For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

দক্ষিণ আফ্রিকায় ব্যর্থতার পর ভারতীয় দলে পরিবর্তনের সম্ভাবনা, ঘুরে দাঁড়াতে প্রত্যয়ী দুই রাহুল

Google Oneindia Bengali News

দক্ষিণ আফ্রিকা সফরে টেস্ট ও একদিনের সিরিজে পরাস্ত হয়েছে ভারত। ফেব্রুয়ারিতে দেশের মাটিতে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে একদিনের সিরিজ ও টি ২০ সিরিজ খেলে শ্রীলঙ্কার বিরুদ্ধে নামবে রাহুল দ্রাবিড়ের প্রশিক্ষণাধীন দল। রোহিত শর্মা ওয়েস্ট ইন্ডিজ সফরে ফিরছেন। তবে হার্দিক পাণ্ডিয়া ও রবীন্দ্র জাদেজা ওই সিরিজে খেলতে পারবেন কিনা এখনও স্পষ্ট নয়। কিন্তু প্রোটিয়াদের দেশে একদিনের সিরিজের দলে ভারসাম্যের অভাব যে ছিল তা মেনে নিয়েছেন হেড কোচ রাহুল দ্রাবিড়।

দক্ষিণ আফ্রিকা আফ্রিকায় ব্যর্থতার পরও প্রত্যয়ী দুই রাহুল

কেপ টাউন থেকে ভার্চুয়ালি সাংবাদিক বৈঠকে দ্রাবিড় বলেন, ছয়, সাত ও আট নম্বরে যে ক্রিকেটাররা আমাদের সাদা বলের ক্রিকেটে দলকে ভারসাম্য দেন তাঁরা এই সিরিজে ছিলেন না। তাঁরা দলে ফিরে এলে গভীরতা বাড়বে। তখন অন্য রণকৌশলেও খেলা সম্ভব হবে। লোকেশ রাহুলের অধিনায়কত্বে ভারত চারটি ম্যাচে হারলেও দ্রাবিড় তাঁর পাশেই রয়েছেন। অভিজ্ঞতার সঙ্গে সঙ্গে অধিনায়ক হিসেবে রাহুল আরও পরিণত ও উন্নত হতে পারবেন বলে আশাবাদী দ্রাবিড়। একইসঙ্গে রোহিত শর্মার কামব্যাকেও ভারতের যে শক্তি বাড়বে তা মনে করিয়ে দিতে ভোলেননি তিনি।

দলে জায়গা ধরে রাখতে কাউকে যাতে নিরাপত্তাহীনতায় ভুগতে না হয় তা নিশ্চিত করতে চান রোহিত-বিরাট-রাহুলদের হেড স্যর। যদিও তার বিনিময়ে ভালো পারফরম্যান্সও যে দল প্রত্যাশা করে সেটাও স্পষ্ট করে দিয়েছেন দ্রাবিড়। নাম না করলেও শ্রেয়স আইয়ার বা ঋষভ পন্থের খেলায় যে তিনি সন্তুষ্ট নন তা বোঝা গিয়েছে কোচের কথায়। তিনি বলেন, দেশের হয়ে খেলার সময় দল যদি ধারাবাহিকভাবে সুযোগ ও দলে নিরাপত্তা দেয় তাহলে বড় রান করাটাও কাম্য। তবু যতটা পারা যায় দলে স্থিতাবস্থা বজায় রাখাই আমাদের লক্ষ্য। শ্রেয়স উইকেটে থাকার পর্যাপ্ত সুযোগ পেয়েছিলেন। তা সত্ত্বেও খুব বেশিক্ষণ টিকতে পারেননি, বড় রানও আসেনি। কোনও সফর ভালো যাবে, কোনওটা খারাপ। তবে সুস্থ প্রতিযোগিতাও রয়েছে দলের মধ্যে, অনেকেই সুযোগের অপেক্ষায়। ফলে পরিস্থিতিও বেশ কঠিনই। ভেঙ্কটেশ আইয়ারের উপর ভরসা রাখলেও সাদা বলের ক্রিকেটে দল যে হার্দিক পাণ্ডিয়ার উপরই বেশি নির্ভরশীল তা স্পষ্ট করেছেন দ্রাবিড়।

এই ব্যর্থতার রেশ কাটিয়ে ভালো ফল করতে বিশ্বকাপের আগে যে পর্যাপ্ত সময় রয়েছে সে ব্যাপারে নিশ্চিত দ্রাবিড়। দক্ষিণ আফ্রিকা সফরকে আই ওপেনার হিসেবেই দেখছেন। প্রশংসা করেছেন দীপক চাহারেরও। রবীন্দ্র জাদেজা ফিরলে দলের ব্যাটিং গভীরতাও স্বাভাবিকভাবেই বাড়়বে। তবে ওয়েস্ট ইন্ডিজ ও শ্রীলঙ্কার বিরুদ্ধে অনেকে নতুন করে সুযোগ পেতে যে চলেছেন তা বোঝা যাচ্ছে। দক্ষিণ আফ্রিকা সফরের ব্যর্থতা কাটিয়ে নতুনভাবে শুরু করতে প্রত্যয়ী লোকেশ রাহুলও। এদিকে, গতকালের ম্যাচে স্লো ওভার রেটের কারণে ভারতীয় দলের ম্যাচ ফি-র ৪০ শতাংশ জরিমানা হয়েছে।

English summary
India Fined For Slow Over-Rate In Third ODI Against South Africa. India's Head Coach Rahul Dravid Wants Really Big Performances To Justify The Long Rope Given To The Cricketers.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X