For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

স্বাধীনতা দিবসে সেনাকে সম্মান বিরাট-যুবরাজের, করোনাকে হারানোর শপথ নিতে বললেন সচিন

স্বাধীনতা দিবসে সেনাকে সম্মান বিরাট-যুবরাজের, করোনাকে হারনোর শপথ নিতে বললেন সচিন

  • |
Google Oneindia Bengali News

স্বাধীনতা দিবসে দেশবাসীকে শুভেচ্ছা জানাল ভারতীয় দল। করোনার কারণে দেশের ক্রীড়াদুনিয়ার তারকারা এখন ঘরবন্দি। তাই অধিনায়ক বিরাট কোহলি থেকে রোহিত শর্মা, অজিঙ্ক রাহানে থেকে শিখর ধাওয়ানরা এবার ঘরে বসে টুইট করে ৭৪ তম স্বাধীনতা দিবসে দেশবাসীকে শুভেচ্ছা জানালেন।

সচিন থেকে সেহওয়াগ, সানিয়া থেকে সাইনার শুভেচ্ছা

সচিন থেকে সেহওয়াগ, সানিয়া থেকে সাইনার শুভেচ্ছা

প্রাক্তনদের মধ্য়ে আজ সচিন তেন্ডুলকর থেকে বীরেন্দ্র সেহওয়াগ, যুবরাজ সিংরা ও টুইট করেছেন। টুইট করেছেন ভারতীয় দলের কোচ রবি শাস্ত্রী। শুধু ক্রিকেটাররা নয়, টেনিস জগতের সানিয়া মির্জা, ব্যাডমিন্টন দুনিয়া সাইনা নেহওয়ালরাও স্বাধীনতা দিবসে শুভেচ্ছা জানালেন।

 স্বাধীনতা দিবসে সেনাকে শ্রদ্ধা বিরাট-যুবির

স্বাধীনতা দিবসে সেনাকে শ্রদ্ধা বিরাট-যুবির

৭৪ তম স্বাধীনতা দিবস উপলক্ষ্যে টুইটে এদিন বিরাট-যুবিরা দেশের সেনাকে শ্রদ্ধা জানিয়েছেন। টুইটে বিরাট লিখেন ,'স্বাধীনতা দিবসে দেশবাসীকে শুভেচ্ছা। আমার দেশ অনেক এগিয়ে চলুক এই কামনাই করি। বিশেষ করে দেশের সেনা যারা প্রতিমুহূর্তে আমাদের রক্ষা করছেন, তাঁদের শ্রদ্ধা জানাই। জয় হিন্দ।'

যুবরাজ সিং যা লিখলেন

যুবরাজ সিং যা লিখলেন

টুইটে যুবরাজ সিং লিখেছেন, 'দেশকে বাঁচাতে সেনারা প্রতিদিন নিজেদের জীবন উৎসর্গ করেন। দেশের নাগরিক হিসেবে তাঁদের এই ত্যাগকে আমাদের শ্রদ্ধা জানানো উচিত। ২০২০ সালে আমরা কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি। আমরা একসঙ্গে এই কঠিন সময় ঠিক পার করব। '

সচিন যা লিখলেন

সচিন যা লিখলেন

সচিন মনে করিয়ে দিয়েছেন, 'এবারের ১৫ অগাস্ট দিনটা একেবারে আলাদা, এবার আমাদের সামনে একটাই শক্রু। অদৃশ্য কোভিড -১৯। শৃঙ্খলা মেনে ১.৩ বিলিয়ন দেশবাসী একসঙ্গে লড়াই আমরা এই ভাইরাসকে হারিয়ে জয়ী হবই।'

রোহিত শর্মার পোস্ট

রোহিত শর্মার পোস্ট

দেশের হয়ে ক্রিকেট মাঠে নামার মুহূর্তের ছবি পোস্ট করে রোহিত লিখেছেন, 'স্বাধীনতা দিবসের অনেক শুভেচ্ছে। দেশের জার্সি গায়ে চাপিয়ে ক্রিকেট মাঠে নামার চেয়ে আনন্দের আর কিছু হতে পারে না।'

English summary
India celebrates 74th Independence Day: Virat-Yuvraj Singh pay tribute to armed forces
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X