For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

স্মিথকে থামানোর পর এবার জো রুটকে থামানোর পালা, ভারত-ইংল্যান্ড সিরিজের আগে হুঙ্কার বোলিং কোচের

স্মিথকে থামানোর পর এবার জো রুটকে থামানোর পালা, ভারত-ইংল্যান্ড সিরিজের আগে হুঙ্কার বোলিং কোচের

  • |
Google Oneindia Bengali News

'স্টিভ স্টিথ ডান, লক্ষ্য এবার জো রুট!'। দরজায় কড়া নাড়ছে ভারত-ইংল্যান্ড টেস্ট সিরিজ। ৫ ফেব্রুয়ারি থেকে সিরিজের ঢাকে কাঠি। তার আগে ভারতীয় দলের পারফর্ম্যান্স নিয়ে ঠিক এমনটাই বললেন দলের বোলিং কোচ ভরত অরুণ।

ডনের দেশে স্মিথকে আটকে রেখেছিল ভারত

ডনের দেশে স্মিথকে আটকে রেখেছিল ভারত

ডনের দেশে টেস্ট সিরিজে প্রতিপক্ষের সেরা ব্যাটসম্যান স্টিভ স্মিথকে থামিয়ে রাখা ভারতের সামনে কঠিন চ্যালেঞ্জ ছিল। টেস্ট ক্রিকেটের ব়্যাঙ্কিংয়ে স্মিথ এই মুহূর্তে দ্বিতীয় স্থানে রয়েছে। সেই স্মিথকে সিরিজে আটকে রাখতে সক্ষম হয়েছে ভারত। সিরিজের ৮ ইনিংসের মধ্য স্মিথ চার ইনিংসে ব্যাট হাতে জ্বলে উঠতে পেরেছিলেন। বাকি ইনিংসগুলিতে ফেল করেন।

সিরিজের শুরু থেকেই স্মিথকে চাপে রাখে ভারত

সিরিজের শুরু থেকেই স্মিথকে চাপে রাখে ভারত

সিডনিতে দুই ইনিংসে ৮১ ও ১৩১ রান এবং ব্রিসবেনে দুই ইনিংসে ৩৬ ও ৫৫ রান হাঁকান স্মিথ। সিরিজের বাকি ইনিংসগুলিতে অজি তারকা একেবারেই ফ্লপ হন। সবচেয়ে খারাপ অ্যাডিলেডে যেখানে দুই ইনিংসে মাত্র ১ করে করেন স্মিথ। মোলবোর্নে দুই ইনিংস মিলিয়ে সংগ্রহ ছিল মাত্র ৮! পরিকল্পনা করে স্মিথকে থামিয়ে দেওয়ার পর এবার ইংল্যান্ড অধিনায়ক জো রুটকে থামানো নিয়ে ভাবছে ভারত। সেই নিয়েই মুখ খুলেছেন ভরত অরুণ।

এবার কেন চিন্তার নাম জো রুট

এবার কেন চিন্তার নাম জো রুট

ভারতের বিরুদ্ধে টেস্ট সিরিজে মাঠে নামার আগে ইংল্যান্ডের অধিনায়ক জো রুট শ্রীলঙ্কার বিরুদ্ধে চার ইনিংস মিলিয়ে ৪২৬ রান হাঁকান। ব্যাটিং গড় ১০৬.৫। সিরিজে দুটি সেঞ্চুরি হাঁকিয়েছেন রুট। সর্বোচ্চ সংগ্রহ ২২৮ রান।

ভারতের বোলিং কোচ কী বললেন

ভারতের বোলিং কোচ কী বললেন

রুটের এই ফর্ম দেখার পর ভারতের বোলিং কোচ বলেন, 'ইংল্যান্ডের সামনে এর চেয়ে ভালো আর কিছু হতে পারে না। সামনেই ভারতের বিরুদ্ধে সিরিজ আর সেই সিরিজে মাঠে নামার আগে এমন বিধ্বংসী ফর্মে রয়েছে। তবে অস্ট্রেলিয়াকে থামানোর পর এবার ইংল্যান্ডকে থামানোর জন্যও আমরা প্রস্তুত রয়েছি। বিশেষ করে স্মিথকে থামানোর পর এবার জো রুটকে থামানোর পালা। '

English summary
India bowling coach Bharat Arun eyes Joe Root's scalp after stifling Steve Smith in australia
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X