For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ইন্ডিয়া সি-কে ৫১ রানে হারিয়ে দেওধর ট্রফি চ্যাম্পিয়ন ইন্ডিয়া বি

ইন্ডিয়া সি-কে ৫১ রানে হারিয়ে দেওধর ট্রফি চ্যাম্পিয়ন ইন্ডিয়া বি

  • |
Google Oneindia Bengali News

শুভমান গিল নেতৃত্বাধীন ইন্ডিয়া সি-কে ৫১ রানে হারিয়ে দেওধর ট্রফি চ্যাম্পিয়ন হল ইন্ডিয়া বি। ভারতীয় ক্রিকেট দলের তারকা কেদার যাদবের দুর্দান্ত ব্যাটিং ও স্পিনার শাহবাজ নাদিমের অসাধারণ বোলিং-র সৌজন্যে ম্যাচ জেতে পার্থিব প্যাটেলের দল। ইন্ডিয়া সি-র হয়ে প্রতিনিধিত্ব করা বাংলার তরুণ পেসার ইশান পোড়েলের ৫ উইকেট ম্যাচে প্রভাব ফেলতে ব্যর্থ হয়।

ইন্ডিয়া সি-কে ৫১ রানে হারিয়ে দেওধর ট্রফি চ্যাম্পিয়ন ইন্ডিয়া বি

সোমবার সকালে রাঁচির জেএসসিএ ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে টসে জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেয় ইন্ডিয়া বি। ওপেনার ঋুতুরাজ গায়েকোয়াড় ও পার্থিব প্যাটেলকে তুলে নিয়ে শুরুতেই ইন্ডিয়া বি-কে ঝটকা দেন ইন্ডিয়া সি-র পেসার ইশান পোড়েল। ১৩ রান করে জলজ সাক্সেনার বলে আউট হন বাবা অপরাজিত। দারুণ ছন্দে থাকা যশশ্বী জয়সওয়ালকে আউট করেন অক্ষর প্যাটেল। ৯৪ বলে ৮৬ রান করা কেদার যাদব ইশান পোড়েলের শিকার হন। নীতীশ রানা (২০), বিজয় শঙ্করকেও (৪৫) তুলে নেন বাংলার তরুণ পেসার। ৩৫ রান করে অপরাজিত থাকেন কৃষ্ণাপ্পা গৌতম। ৫০ ওভারে ৭ উইকেট হারিয়ে ২৮৩ রান করে ইন্ডিয়া বি। ৫ উইকেট নেন পোড়েল। ১টি করে উইকেট নেন জলজ সাক্সেনা ও অক্ষর প্যাটেল।

<blockquote class="twitter-tweet blockquote"><p lang="en" dir="ltr">Congratulations Team INDIA B on winning the <a href="https://twitter.com/hashtag/DeodharTrophy?src=hash&ref_src=twsrc%5Etfw">#DeodharTrophy</a> for 2019-20 season 👏👏 <a href="https://t.co/hygOyIX9wo">https://t.co/hygOyIX9wo</a></p>— BCCI (@BCCI) <a href="https://twitter.com/BCCI/status/1191311657672134656?ref_src=twsrc%5Etfw">November 4, 2019</a></blockquote> <script async src="https://platform.twitter.com/widgets.js" charset="utf-8"></script>

জবাবে ব্যাট করতে নামা ইন্ডিয়া সি-র তরুণ অধিনায়ক শুভমান গিল মাত্র ১ রান করে মহম্মদ সিরাজের বলে আউট হয়ে সাজঘরে ফিরে যান। ভারতীয় দলের জার্সিতে ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্টে দারুণ ব্যাট করা মায়াঙ্ক আগরওয়ালও এই ম্যাচে ২৮ রানের বেশি করতে পারেননি। কিছুটা লড়েন প্রিয়ম গর্গ। ৭৭ বলে ৭৪ রান করে মহম্মদ সিরাজের শিকার হন তিনি। ইন্ডিয়া সি-র মিডিল অর্ডারে বিরাট সিং (৬), সূর্যকুমার যাদব (৩) ও দীনেশ কার্তিক (৩) পুরোপুরি ব্যর্থ হন। শেষ দিকে অক্ষর প্যাটেল (৩৮), জলজ সাক্সেনা (৩৭) লড়লেও তা ইন্ডিয়া সি-র হার আটকাতে পারেনি। ৫০ ওভারে ২৩২ রানের বেশি করতে পারেনি শুভমান গিলের দল। ইন্ডিয়া বি-র হয়ে ম্যাচে ৪ উইকেট নেন স্পিনার শাহবাজ নাদিম।

English summary
India B is the new Champions of Deodhar Trophy
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X