For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

শতরান পেলেন হনুমা, পন্থের ঝোড়ে সেঞ্চুরিতে দিন রাতের টেস্টে ঋষভ না ঋদ্ধিমান ধন্দ শুরু

শতরান পেলেন হনুমা, পন্থের ঝোড়ে সেঞ্চুরিতে দিন রাতের টেস্টে ঋষভ না ঋদ্ধিমান ধন্দ শুরু

  • |
Google Oneindia Bengali News

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচে দুরন্ত সেঞ্চুরি ঋষভ পন্থের। অজিদের বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচের দ্বিতীয় দিন ৭৩ বলে ১০৩ রান হাঁকিয়ে অপরাজিত পন্থ। ঝোড়ো ব্যাটিংয়ে ৯টি চার ও ৬টি ছক্কা হাঁকিয়েছেন ঋষভ। তাঁর মারকাটারি এই ইনিংসের সুবাদেই দ্বিতীয় দিনের শেষে অস্ট্রেলিয়া এ দলের বিরুদ্ধে ভারত ৪ উইকেট হারিয়ে ৩৮৬ রান তুলেছে। সব মিলিয়ে দ্বিতীয় ইনিংসে ভারতের লিড ৪৭২ রানে পৌঁছল।

ঋষভ না ঋদ্ধিমান ধন্দে ম্যানেজমেন্ট

ঋষভ না ঋদ্ধিমান ধন্দে ম্যানেজমেন্ট

প্রসঙ্গত মারকাটারি এই ইনিংসের সুবাদে প্রথম টেস্টে গোলাপি বলে দিন রাতের মহারণে টেস্ট দলে সুযোগ পাওয়ার জন্য দরজায় কডা় নাড়তে শুরু করলেন পন্থ। প্রথম প্রস্তুতি ম্যাচে অন্যদিকে দ্বিতীয় ইনিংসে ঋদ্ধিমান সাহার দুরন্ত হাফ সেঞ্চুরি রয়েছে। ফলে প্রথম টেস্টে উইকেটকিপার হিসেবে দলে কাকে সুযোগ দেওয়া হবে সেই নিয়ে টিম ম্যানেজমেন্টকে চিন্তার পড়তে হবে, বলা যায়।

হনুমা বিহারীর শতরান

হনুমা বিহারীর শতরান

এদিন পন্থ ছাড়াও হনুমা বিহারীর ব্যাটে সেঞ্চুরি এসেছে। বিহারী ১৯৪ বলে ১০৪ রানে অপরাজিত রয়েছেন। ১৩টি বাউন্ডারির সাহায্য বিহারী সেঞ্চুরিতে পৌঁছন। অস্ট্রেলিয়া এ দলের বিরুদ্ধে প্রথম ইনিংসে ভারত ১৯৪ রানে অলআউট হয়ে গেলেও দ্বিতীয় ইনিংসে টপ অর্ডার ভরসা দিয়েছে। পৃথ্বী শ এদিন ফের ব্যর্থ মাত্র ৩ রানে সাজঘরে ফরেন। তবে অপর ওপেনার মায়াঙ্ক আগারওয়াল ৬১ রান করলেন।

ওপেনিংয়ে ফের ব্যর্থ পৃথ্বী, নজর কাড়লেন গিল

ওপেনিংয়ে ফের ব্যর্থ পৃথ্বী, নজর কাড়লেন গিল

তিন নম্বরে নেমে শুভমান গিলের সংগ্রহ ৭৮ বলে দ্রুত ৬৫। ১০ টি বাউন্ডারি হাঁকিয়ে গিল এই রান করেন। সেক্ষেত্রে পিঙ্ক বল টেস্টে মায়াঙ্কের সঙ্গে শুভমান ওপেনিং সঙ্গী হিসেবে এগিয়ে রইলেন। প্রস্তুতি ম্যাচে অধিনায়ক অজিঙ্ক রাহানে ৩৮ রান করে আউট হয়েছেন।

ভারতের দাপুটে বোলিং

ভারতের দাপুটে বোলিং

উল্লেখ্য এর আগে অস্ট্রেলিয়াকে প্রথম ইনিংসে ভারত ১০৮ রানে অলরাউট করে। শামি ও নভদীপ সাইনি ৩টি করে, জসপ্রীত বুমরাহ ২ ও মহম্মদ সিরাজ ১টি উইকেট পেয়েছেন। প্রথম টেস্টে এই চার পেসারকে ধরে রেখেই দল নামাতে পারেন বিরাট।

সিডনিতে ক্লার্ক তো ইডেনে লক্ষ্মণ, তুল্যমূল্য ভারত-অস্ট্রেলিয়া মহারণে রানের বর্ষণ!সিডনিতে ক্লার্ক তো ইডেনে লক্ষ্মণ, তুল্যমূল্য ভারত-অস্ট্রেলিয়া মহারণে রানের বর্ষণ!

English summary
India extends lead after Vihari 104*, Pant 103* in warm-up game
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X