For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

১১ বছরের ক্রিকেট কেরিয়ারে, ওডিআইয়ে ১৩ বার ০ রানে আউট বিরাট, দেখে নিন কোহলির এই পরিসংখ্যান

১১ বছরের ক্রিকেট কেরিয়ারে, ওডিআইয়ে ১৩ বার ০ রানে আউট বিরাট, দেখে নিন কোহলির এই পরিসংখ্যান

  • |
Google Oneindia Bengali News

১১ বছরের ওডিআই ক্রিকেট কেরিয়ারে ১৩ তম বার ০ রানে আউট হলেন বিরাট কোহলি। এদিন গোল্ডেন ডাকে আউট হন বিরাট। লোকেশ রাহুল আউট হওয়ার পর ক্রিজে এসে ওয়েস্ট ইন্ডিয়ান অধিনায়ক কাইরন পোলার্ডের বিরুদ্ধে প্রথম বলে শট মারতে গিয়ে রস্টন চেজের হাতে ক্যাচ দিয়ে আউট হয়ে ফেরেন বিরাট।

বিরাট ০ রানে আউট হলেও ভারতীয় দলের রানের পাহাড় গড়ার ক্ষেত্রে অবশ্য কোনও অসুবিধে হয়নি। রোহিতের ১৫৯, ঋষভ পন্থের ৩৯ ও শ্রেয়স আইয়ারের ৫৩ রানের সুবাদে ৫ উইকেট হারিয়ে নির্ধারিত ৫০ ওভারে ভারত ৩৮৭ রান তোলে। ম্যাচ জিততে ওয়েস্ট ইন্ডিজকে ৩৮৮ রান করতে হবে।

সিরিজে এই নিয়ে দ্বিতীয়বার অল্প রানে আউট হলেন বিরাট। ওডিআই সিরিজের প্রথম ম্যাচে ৪ রানে আউট হয়েছিলেন। এদিন ০ রানে আউট হলেন। ক্যারিবিয়ানদের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজে বিধ্বংসী ক্রিকেট খেললেও ওডিআইয়ে সেভাবে দাপট দেখাতে পারলেন না বিরাট।

১১ বছরের ক্রিকেট কেরিয়ারে, ওডিআইয়ে ১৩ বার ০ রানে আউট বিরাট

একনজরে ওডিআইয়ে বিরাটের ০ রানে আউটের পরিসংখ্যান

২০১০ সালে জিম্বাবোয়ের বিরুদ্ধে ০।

২০১০ সালে শ্রীলঙ্কার ডাম্বুলায় ০ রান করেন।

২০১০ সালে নিউজিল্যান্ডের বিরুদ্ধে বেঙ্গালুরুতে ০ রান করেন।

২০১১ সালে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ওডিআইয়ে ০ রান করেন।

২০১১ সালে ইংল্যান্ডের বিরুদ্ধে কলকাতায় ০ রান করেন।

২০১২ সালে পাকিস্তানের বিরুদ্ধে চেন্নাই ম্যাচে ০ রান করেন।

২০১৩ সালে ইংল্যান্ডের বিরুদ্ধে ধর্মশালাতে ০ রান করেন।

২০১৩ সালে বেঙ্গালুরুতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ০ রান করেন।

২০১৩ সালে ডারবনে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ০ রান করেন।

২০১৪ সালে কার্ডিফে ইংল্যান্ডের বিরুদ্ধে ০ রান করেন।

২০১৭ সালে শ্রীলঙ্কার বিরুদ্ধে ওভালে ০ রান করেন।

২০১৭ সালে চেন্নাইয়ে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ০ রান করেন।

২০১৯ সালে ভাইজ্যাকে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ওডিআইয়ে ০ রানে আউট হলেন বিরাট।

English summary
ind vs wi, Virat kohli out for golden duck in vizag odi,virat Unlucky 13 times out in odi
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X