For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বাংলাদেশকে হারিয়ে দৃষ্টিহীনদের টি ২০ বিশ্বকাপ জয়ের হ্যাটট্রিক ভারতের, অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী মোদী

Google Oneindia Bengali News

দেশের মাটিতে দৃষ্টিহীনদের টি ২০ বিশ্বকাপ জিতল ভারত। বেঙ্গালুরুতে অনুষ্ঠিত ফাইনালে বাংলাদেশকে ১২০ রানে পরাস্ত করে। এই নিয়ে টানা তিনবার এই খেতাব জিতল ভারত। ভারতের হয়ে শতরান করেন সুনীল রমেশ ও অজয় কুমার রেড্ডি। তাঁদের জুটিতেই গড়ে ওঠে ভারতের চ্যাম্পিয়ন হওয়ার ভিত।

দৃষ্টিহীনদের টি ২০ বিশ্বকাপ জয়ের হ্যাটট্রিক ভারতের

রমেশ ২৪টি চার ও একটি ছয়ের সাহায্যে ৬৩ বলে ১৩৬ রান করেন। ১৮টি চারের সাহায্যে ৫০ বলে ১০০ রান করেন রেড্ডি। তৃতীয় উইকেটে তাঁদের অবিচ্ছেদ্য পার্টনারশিপেই ওঠে ২৪৮ রান। ভারত টস জিতে ব্যাট করতে নেমে তোলে ২০ ওভারে ২ উইকেটে ২৭৭ রান।

জবাবে খেলতে নেমে বাংলাদেশ ২০ ওভারে ৩ উইকেটে ১৫৭ রানের বেশি করতে পারেনি। সর্বাধিক ৭৭ রান করে অপরাজিত থাকেন সলমন। এই টুর্নামেন্টে অপরাজেয় থেকে চ্যাম্পিয়ন হলো ভারত। খেতাব দখলে রাখায় ৩ লক্ষ টাকার আর্থিক পুরস্কার পেল ভারতীয় দল, বাংলাদেশ পেলে দেড় লক্ষ টাকা। ভারতীয় দলকে এই সাফল্যের জন্য অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি টুইটে লিখেছেন, ভারতীয় ক্রীড়াবিদদের জন্য গোটা দেশ গর্বিত। দৃষ্টিহীনদের টি ২০ বিশ্বকাপে ভারত জেতায় আনন্দিত হয়েছি। গোটা দলকে অভিনন্দন এবং আগামীর জন্য শুভেচ্ছা। ভারতীয় দলকে অভিনন্দন জানিয়েছেন বিসিসিআই সচিব জয় শাহ।

ভারতীয় ইনিংসে অবশ্য শুরুর দিকে ধাক্কা দিয়েছিলেন সলমন। চতুর্থ ওভারে তিনি দুটি উইকেট তুলে নিয়েছিলেন। ভেঙ্করেশ্বরাকে ২৮ রানে আফট করার পর ললিত মীনার উইকেটটিও তিনি তুলে নেন। ভারতের স্কোর তখন দাঁড়ায় ২ উইকেটে ২৯। এরপর পরিস্থিতি সামাল দিয়ে ভারতকে শক্ত ভিতে দাঁড় করান রমেশ ও রেড্ডি। ৪০ রানের মাথায় রমেশের ক্যাচ ফেলে বাংলাদেশ। এরপর আর ফিরে তাকাতে হয়নি। এবারের দৃষ্টিহীনদের টি ২০ বিশ্বকাপে এদিন নিয়ে তৃতীয় শতরান হাঁকালেন রমেশ। সেঞ্চুরি পূর্ণ করেন চার মেরে। ভারতীয় ইনিংসের শেষ ওভারে শতরান পূর্ণ করেন রেড্ডি।

English summary
India Have Won Their 3rd Consecutive Title In The T20 World Cup For The Blind. India Beat Bangladesh By 120 Runs In The Final.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X