For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বেঙ্গালুরুতে পৌঁছে গেল ভারত ও দক্ষিণ আফ্রিকা, চিন্তায় রাখছে পরিসংখ্যান এবং বৃষ্টির পূর্বাভাস

Google Oneindia Bengali News

বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে কাল সিরিজের শেষ তথা নির্ণায়ক টি ২০ আন্তর্জাতিক খেলতে নামছে ভারত ও দক্ষিণ আফ্রিকা। বিশাখাপত্তনমে জয়ের পর রাজকোটে আরও বড় ব্যবধানে প্রোটিয়াদের পরাস্ত করে ফেভারিট হিসেবেই নামবে ঋষভ পন্থের দল। ইতিমধ্যেই দুই দলই পৌঁছে গিয়েছে বেঙ্গালুরুতে। ক্রিকেটপ্রেমীরা হাইভোল্টেজ লড়াইয়ের অপেক্ষায়। যদিও সিরিজের শেষ ম্যাচেও থাকছে বৃষ্টির আশঙ্কা।

ভারতের রেকর্ড

ভারতের রেকর্ড

বেঙ্গালুরুর এই স্টেডিয়ামে ভারত পাঁচটি টি ২০ আন্তর্জাতিক খেলেছে। তার মধ্যে জিতেছে দুটিতে, পরাজয় তিনটিতে। ২০১২ সালে পাকিস্তান ভারতকে হারিয়েছিল ৫ উইকেটে। ২০১৬ সালে টি ২০ বিশ্বকাপের ম্যাচে ভারত বাংলাদেশকে হারিয়েছিল ১ রানে। ২০১৭ সালে ইংল্যান্ডের বিরুদ্ধে ভারত ৭৫ রানে জিতেছিল। ২০১৯ সালের ফেব্রুয়ারিতে ভারতকে ৭ উইকেটে হারিয়েছিল অস্ট্রেলিয়া। ওই বছরেই নভেম্বরে দক্ষিণ আফ্রিকা ভারতকে হারায় ৯ উইকেটে।

শেষ সাক্ষাতে

শেষ সাক্ষাতে

২০১৯ সালে তৃতীয় টি ২০ আন্তর্জাতিক ১৯ বল বাকি থাকতে ৯ উইকেটে জিতে সিরিজ ১-১ করতে সক্ষম হয়েছিল দক্ষিণ আফ্রিকা। টস জিতে ব্যাট করতে নেমে ভারত ৯ উইকেটে ১৩৪ রান তোলে। শিখর ধাওয়ান সর্বাধিক ৩৬ রান করেছিলেন। কাসিগো রাবাডা তিনটি উইকেট নেন। বিউরান হেন্ডরিক্স ৪ ওভারে ১৪ রান দিয়ে ২ উইকেট নিয়ে ম্যাচের সেরা হন। জবাবে কুইন্টন ডি ককের ৫২ বলে অপরাজিত ৭৯ রানের দৌলতে ১ উইকেট হারিয়েই জয়ের লক্ষ্যে পৌঁছে যায় প্রোটিয়ারা।

হাই স্কোরিং ম্য়াচের অপেক্ষা

হাই স্কোরিং ম্য়াচের অপেক্ষা

চিন্নাস্বামীর উইকেট টি ২০ আন্তর্জাতিকের জন্য ব্যাটিং সহায়কই হয়। কালও তার ব্যতিক্রম হবে না বলেই মনে করা হচ্ছে। আউটফিল্ড ফাস্ট, বাউন্ডারি অন্য স্টেডিয়ামগুলির তুলনায় ছোট। ফলে হাই স্কোরিং ম্যাচ হওয়ার সম্ভাবনা বেশি। তবে ভারতীয় বোলাররা যেভাবে দক্ষিণ আফ্রিকাকে টানা দুটি ম্যাচে অল আউট করে দিয়েছেন তাতে প্রোটিয়াদের উপরই চাপ থাকবে। বিশাখাপত্তনমে দক্ষিণ আফ্রিকা ১৮০ রানের টার্গেট তাড়া করতে নেমে ১৯.১ ওভারে ১৩১ রানে গুটিয়ে গিয়েছিল। গতকাল তেম্বা বাভুমার দলের সামনে টার্গেট ছিল ১৭০ রানের। ১৬.৫ ওভারেই ভারতীয় বোলাররা প্রোটিয়াদের ইনিংস গুটিয়ে দেয়। মাঝে অল্প সময়ে দক্ষিণ আফ্রিকার পরের ম্যাচের জন্য মানসিকভাবে তৈরি থাকাটাই বড় চ্যালেঞ্জ বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

থাবা বসাবে বৃষ্টি?

থাবা বসাবে বৃষ্টি?

বেঙ্গালুরুতে বৃষ্টিও হচ্ছে। গতকাল বৃষ্টির কারণে আজ রঞ্জি সেমিফাইনালের খেলা দেরিতে শুরু হয়েছিল। ভারত-দক্ষিণ আফ্রিকা ম্যাচ শুরু সন্ধ্যায়। তখন তাপমাত্রা ২০ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে ঘোরাফেরা করতে পারে। ঘণ্টাখানেক ধরে বৃষ্টি চলারও পূর্বাভাসও রয়েছে। তবে দিনেরবেলায় বৃষ্টির সম্ভাবনা ৫৬ শতাংশ। তবে বৃষ্টি হলেও ম্যাচ আয়োজনে অসুবিধা হবে না বলেই দাবি করছে কর্নাটক স্টেট ক্রিকেট অ্যাসোসিয়েশন। বৃষ্টির জেরে খেলা দেরিতে শুরু হলে বা ওভার কমাতে হলেও সিরিজের ফয়সালা হওয়া নিয়ে কারও মনেই সংশয় নেই।

English summary
India And South Africa Reached Bengaluru Ahead Of The 5th T20I To Be Played On Sunday. Quick Look At The Stadium Records, Weather And Pitch Report.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X