For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

নজরে বিরাট-রাহানে, তবে পিটারসেন, কর্ক ইংল্যান্ডের আশা দেখছেন না

নজরে বিরাট-রাহানে, তবে পিটারসেন, কর্ক ইংল্যান্ডের আশা দেখছেন না

  • By Manojit Maulik
  • |
Google Oneindia Bengali News

দেশের মাটিতে ইংল্যান্ডের (England) বিরুদ্ধে সিরিজ জিতবে ভারতই (Indian Cricket Team)। বিরাট কোহলিদের (Virat Kohli) এগিয়ে রাখার ব্যাপারে যুক্তি দিয়ে এ কথা জানিয়েছেন ইংল্যান্ডের দুই প্রাক্তন তারকা কেভিন পিটারসেন (KP) ও ডমিনিক কর্ক (Dominic Cork)। সিরিজ সম্প্রচারকারী সংস্থাকে দেওয়া সাক্ষাতকারে তাঁরা দুজনেই মনে করছেন যতই ইংল্যান্ড শ্রীলঙ্কায় সিরিজ জিতে আসুক না কেন, ধারে-ভারে সব দিক দিয়েই ফেভারিট ভারত।

ইংল্যান্ড দল নির্বাচন নিয়ে প্রশ্ন

ইংল্যান্ড দল নির্বাচন নিয়ে প্রশ্ন

ইংল্যান্ড প্রথম দুটি টেস্টের জন্য যে দল ঘোষণা করেছে তা সেরা নয় বলেই মনে করছেন পিটারসেন ও কর্ক। কেপি স্পষ্ট জানিয়েছেন, দেশের মাটিতে পূর্ণশক্তি নিয়ে নামছে ভারত, কোহলি দলে ফিরে আসছেন। অন্যদিকে, জনি বেয়ারস্টো নেই ইংল্যান্ড দলে, ফলে এটাকে সেরা মানতে পারছি না। ইংল্যান্ড সেরা একাদশ নিয়ে নামতে পারছে না। এই পরিস্থিতিতে ভারত ১০০ শতাংশ ফেভারিট হিসেবেই শুরু করবে। একই সুরে ডমিনিক কর্ক বলেছেন, ইংল্যান্ড শ্রীলঙ্কায় সিরিজ জিতে এসেছে। দলের সঙ্গে যোগ দিয়েছেন স্টোকস, আর্চার ও বার্নস। তবু ভারত অনেক বেশি শক্তিশালী। ভারতই সিরিজ জিতবে।

কর্কের নজরে পন্থ, গিল

কর্কের নজরে পন্থ, গিল

জানুয়ারি মাসের সেরা ক্রিকেটার বেছে নিতে আজই আইসিসি-র প্রকাশিত তালিকায় জো রুটের পাশাপাশি মনোনয়ন পেয়েছেন ঋষভ পন্থ। পন্থের সঙ্গে শুভমান গিলের দিকেও তাকিয়ে রয়েছেন ডমিনিক কর্ক। তাঁর কথায়, গিল কতটা প্রতিভাবান তাঁর প্রমাণ মিলেছে অস্ট্রেলিয়া সিরিজেই। আমার তো মনে হয় গিল যেভাবে ব্যাটিং করেন তাতে তাঁর উইকেট তুলে নিতে বেশ বেগ পেতে হবে ইংল্যান্ডের বোলারদের। গিল ভারতের সিরিজ জয়ের বড় কারিগর হবেন বলেও মনে করেন কর্ক।

কেপি তাকিয়ে বিরাট-রাহানের দিকে

কেপি তাকিয়ে বিরাট-রাহানের দিকে

অস্ট্রেলিয়ায় ভারত সিরিজ জিতেছে অজিঙ্কা রাহানের অধিনায়কত্বে। তবে ইংল্যান্ড সিরিজে ফের দলের ব্যাটন তুলে নিচ্ছেন বিরাট কোহলি। ফলে এই বিষয়টি আসন্ন সিরিজে খুব উপভোগ্য হবে বলেই মত কেভিন পিটারসেনের। তাঁর কথায়, এই সিরিজে অধিনায়কত্বের বিষয়টি নিয়ে চর্চা চলবে। ফর্মে থাকা অ্যান্ডারসনের সঙ্গে কোহলি বা রাহানের দ্বৈরথ কিংবা পূজারা বনাম আর্চারের লড়াই সিরিজ জমিয়ে দিতে পারে। পন্থের মতো মাসের সেরা ক্রিকেটার হওয়ার মনোনয়ন পেয়েছেন জো রুট। পিটারসেনের মতে, রুটের ফর্মে থাকা ইংল্যান্ডের জন্য অবশ্যই পজিটিভ দিক। তিনি বলেন, বুমরাকে কীভাবে সামলাবেন ইংল্যান্ডের ওপেনাররা, সেদিকেও নজর থাকবে। কোহলি, রাহানে, পূজারা, বুমরা, অশ্বিনের মতো একঝাঁক তারকা, কাকে ছেবে কাকে বাছব? তবে বলতে পারি স্লো উইকেটে গ্রেট সিরিজ অপেক্ষা করে আছে।

ভারত বনাম ইংল্যান্ড যুদ্ধে পাল্লা ভারী কোন শিবিরের? দুই দলের সম্ভাব্য প্রথম একাদশভারত বনাম ইংল্যান্ড যুদ্ধে পাল্লা ভারী কোন শিবিরের? দুই দলের সম্ভাব্য প্রথম একাদশ

English summary
India England Test News as focus on virat and rahane kp and cork opine that India will win the series
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X