For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ভারতের শ্রীলঙ্কা সফরের খসড়া ক্রীড়াসূচি প্রকাশ্যে, তৈরি দলে সম্ভাব্যদের তালিকাও

Google Oneindia Bengali News

ভারতের টেস্ট দল যখন ইংল্যান্ডে থাকবে তখনই দ্বিতীয় সারির দল শ্রীলঙ্কা পাঠানোর উদ্যোগ নিয়েছেন বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়। বিরাট কোহলিরা জুনের গোড়াতেই ইংল্য়ান্ডে যাবেন। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল খেলে ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচ টেস্টের সিরিজ খেলবে। সেই সিরিজ চলবে সেপ্টেম্বর পর্যন্ত। অক্টোবরে টি ২০ বিশ্বকাপ। এই পরিস্থিতিতে সীমিত ওভারের ক্রিকেটে ভারতীয় দলে থাকা ক্রিকেটাররা যাতে ক্রিকেটের মধ্যেই থাকেন সে কারণেই সৌরভদের এই বিশেষ পরিকল্পনা।

জুলাইয়ে সফর

জুলাইয়ে সফর

জানা গিয়েছে, ভারতীয় দল জুলাইয়ে শ্রীলঙ্কা সফরে যাবে। তবে ইংল্যান্ড সফরের দলে থাকা কোনও ক্রিকেটারকে শ্রীলঙ্কায় যেতে হবে না। কারণ, অগাস্টে টেস্ট সিরিজ শুরুর আগে ভারতীয় দল দুই ভাগে ভাগ হয়ে নিজেদের মধ্যে এমনিতেই ম্যাচ খেলবে। সে কারণেই ওই দলে থাকা কাউকে আর শ্রীলঙ্কাগামী দলে রাখা হবে না।

খসড়া ক্রীড়াসূচি

খসড়া ক্রীড়াসূচি

বিসিসিআই সূত্রে খবর, ভারত শ্রীলঙ্কা সফরে তিনটি করে একদিনের আন্তর্জাতিক ও টি ২০ আন্তর্জাতিক ম্য়াচ খেলবে। একদিনের ম্যাচগুলি হবে জুলাইয়ের ১৩, ১৬ ও ১৯ তারিখ। টি ২০ আন্তর্জাতিক ম্যাচগুলি খেলা হবে ২২, ২৪ ও ২৭ জুলাই। ৫ জুলাই ভারতীয় দল রওনা দেবে শ্রীলঙ্কার উদ্দেশ্যে। দেশে ফিরবে ২৮ জুলাই। তবে কোন স্টেডিয়ামে খেলাগুলি হবে তা এখনও চূড়ান্ত হয়নি বলেই জানা গিয়েছে।

দুই ধাপে নিভৃতবাস

দুই ধাপে নিভৃতবাস

শ্রীলঙ্কায় গিয়ে থাকতে হবে দুই ধাপের সপ্তাহব্যাপী কোয়ারান্টিনে। প্রথম তিনদিন হোটেলে নিজেদের ঘরের বাইরে বেরোতে পারবেন না ভারতীয় দলের কেউ। পরের চারদিন অনুশীলন করতে পারবে দল। তবে হোটেল থেকে মাঠ এবং মাঠ থেকে হোটেলের মধ্যেই নিজেদের গতিবিধি সীমাবদ্ধ রাখতে হবে।

সম্ভাব্য যাঁরা

সম্ভাব্য যাঁরা

বিরাট কোহলির পাশাপাশি রোহিত শর্মা, ঋষভ পন্থ, জশপ্রীত বুমরাহ, রবীন্দ্র জাদেজা, লোকেশ রাহুল-সহ সীমিত ওভারের ক্রিকেটে ভারতীয় দলে নিয়মিত বেশ কয়েকজন ক্রিকেটার ইংল্যান্ডে থাকবেন। শ্রীলঙ্কায় কাদের পাঠানো যায় সে ব্যাপারে এনসিএ ডিরেক্টর রাহুল দ্রাবিড়ের মতামত। বোর্ডসূত্রে খবর, শিখর ধাওয়ান, সূর্যকুমার যাদব, ভুবনেশ্বর কুমার, হার্দিক পাণ্ডিয়া, যুজবেন্দ্র চাহাল, সঞ্জু স্যামসন, পৃথ্বী শ, দীপক চাহার, রাহুল চাহার, জয়দেব উনাদকাট, কুলদীপ যাদব, বরুণ চক্রবর্তী ও রাহুল তেওয়াটিয়া জায়গা করে নিতে পারেন শ্রীলঙ্কাগামী দলে। নেতৃত্ব দিতে পারেন শিখর ধাওয়ান।

English summary
India are set to tour Sri Lanka in July for a white-ball series comprising three ODIs and three T20s. The venues are yet to be finalised.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X