For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

টি ২০ সিরিজে ভারতের কোন লক্ষ্য পূরণ হতে দেবে না দক্ষিণ আফ্রিকা? বাভুমা তাকিয়ে আইপিএল তারকাদের দিকে

Google Oneindia Bengali News

দক্ষিণ আফ্রিকাকে ৯ জুন দিল্লিতে প্রথম টি ২০ আন্তর্জাতিকে হারিয়ে দিলেই এককভাবে নয়া বিশ্বরেকর্ড গড়বে ভারত। আপাতত রোমানিয়া ও আফগানিস্তানের সঙ্গে যৌথভাবে টানা ১২টি করে টি ২০ আন্তর্জাতিক জেতার রেকর্ডের অধিকারী টিম ইন্ডিয়া। তবে এককভাবে ভারতকে বিশ্বরেকর্ড করতে না দেওয়ার প্রত্যয় নিয়েই ভারতে পা রাখছে দক্ষিণ আফ্রিকা।

তুল্যমূল্য লড়াই

তুল্যমূল্য লড়াই

ভারত রোহিত শর্মা, বিরাট কোহলি, জসপ্রীত বুমরাহ-সহ কয়েকজন তারকাকে বিশ্রাম দিয়েছে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি ২০ সিরিজে। রবীন্দ্র জাদেজা, সূর্যকুমার যাদব, দীপক চাহাররা নেই চোটের কারণে। এই অবস্থায় আইপিএলে ভালো পারফর্ম করা ক্রিকেটারদের সুযোগ দেওয়া হয়েছে। তবে ভারতকে সমীহই করছেন বাভুমা। তিনি ভারতে আসার আগে বলেছেন, ভারত প্রথম সারির ক্রিকেটারদের দলে না রাখলেও সিরিজে তুলমূল্য লড়াই-ই হবে। এই সিরিজের দলেও যাঁরা রয়েছেন তাঁরা ভারতের প্রথম দলে থাকারই যোগ্য। বাভুমা আরও বলেন, চলতি বছরেই টি ২০ বিশ্বকাপ রয়েছে। ফলে আমাদের প্রস্তুতির জন্যও কার্যকরী হবে এই সিরিজ। ভারতের টানা টি ২০ জেতার এককভাবে বিশ্বরেকর্ড আটকানোর চেষ্টাও আমরা করব।

বাভুমা আত্মবিশ্বাসী

বাভুমা আত্মবিশ্বাসী

আইপিএল চ্যাম্পিয়ন গুজরাত টাইটান্সে ডেভিড মিলার ৪৮১ রান করেছেন, গড় ৬৮.৭১, স্ট্রাইক রেট ১৪৩। এ ছাড়া লখনউ সুপার জায়ান্টসের হয়ে পাঁচশোর বেশি রান করেছেন কুইন্টন ডি কক। এই দুই তারকার ফর্ম আত্মবিশ্বাসী রাখছে সাদা বলের প্রোটিয়া অধিনায়ককে। বাভুমা মিলারকে নিয়ে বলেন, আমাদের ক্রিকেটাররা ফর্মে রয়েছেন এটা সব সময় দেখতে ভালো লাগে। মিলার ট্রফি জেতার আত্মবিশ্বাস নিয়ে জাতীয় দলের হয়ে খেলতে নামবেন। আমরা সেদিকে তাকিয়ে রয়েছি। ডেভিড মিলার আইপিএলে অসাধারণ খেলেছেন। এটা তাঁর আত্মবিশ্বাস বাড়ানোর পক্ষে দারুণ সহায়কও হয়েছে। যদি দলে জায়গা পাওয়ার কোনও নিরাপত্তাহীনতাও তাঁর থেকে থাকে, এই পারফরম্যান্স সেটা দূর করতে ইতিবাচক ভূমিকাই নেবে। মিলারের ব্যাটিং পজিশন নিয়ে তাঁর সঙ্গে কথা বলবেন বলেও জানান বাভুমা। তাঁর কথায়, মিলার এখনও উপরের দিকে ব্যাট করার ইচ্ছা না জানালেও তিনি দক্ষিণ আফ্রিকা দলের গুরুত্বপূর্ণ সদস্য। তিনি দেশের হয়েও ভবিষ্যতে এমনই ভালো খেলবেন বলে আমাদের পূর্ণ আস্থা তাঁর প্রতি রয়েছে।

ব্রেভিসের আন্তর্জাতিক অভিষেক হবে?

ব্রেভিসের আন্তর্জাতিক অভিষেক হবে?

ডেভিড মিলার যাতে দীর্ঘক্ষণ ব্যাট করতে পারেন তা নিশ্চিত করতে তাঁর পছন্দমতো জায়গায় খেলানো হবে বলে জানিয়েছেন বাভুমা। দলের হয়ে যে যেখানে থেকে যে ভূমিকা পালন করলে সবচেয়ে ভালো হয়, সেটাই এ ক্ষেত্রে মেনে চলা হবে বলে জানান তিনি। মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে আইপিএল অভিষেক হলেও প্রথম শ্রেণির ক্রিকেট খেলেননি ডেওয়াল্ড ব্রেভিস। তাঁকে জাতীয় দলে খেলানোর ক্ষেত্রে তাড়াহুড়ো করার পক্ষপাতী নন বাভুমা। ব্রেভিস অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপে সবচেয়ে বেশি রান করেছিলেন। আইপিএলেও খারাপ খেলেননি। তবে ভারতের বিরুদ্ধে দক্ষিণ আফ্রিকার প্রথম একাদশে তাঁর জায়গা পাওয়ার সম্ভাবনা কম বলেই ইঙ্গিত মিলেছে বাভুমার কথায়। জাতীয় দলে নিজেকে মেলে ধরার আগে তাঁর কেরিয়ারের স্বার্থে ব্রেভিসকে কয়েকটি প্রথম শ্রেণির ম্যাচ খেলারই পরামর্শ দেন বাভুমা। তবে জাতীয় দলের সিস্টেমে থেকে তাঁর যে অভিজ্ঞতা বাড়বে তাতে ভবিষ্যতে ব্রেভিস প্রত্যাশাপূরণে সমর্থ হবেন বলেও ধারণা বাভুমার।

দিল্লিতে শুরু সিরিজ

দিল্লিতে শুরু সিরিজ

দক্ষিণ আফ্রিকা সফরে গিয়ে ভারত টেস্ট সিরিজে হারার পর লোকেশ রাহুলের নেতৃত্বে একদিনের সিরিজে ০-৩ ব্যবধানেই পরাস্ত হয়। সেই চাপ এবার ভারত সফরেও ধরে রাখতে চান বাভুমারা। ভারত চাইবে নিউজিল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ ও শ্রীলঙ্কাকে হারানোর পর দেশের মাটিতে প্রোটিয়াদেরও হোয়াইটওয়াশ করতে। সিরিজের প্রথম ম্যাচ ৯ জুন দিল্লিতে। ১২ জুন কটক, ১৪ জুন ভাইজ্যাগ, ১৭ জুন রাজকোট ও ১৯ জুন বেঙ্গালুরুতে হবে বাকি চারটি ম্যাচ।

English summary
South Africa's White Ball Skipper Temba Bavuma Says Though India Are Resting Their Main Players, It Will Still Be A Competitive Series. Bavuma Is Open To Having A Conversation With David Miller Regarding Batting Position.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X