For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

কড়া নাড়ছে ইতিহাস, কলম্বোয় হোয়াইট ওয়াশের লক্ষ্যে ভারত

সিরিজে ৪-০ এগিয়ে গেছে টিম ইন্ডিয়া। শ্রীলঙ্কার বিরুদ্ধে হোয়াইট ওয়াশই পাখির চোখ ভারতের। 

  • By Debalina Dutta
  • |
Google Oneindia Bengali News

ভারতের লক্ষ্য একদিনের সিরিজেও শ্রীলঙ্কাকে হোয়াইট ওয়াশ করা, অন্যদিকে শ্রীলঙ্কা-র লক্ষ্য অন্তত শেষ ম্যাচটা জিতে কিছুটা লজ্জা রক্ষা করা। তবে এই মুহূর্তে দ্বীপরাষ্ট্রের মনোবল যেখানে ঠেকেছে সেখান থেকে কতটা লড়াইতে ফেরা সম্ভব তা কিন্তু বড় প্রশ্ন।

কড়া নাড়ছে ইতিহাস, কলম্বোয় হোয়াইট ওয়াশের লক্ষ্যে ভারত

রবিবার শ্রীলঙ্কার বিরুদ্ধে একদিনের সিরিজের শেষ ম্যাচে ফের মাঠে নামছে বিরাট এন্ড কোং। সিরিজ জিতে যাওয়ায় চতুর্থ ম্যাচে নতুনদের সুযোগ দিয়েছিলেন অধিনায়ক বিরাট কোহলি। এই ম্যাচেও পরীক্ষানিরীক্ষার রাস্তাতেই থাকবে , এমনটাই জানিয়ে দিয়েছে থিঙ্ক ট্যাঙ্ক।

তবে দলে যেই আসুন, প্রেমদাসায় শেষ ম্যাচ জিতে ইতিহাস তৈরি করতে চাইছেন রোহিত-ধাওয়ান-ধোনিরা। যদি ভারত শ্রীলঙ্কাকে হোয়াইট ওয়াশ করাতে পারে তাহলে দ্বীপরাষ্ট্রের মাটিতে তা নজির হবে। এর আগে কোনও দেশ দ্বিপাক্ষিক অ্যাওয়ে সিরিজে হোয়াইট ওয়াশ করতে পারেনি।

কড়া নাড়ছে ইতিহাস, কলম্বোয় হোয়াইট ওয়াশের লক্ষ্যে ভারত

দারুণ ফর্মে রয়েছে কোহলি-র সৈন্যরা, বোলার-ব্যাটসম্যান সকলেই এত ভাল নিজের নিজের দায়িত্ব পালন করেছেন যে এই মুহূর্তে টিম হিসেবে তাঁরা সেরা।

এর আগে ২০১৩ সালে ভারত অ্যাওয়ে সিরিজে একমাত্র জিম্বাবোয়ের বিরুদ্ধে হোয়াইট ওয়াশ করেছে। এবার শ্রীলঙ্কার বিরুদ্ধেও হোয়াইট ওয়াশ করে নজির গড়তে বদ্ধপরিকর।

অন্যদিকে অনভিজ্ঞ, চোট প্রবণ শ্রীলঙ্কাকে এখন বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বেও খেলতে হবে, ৩০০ ম্যাচ খেলা লসিত মলিঙ্গা অবসরের বিষয়ে ভাবছেন। ফলে সবদিক থেকেই তারা বিপর্যস্ত। এই অবস্থায় শেষ ম্যাচে কতটা সম্মান তাঁরা বাঁচাতে পারবেন তা নিয়েও সন্দেহ থাকছে।

English summary
India eyeing a complete white wash against Sri Lanka at Colombo
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X