For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বিশ্ব চ্যাম্পিয়নশিপের সেরা বোলিং স্পেলের নিরিখে সেরা দশে এগিয়ে ভারত না নিউজিল্যান্ড?

সেরা বোলিং স্পেলের নিরিখে এগিয়ে ভারত না নিউজিল্যান্ড

  • |
Google Oneindia Bengali News

আর কয়েক দিনের মধ্যেই সাউদাম্পটনে প্রথম বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হতে চলেছে। ভারত ও নিউজিল্যান্ডের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই আশা করছেন ফুটবল প্রেমীরা। সেই আবহে দেখে নেওয়া যাক প্রতিযোগিতার সেরা দশ বোলিং স্পেলে ভারত ও নিউজিল্যান্ডের সদস্য সংখ্যা কত। কী বলছে পরিসংখ্যান, তা এক নজরে দেখে নেওয়া যাক।

সেরা দশ বোলিং স্পেলে ভারতের তিন, নিউজিল্যান্ডের এক

সেরা দশ বোলিং স্পেলে ভারতের তিন, নিউজিল্যান্ডের এক

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের সেরা দশ বোলিং স্পেলের মধ্যে স্থান পেয়েছেন তিন ভারতীয়। অন্যদিকে নিউজিল্যান্ড শিবিরের মোটে একজন বোলার ওই তালিকায় জায়গা পেতে সক্ষম হয়েছেন। তালিকার শীর্ষে রয়েছেন শ্রীলঙ্কার লাসিথ এম্বুলডেনিয়া। ২০২১ সালের জানুয়ারিতে ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্টের এক ইনিংসে ৪২ ওভার বল করে ১৩৭ রান দিয়ে ৭ উইকেট নিয়েছিলেন।

প্রথম দশে ভারতের কোন তিন বোলার

প্রথম দশে ভারতের কোন তিন বোলার

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের এক ইনিংসের সেরা বোলিং স্পেলের নিরিখে প্রথম দশে জায়গা করে নিয়েছেন ভারতের রবিচন্দ্রণ অশ্বিন, জসপ্রীত বুমরাহ ও অক্ষর প্যাটেল। প্রথম জন ২০১৯ সালের অক্টোবরে বিশাখাপত্তনমে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্টের এক ইনিংসে ৪৬.২ ওভার বল করে ১১টি মেডেন সহ ১৪৫ রান দেওয়ার পাশাপাশি ৭ উইকেট নিয়েছিলেন। তালিকার দ্বিতীয় স্থানে তাঁর অবস্থান। তালিকার তৃতীয় স্থানে অবস্থান করা ভারতের জসপ্রীত বুমরাহ ২০১৯ সালের অগাস্টে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে কিংস্টনে টেস্টের এক ইনিংসে তিনটি মেডেন সহ ১২.১ ওভার বল করে ২৭ রান দিয়ে ৬ উইকেট নিয়েছিলেন। ভারতীয়দের মধ্যে তালিকার তৃতীয় স্থানে তথা বিশ্ব তালিকার পঞ্চম স্থানে অবস্থান করছেন অক্ষর প্যাটেল। ২০২১ সালের ফেব্রুয়ারিতে ইংল্যান্ডের বিরুদ্ধে আহমেদাবাদ টেস্টের এক ইনিংসে ২১.৪ ওভার বল করে ৩৮ রান দিয়ে ৬ উইকেট নিয়েছিলেন।

নিউজিল্যান্ডের একমাত্র প্রতিনিধি

নিউজিল্যান্ডের একমাত্র প্রতিনিধি

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের এক ইনিংসের সেরা বোলিং স্পেলের নিরিখে সেরা দশ ক্রিকেটারের তালিকায় নিউজিল্যান্ডের মাত্র একজন প্রতিনিধিই উপস্থিত রয়েছেন। ২০২১ সালের জানুয়ারিতে পাকিস্তানের বিরুদ্ধে ক্রাইস্টচার্চ টেস্টের এক ইনিংসে ৬টি মেডেন সহ ২০ ওভার বল করে ৪৮ রান দেওয়ার পাশাপাশি ৬ উইকেট নিয়েছিলেন কাইল জেমিসন। ক্রমতালিকার নবম স্থানে রয়েছেন তিনি।

ম্যাচের সেরা বোলিংয়েও এগিয়ে ভারত

ম্যাচের সেরা বোলিংয়েও এগিয়ে ভারত

একটা গোটা টেস্ট ম্যাচে সেরা বোলিং স্পেলের ক্রমতালিকার শীর্ষ স্থানে রয়েছেন ভারতের অক্ষর প্যাটেল। ২০২১ সালের ফেব্রুয়ারিতে আহমেদাবাদ টেস্টের দুই ইনিংসে ইংল্যান্ডের বিরুদ্ধে ৩৬.৪ ওভার বল করে ৭০ রান দিয়ে ১১ উইকেট নিয়েছিলেন বাঁ-হাতি স্পিনার। তালিকার দ্বিতীয় স্থানেই রয়েছেন নিউজিল্যান্ডের কাইল জেমিসন। ২০২১ সালের জানুয়ারিতে পাকিস্তানের বিরুদ্ধে ক্রাইস্টচার্চ টেস্টে দুই ইনিংস মিলিয়ে মোট ৪১ ওভার বল করে ১১৭ রান দিয়ে ১১ উইকেট নিয়েছিলেন।

English summary
India dominates against New Zealand on best bowling spell in World Test Championship
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X