
রোহিতের ভারত প্রস্তুতি ম্যাচে কীভাবে ব্যাটিং বিপর্যয়ে? দেখুন ভিডিও! ইংল্যান্ডে পৌঁছে স্বস্তি দিলেন অশ্বিন
ইংল্যান্ডের বিরুদ্ধে অসমাপ্ত সিরিজের পঞ্চম টেস্টের জন্য প্রস্তুত হতে আজ থেকে ট্যুর ম্যাচ খেলছে ভারত। লেস্টারে ম্যাচটি চলছে লেস্টারশায়ারের বিরুদ্ধে। রোহিত শর্মার নেতৃত্বাধীন 'ইন্ডিয়ান্স' বা ভারতীয় দল টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়। এই দলে এখনও অবধি ১১ জনকে রাখা হয়েছে। লেস্টারের হয়ে খেলছেন চারজন ভারতীয়, এই দলে ১৩ জনের নাম রাখা হয়েছে। যদিও নিয়মমতো ১৩ জনকে খেলাতে পারবে দুই দলই।

লেস্টারের হয়ে ভারতের টেস্ট দলের যে ক্রিকেটাররা খেলছেন তাঁরা হলেন চেতেশ্বর পূজারা, জসপ্রীত বুমরাহ, প্রসিদ্ধ কৃষ্ণ ও ঋষভ পন্থ। বোলিং ওপেন করে বুমরাহ ৫ ওভারে ২০ রান দিয়ে কোনও উইকেট পাননি। তবে লেস্টারের ডানহাতি ফাস্ট বোলার রোমান ওয়াকার ভারতীয় ইনিংসে ধস নামিয়েছেন। ২৩.৩ ওভারে ৮১ রানের মধ্যে ভারতের পাঁচ উইকেট পড়ে গিয়েছে। মধ্যাহ্নভোজের বিরতিতে ভারতীয়দের স্কোর ২৮ ওভারে ৫ উইকেটে ৯০। বিরাট কোহলি ৩২ বলে ৯ ও শ্রীকার ভরত ১৬ বলে ৬ রান করে ক্রিজে রয়েছেন।
☝️ | 𝐆𝐢𝐥𝐥 (𝟐𝟏) 𝐜𝐚𝐮𝐠𝐡𝐭 𝐏𝐚𝐧𝐭, 𝐛𝐨𝐰𝐥𝐞𝐝 𝐃𝐚𝐯𝐢𝐬.
— Leicestershire Foxes 🏏 (@leicsccc) June 23, 2022
The first @BCCI wicket falls, as Gill gets a thin edge through to Pant. @w_davis44 claims the scalp.
🇮🇳 IND 40/1
𝐋𝐈𝐕𝐄 𝐒𝐓𝐑𝐄𝐀𝐌: https://t.co/adbXpw0FcA 👈
🦊 #IndiaTourMatch | #LEIvIND pic.twitter.com/YtupIRIuoR
রোহিত শর্মার সঙ্গে ওপেন করতে নেমে শুভমান গিল প্রথমে আউট হন, ৯.২ ওভারে ৩৫ রানের মাথায় ভারতের ওপেনিং জুটি ভাঙেন উইল ডেভিস। চারটি চারের সাহায্যে ২৮ বলে ২১ রান করে গিল প্যাভিলিয়নে ফেরেন। ১৫.২ ওভারের মাথায় আউট হন রোহিত। তিনটি চারের সাহায্যে ৪৭ বলে ২৫ রান করে তিনি আউট হন ওয়াকারের বলে।
☝️ | Rohit (25) c Sakande, b Walker.
— Leicestershire Foxes 🏏 (@leicsccc) June 23, 2022
Rohit pulls a short ball from @RomanWalker17 up into the sky, @AbiSakande is under the catch. 👐@imVkohli walks to the middle. Watch him bat. 👇
🇮🇳 IND 50/2
𝐋𝐈𝐕𝐄 𝐒𝐓𝐑𝐄𝐀𝐌: https://t.co/adbXpw0FcA 👈
🦊 #IndiaTourMatch | #LEIvIND pic.twitter.com/5mxQJ5cLKK
ভারতের দ্বিতীয় উইকেটটি পড়ে ৫০ রানে। এরপর ৫৪ রানে তৃতীয় ও ৫৫ রানে চতুর্থ উইকেট হারিয়ে বেকায়দায় পড়ে যায় ভারত। তিনে নেমে ২৩ বলে ৩ রানের বেশি করতে পারেননি বিহারী, তিনিও ওয়াকারের শিকার। শ্রেয়স আইয়ারও দীর্ঘদিন ছন্দে নেই, তিনি প্রসিদ্ধ কৃষ্ণর বলে কট বিহাইন্ড হন ১১ বলে শূন্য রানে।
☝️ | Vihari (3) c Bates, b Walker.
— Leicestershire Foxes 🏏 (@leicsccc) June 23, 2022
A second for @RomanWalker17. A flashing drive from Vihari flies straight to @SAMUELDBATES8 at first slip. 👐
Iyer joins @imVkohli. Watch them bat 👇
🇮🇳 IND 54/3
𝐋𝐈𝐕𝐄 𝐒𝐓𝐑𝐄𝐀𝐌: https://t.co/adbXpw0FcA 👈
🦊 #IndiaTourMatch | #LEIvIND pic.twitter.com/XYrFA4bI1N
☝️ | Iyer (0) c Pant, b Krishna.
— Leicestershire Foxes 🏏 (@leicsccc) June 23, 2022
A wicket made in India as @prasidh43 gets his @BCCI caught behind. 🧤
Jadeja joins @imVkohli. Watch them bat 👇
🇮🇳 IND 55/4
𝐋𝐈𝐕𝐄 𝐒𝐓𝐑𝐄𝐀𝐌: https://t.co/adbXpw0FcA 👈
🦊 #IndiaTourMatch | #LEIvIND pic.twitter.com/HAfO78WJ4t
২৩.৩ ওভারে রবীন্দ্র জাদেজা আউট হন, ভারতের পঞ্চম উইকেটটি পড়ে ৮১ রানে। দুটি চারের সাহায্যে ১৩ বলে ১৩ রান করেন জাদেজা। তিনি আউট হওয়ার পর ব্যাট করতে নেমে বিরাট কোহলির সঙ্গে জুটি বেঁধেছেন কেএস ভরত।
☝️ | Jadeja (13) lbw Walker.
— Leicestershire Foxes 🏏 (@leicsccc) June 23, 2022
3⃣ in the morning for @RomanWalker17. He pins Jadeja in front for 13.
@imVkohli is unbeaten on 8. Bharat joins him.
Watch them bat. 👇
🇮🇳 IND 81/5
𝐋𝐈𝐕𝐄 𝐒𝐓𝐑𝐄𝐀𝐌: https://t.co/adbXpw0FcA 👈
🦊 #IndiaTourMatch | #LEIvIND pic.twitter.com/MvhcJGrtvQ
ভারতীয় দলে রয়েছেন শার্দুল ঠাকুর, মহম্মদ শামি, মহম্মদ সিরাজ ও উমেশ যাদব। আজ দেখা গিয়েছে, টেস্ট দলের সঙ্গে যোগ দিয়েছেন রবিচন্দ্রন অশ্বিনও। তিনি করোনা আক্রান্ত হওয়ায় প্রথমে ইংল্যান্ডগামী বিমান ধরতে পারেননি। অশ্বিন দলের সঙ্গে যোগ দিলেও তাঁর নাম এখনও ভারতীয় দলের টিম লিস্টে রাখা হয়নি। তবে পরে তিনি বল করেন কিনা সেদিকে নজর থাকবে। কিন্তু ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজের আগে এমন ব্যাটিং বিপর্যয় মোটেই ভালো লক্ষণ নয়।