For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ইডেন গার্ডেন্সে ছন্দে ফিরলেন কে এল রাহুল, শ্রীলঙ্কাকে চার উইকেটে হারিয়ে সিরিজ জয় ভারতের

ইডেন গার্ডেন্সে ছন্দে ফিরলেন কে এল রাহুল, শ্রীলঙ্কাকে চার উইকেটে হারিয়ে সিরিজ জয় ভারতের

Google Oneindia Bengali News

ইডেন গার্ডেন্সে শ্রীলঙ্কাকে ৪ উইকেটে পরাজিত করে এক ম্যাচ বাকি থাকতে ওডিআই সিরিজ জিতে নিল ভারত। গুয়াহাটির বর্ষাপাড়া ক্রিকেট স্টেডিয়ামে দেখানো দাপট ভারতীয় ক্রিকেটের নন্দনকানান ইডেন গার্ডেন্সেও বজায় রাখল রোহিত শর্মার দল। কে এল রাহুলের দুর্ধর্ষ ব্যাটিংয়ের উপর ভর করে জয় তুলে নিল টিম ইন্ডিয়া। ভারত এ দিন ব্যাটিংয়ের শুরুতে মুখ থুবড়ে পড়েছিল।

ইডেন গার্ডেন্সে ছন্দে ফিরলেন কে এল রাহুল, শ্রীলঙ্কাকে চার উইকেটে হারিয়ে সিরিজ জয় ভারতের

শ্রীলঙ্কার দেওয়া ২১৬ রানের টার্গেট তাড়া করতে নেমে টপ অর্ডারের ব্যাটসম্যানদের উইকেট দ্রুততার সঙ্গে হারায় ভারত। দুই ওপেনার রোহিত শর্মা করেন ১৭ রান এবং শুভমন গিলের ব্যাট থেকে আসে ২১ রান। গুয়াহাটির পাটা পিচে শতরান করা বিরাট কোহলি, ইডেনের স্পোর্টিং পিচে ফিরতেই নিজের দক্ষতার পরিচয় দিয়েছেন। ৯ বলে ৪ রান করে প্যাভিলিয়নের দিকে হাঁটা দেন ভারতের প্রাক্তন অধিনায়ক। এই পরিস্থিতিতে ভারতীয় ইনিংসকে এগিয়ে নিয়ে যাওয়ার দায়িত্ব কাঁধে তুলে নেন কে এল রাহুল এবং শ্রেয়স আইয়ার। ৮৬/৪ হয়ে যাওয়ার পর ভারতীয় টিম ম্যানেজমেন্ট অনেকটাই চাপে পড়ে যায়। কারণ রাহুল থাকলেও তিনি ফর্মে নেই। তবে, বড় খেলোয়াড়রা হয়তো এমনই হন, ফর্মে ফেরার জন্য বেছে নেন বড় মঞ্চকে বা কঠিন পরিস্থিতিকে যেখানে তাঁকে সব থেকে বেশি প্রয়োজন দলের। কে এল রাহুল ছন্দে ফিরলেv এবং জেতালেন দলকে। শেষ পর্যন্ত ৬৪ রানে অপরাজিত ছিলেন তিনি। শ্রেয়স আইয়ার করেন ২৮ রান, হার্দিক পাণ্ডিয়া গুরুত্বপূর্ণ ৩৬ রান করেন।

শ্রীলঙ্কার হয়ে দুইটি উইকেট নেন চামিকা করুণারত্নে এবং লাহিরু কুমারা। একটি করে উইকেট নেন কসুন রজিথা এবং ধনঞ্জয় ডি সিলভার।

এ দিন প্রথমে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন শ্রীলঙ্কার অধিনায়ক দাসুন শনকা। ইডেনের পিচের ট্র্যাক রেকর্ড অনুযায়ী টসে জিতে প্রথমে ব্যাটিং করাই সঠিক সিদ্ধান্ত। মাঝে মধ্যে এর ব্যতিক্রম ঘটলেও ইডেনের পিচ প্রথমে ব্যাটিং করার জন্য সেরা। এই দিনে দলে দুটি পরিবর্তন করে শ্রীলঙ্কা, দিলশান মধুশঙ্কের পরিবর্তে আসেন লাহিরু কুমারা এবং পথুম শনকার পরিবর্তে আসেন নুয়ানিদু ফার্নান্ডো।

দলে সুযোগ পেয়েছে দারুণ ভাবে নিজের কাজটি করে যান নুয়ানিদু ফার্নান্ডো। ৫০ রান করেন তিনি। অপর ওপেনার আভিষ্কা ফার্নান্দো করেন ২০ রান। একটা সময় শ্রীলঙ্কার রান ছিল ১০২/২। এই পরিস্থিতি থেকে এই দল ৩০০-র বেশি রান পাখির চোখ করবে এটাই ছিল স্বাভাবিক কিন্তু যে ভাবে একের পর এক উইকেটের পতন ঘটতে থাকে তা শ্রীলঙ্কাকে ব্যাকফুটে ফেলে দেয়। শ্রীলঙ্কার হয়ে কুশল মেন্ডিস করেছেন ৩৪ রান। অধিনায়ক দাসুন শনকা এই ম্যাচে রান পাননি। গত ম্যাচে শতরান করা শনকা ২ রানে আউট হন। শ্রীলঙ্কার মিডল অর্ডার ব্যর্থ হলেও লোয়ার অর্ডারের ব্যাটসম্যানরা যথেষ্ট চেষ্টা চালিয়েছিলেন।

ভারতের হয়ে তিনটি করে উইকেট শিকার করেন মহম্মদ সিরাজ এবং প্রথম ম্যাচে ফিল্ডিং করতে গিয়ে চোট পাওয়া যুজবেন্দ্র চাহালের পরিবর্তে দলে সুযোগ পাওয়া কুলদীপ যাদব, দুইটি উইকেট পান উমরান মালিক, একটি উইকেট পান অক্ষর প্যাটেল।

English summary
India beat Sri Lanka by 4 wickets at Eden Gardens and win the ODI series.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X