For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মণীশ-শিবমের দুর্দান্ত ব্যাটিং, দক্ষিণ আফ্রিকা এ-কে হারাল ভারত এ

অধিনায়ক মণীশ পাণ্ড ও শিবম দুবের দুর্দান্ত ব্যাটিং-র সৌজন্যে দক্ষিণ আফ্রিকা এ দলকে তৃতীয় একদিনের ম্যাচে হারাল ভারত এ। একই সঙ্গে পাঁচ ম্যাচের সিরিজও জিতে নিলেন মেন ইন ব্লু।

  • |
Google Oneindia Bengali News

অধিনায়ক মণীশ পাণ্ড ও শিবম দুবের দুর্দান্ত ব্যাটিং-র সৌজন্যে দক্ষিণ আফ্রিকা এ দলকে তৃতীয় একদিনের ম্যাচে হারাল ভারত এ। একই সঙ্গে পাঁচ ম্যাচের সিরিজও জিতে নিলেন মেন ইন ব্লু।

মমতা কুলকার্নি

মমতা কুলকার্নি

কয়েক কোটি টাকার মাদক চক্রে সরাসরি যুক্ত ছিলেন প্রাক্তন অভিনেত্রী মমতা কুলকার্নি। থানে পুলিশ এমনটাই জানিয়েছে।

দক্ষিণ আফ্রিকার টোটাল

দক্ষিণ আফ্রিকার টোটাল

থিরুবনন্তপুরমে আগে ব্যাট করে ৩০ ওভারে ৮ উইকেট হারিয়ে ২০৭ রান তোলে দক্ষিণ আফ্রিকা। ভারতের হয়ে দুটি করে উইকেট নেন ক্রুনাল পাণ্ডিয়া ও দীপক চাহার।

রঘুরাম রাজন

রঘুরাম রাজন

দ্বিতীয় দফার জন্য আরবিআই তথা রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার দায়িত্বভার নিতে অস্বীকার করলেন রঘুরাম রাজন। কে এই গুরু দায়িত্বে আসবেন তা নিয়ে শুরু হয়েছে জল্পনা।

ভারতের জবাব

ভারতের জবাব

২০৮ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ৭ ওভারের মধ্যে ২৫ রানে ৩ উইকেট হারায় ভারতীয় এ দল। পরপর সাজঘরে ফেরেন ঋতুরাজ গায়েকোয়াড় (১), রিকি ভুঁই (০) ও ক্রুনাল পাণ্ডিয়া। এরপর ইশান কিষাণের সঙ্গে জুটি বেঁধে ভারতের ইনিংস এগিয়ে নিয়ে যায় অধিনায়ক মণীশ পাণ্ডে। কিষাণ ৪১ বলে ৪০ রান করে আউট হওয়ার পর ক্রিজে আসেন নীতীশ রানা। তিনিও ১৩ রানের বেশি করতে পারেননি।

কোপায় উজ্জ্বল মেসি

কোপায় উজ্জ্বল মেসি

কোপা আমেরিকায়ও মেসি ম্যাজিক ভেনেজুয়েলাকে ৪-১ গোলে হারিয়ে শেষ চারে আর্জেন্টিনা।

মণীশ-দুবে

মণীশ-দুবে

নীতীশ রানা আউট হওয়ার পর ব্যাট করতে নামা শিবম দুবে অধিনায়ক মণীশ পাণ্ডের সঙ্গে জুটি বেঁধে ভারতীয় এ দলকে জয়ের দোড়গোড়ায় টেনে নিয়ে যান। ৮১ রান করেন মণীশ। ৪৫ রান করে অপরাজিত থাকেন শিবম। ২৭.৫ বলে ৬ উইকেট হারিয়ে নির্ধারিত লক্ষ্যে পৌঁছে যায় ভারত।

সিবিএফসির কোপে অনুরাগ কাশ্যপের আর এক ছবি

সিবিএফসির কোপে অনুরাগ কাশ্যপের আর এক ছবি

উড়তা পাঞ্জাবের পর এবার অনুরাগ কাশ্যপের আর একটি ছবি, নওয়াজউদ্দিন সিদ্দিকি অভিনীত হারামখোর ছবিকে সার্টিফিকেট দিতে অস্বীকার করল সিবিএফসি। এই ছবিতে ছাত্র ও শিক্ষকের অনৈতির সম্পর্ক দেখানো হয়েছে, শিক্ষক সমাজের কাছে শ্রদ্ধেয়। আর এই ছবিতে শিক্ষকের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে। সেই কারণেই ছবিতে সার্টিফিকেট দিতে অস্বীকার সিবিএফসির।

সিরিজ জয়

সিরিজ জয়

এই ম্যাচ জিতে দক্ষিণ আফ্রিকা এ দলের বিরুদ্ধে পাঁচ ম্যাচের সিরিজ ৩-০ ব্যবধানে জিতল ভারতীয় এ দল।

English summary
India A beat South Africa A by four wickets in One day
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X