For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

শ্রীলঙ্কাকে হোয়াইটওয়াশ লক্ষ্য ভারতের, ধোনির পরামর্শে উদ্বুদ্ধ চাহারের গিটার হাতে গান ভাইরাল

Google Oneindia Bengali News

একদিনের সিরিজ জয় নিশ্চিত হয়ে গিয়েছে আগেই। কাল কলম্বোর আর প্রেমদাসা স্টেডিয়ামে সিরিজের শেষ ম্যাচে হোয়াইটওয়াশের লক্ষ্যে নামবে ভারত। দুই দলের প্রথম একাদশেই আসছে পরিবর্তন। এরই মধ্যে দ্বিতীয় ম্যাচে ভারতকে খাদের কিনারা থেকে তুলে এনে ব্যাট হাতে স্মরণীয় জয় নিশ্চিত করা দীপক চাহার রয়েছেন ফুরফুরে মেজাজে।

ভারতের সম্ভাব্য একাদশ

ভারতের সম্ভাব্য একাদশ

সিরিজ জয় নিশ্চিত হয়ে গেলেও এখনকার ক্রিকেটে ডেড রাবার বলে কিছু হয় না। কেন না, বিশ্বকাপের সুপার লিগের ক্ষেত্রে প্রতিটি ম্যাচের পয়েন্ট গুরুত্বপূর্ণ। ভারতীয় দল তিন ম্যাচ থেকে পুরো পয়েন্ট ঘরে তুলতেই মরিয়া। হার্দিক পাণ্ডিয়া চলতি সিরিজে বোলিং করলেও তাঁর ফিটনেসের দিকে নজর থাকবে সকলেরই। কেন না, আগের ম্যাচেই তাঁকে খুব স্বস্তিতে বোলিং করতে দেখা যায়নি। ভুবনেশ্বর কুমারকেও ১০০ শতাংশ ফিট মনে হয়নি। ভুবির জায়গায় প্রথম একাদশে আসতে পারেন নভদীপ সাইনি। ভারত যদি কয়েকজন ক্রিকেটারকে দেখে নিতে চায় তাহলে ঈশান কিষাণের জায়গায় আসতে পারেন সঞ্জু স্যামসন। পৃথ্বী শ-কে বাইরে রেখে দেবদত্ত পাড়িক্কলের অভিষেকও হতে পারে কলম্বোর আর প্রেমদাসা স্টেডিয়ামে। কুলদীপ যাদবের জায়গায় দেখে নেওয়া হতে পারে রাহুল চাহারকেও। কালকের ম্যাচে ৩ উইকেট পেলে জসপ্রীত বুমরাহ-র সঙ্গে যুগ্মভাবে ৫৭টি একদিনের আন্তর্জাতিক খেলে শততম উইকেটশিকারী হতে পারেন যুজবেন্দ্র চাহাল। ভারতীয়দের মধ্যে দ্রুততম ১০০টি ওয়ান ডে উইকেট মহম্মদ শামি পেয়েছিলেন ৫৬তম ম্যাচে।

শ্রীলঙ্কার সম্ভাব্য একাদশ

শ্রীলঙ্কার সম্ভাব্য একাদশ

স্লো ওভার রেটের জন্য সুপার লিগ পয়েন্ট থেকে এক পয়েন্ট কাটা গিয়েছে শ্রীলঙ্কার, ক্রিকেটারদের ম্যাচ ফি-র ২০ শতাংশ জরিমানা হিসেবেও ধার্য হয়েছে। শ্রীলঙ্কার অধিনায়ক দাসুন শনকা জানিয়েছেন, চোটের কারণে শেষ ম্যাচে খেলতে পারবেন না কাসুন রাজিথা। তাঁর জায়গায় প্রথম একাদশে আসতে পারেন লাহিরু কুমারা। লক্ষ্মণ সন্দকানের জায়গায় খেলানো হতে পারে আকিলা ধনঞ্জয়কে।

ধোনিই অনুপ্রেরণা

আজ সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন আগের ম্যাচের নায়ক দীপক চাহার। মহেন্দ্র সিং ধোনির পরামর্শ কাজে লাগিয়েই যে বাজিমাত সম্ভব হয়েছে সে কথা উল্লেখ করেছেন তিনি। চাহার বলেন, আমার কেরিয়ারে মহেন্দ্র সিং ধোনির বড় প্রভাব রয়েছে। এটা শুধু চেন্নাই সুপার কিংসের জন্য নয়। আমরা অনেক কম বয়স থেকেই দেখেছি ধোনি কীভাবে কোনও ম্যাচকে ক্লোজ পজিশনে নিয়ে গিয়ে জেতান। যখনই তাঁর সঙ্গে আমার কথা হয় ধোনি বলেন, ম্যাচকে শেষ অবধি নিয়ে যাওয়া ক্রিকেটারেরই হাতে। সেটা সম্ভব হলে জয় নিশ্চিত করতে লাগে কয়েকটা ওভার মাত্র। অর্থাৎ ফিনিশারের ভূমিকায় ধোনিই যে তাঁর আদর্শ সে কথা বুঝিয়ে দিয়েছেন চাহার।

গিটার হাতে ফুরফুরে মেজাজে

এরই মধ্যে ভাইরাল হয়েছে দীপক চাহারের গিটার হাতে গান গাওয়ার ভিডিও। সবমিলিয়ে চাহারের এই শান্ত ও ফুরফুরে মেজাজে থাকা শ্রীলঙ্কা শিবিরের জন্য ফের বড় কোনও ঝড়ের পূর্বাভাসের শঙ্কা কিনা তা স্পষ্ট হবে আগামীকালই। মেঘলা আকাশ ও হাল্কা বৃষ্টির পূর্বাভাস রয়েছে ভারত-শ্রীলঙ্কা শেষ ম্যাচে।

English summary
India Eying For Whitewash Against Sri Lanka Tomorrow. Deepak Chahar Says Dhoni's Advice Helped Him During Second ODI.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X