন্থ, রবীন্দ্র জাদেজা, রবিচন্দ্রন অশ্বিন, ইশান্ত শর্মা, জসপ্রীত বুমরাহ ও মহম্মদ শামি।

ছবি- বিসিসিআই ও বিরাট কোহলির টুইটার

English summary
India Will Be Up Against New Zealand In The First Ever ICC World Test Championship Final In Southampton Starting Tomorrow. India Have Announced Their Final Squad.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X