For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

দ্বিতীয় টি-২০ ম্যাচে নিউজিল্যান্ডের বিরুদ্ধে বড় জয় ভারতের

দ্বিতীয় টি-২০ ম্যাচে নিউজিল্যান্ডের বিরুদ্ধে বড় জয় ভারতের

Google Oneindia Bengali News

নিউজিল্যান্ডকে দ্বিতীয় টি-২০ ম্যাচে ৬৫ রানে পরাজিত করল ভারত। বে ওভালে ভারতের এই সাফল্যের দুই নায়ক সূর্যকুমার যাদব এবং দীপক হুডা। ব্যাট হাতে সূর্যের বিক্রম এবং বল হাতে দীপকের ঘূর্ণি কিউয়ি ব্যাটারদের নিজেদের মাঠকেই বধ্যভূমিতে পরিণত করে। একমাত্র নিউজিল্যান্ডের অধিনায়ক কেন উইলিয়ামসন ছাড়া কোনও প্রতিপক্ষ ব্যাটসম্যান ভারতের বোলিং-এর বিরুদ্ধে প্রতিরোধ তৈরি করতে পারেননি।

দ্বিতীয় টি-২০ ম্যাচে নিউজিল্যান্ডের বিরুদ্ধে বড় জয় ভারতের

ভারতের দেওয়া ১৯২ রানের টার্গেট তাড়া করতে নেমে নিউজিল্যান্ডের ইনিংস শেষ হয়ে যায় ১২৬ রানে। পুরো ২০ ওভারও খেলতে পারেননি নিউজিল্যান্ডের ব্যাটাররা। ১৮.৫ ওভার স্থায়ী হয় ব্ল্যাক ক্যাপস-এর ইনিংস। বড় রান তাড়া করতে নেমে শুরুতেই আউট হন তরুণ প্রতিশ্রুতিবান ব্যাটসম্যান ফিন অ্যালান, ০ রানে আউট হন তিনি। অপর ওপেনার ডেভন কনওয়ে করেন ২৫ রান। কনওয়েকে সঙ্গে নিয়ে কেন উইলিয়ামসন নিউজিল্যান্ডের ইনিংস গড়ার কাজ করেন কিন্তু সাফল্য পাননি দীর্ঘ স্থায়ী। কারণ কনওয়ে আউট হওয়ার সঙ্গেই তাসের ঘরের মতো ধসে পড়ে নিউজিল্যান্ডের ইনিংস। এক দিকটা কেন উইলিয়ামস ধরে রাখলেও অপর প্রান্ত থেকে একে একে উইকেটের পতন ঘটতে থাকে। কেন উইলিয়ামস ৬১ রানের ইনিংস খেলেন। এর পর ব্যাটিং করতে আসা ব্যাটারদের মধ্যেই মাত্র দুই জনই দুই অঙ্কের রানে পৌঁছন, যদিও সেই রান বলার মতো নয়। গ্লেন ফিলিপস করেন ১২ রান এবং ড্যারিল মিচেল করেন ১০ রান। জিমি নিসম (০), মিচেল স্যান্টনার (২), অ্যাডাম মিলনে (৬)-রা এসেছেন আর গিয়েছেন।

ভারতের হয়ে এই ম্যাচে অবাক করা বোলিং করেন দীপক হুডা। পার্ট-টাইম এই বোলার ২.৫ ওভারে ১০ রান খরচ করে নেন ৪টি উইকেট। যদিও লোয়ার অর্ডারের ব্যাটসম্যানদেরই মূলত উইকেট তিনি পেয়েছেন। তাঁর শিকার ড্যারিল মিচেল (১০), অ্যাডাম মিলনে (৬), ইশ সোধি (১), টিম সাউদি (০)।

ভারতের হয়ে দু'টি করে উইকেট পেয়েছেন মহম্মদ সিরাজ এবং যুজবেন্দ্র চাহাল। এ ছাড়া একটি করে উইকেট পেয়েছেন ভুবনেশ্বর কুমার এবং ওয়াশিংটন সুন্দর।

এই ম্যাচে টসে জিতে ভারতকে প্রথমে ব্যাটিং করতে পাঠান নিউজিল্যান্ডের অধিনায়ক কেন উইলিয়ামসন। বৃষ্টির কথা ভেবেই প্রথমে বোলিং-এর সিদ্ধান্ত নেন কেন। ভারতের ব্যাটসম্যানরাও খুব একটা আহামরি খেলেনি। একমাত্র সূর্যকুমার যাদবের ৫১ বলে অপরাজিত ১১১ রানের সৌজন্যেই গোটা ম্যাচে চালকের আসনে ছিল ভারত। সূর্য ছাড়া ৩৬ রান করেন ঈশান কিষান। শ্রেয়স আইয়রা এবং হার্দিক পাণ্ডিয়া ১৩ রান করে করেন, ঋষভ পন্থ ৬ রান করেন। দীপক হুডা এবং ওয়াশিংটন সুন্দর গোল্ডেন ডাকে ফিরে যান। ফলে ভারতের ব্যাটসম্যানরাও যে বলার মতো রান করেন তেমনটা নয়। বরং শেষ ওভারে টিম সাউদি হ্যাটট্রিক তুলে নেন। আন্তর্জাতিক টি ২০ ক্রিকেটে এটি তাঁর দ্বিতীয় হ্যাটট্রিক। লসিথ মালিঙ্গার সঙ্গে যৌথ ভাবে সর্বাধিক দু'টি আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে হ্যাটট্রিকের অধিকারী হলেন তিনি। সাউদির তিন উইকেট ছাড়া নিউজিল্যান্ডের হয়ে ২ উইকেট পান লকি ফার্গুসন এবং ১ উইকেচট পান ইশ সোধি। সিরেজের শেষ টি-২০ ম্যাচটি খেলা হবে নেপিয়ারে। ওয়েলিংটনে বৃষ্টির কারণে প্রথম ম্যাচটি ভেস্তে যায়।

English summary
India beat Netherlands by 65 runs in second T20I match in Bay Oval.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X