For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

'রান পেতে শুরু করলে পন্থ বড় ক্রিকেটার হয়ে উঠবে'

রবিবার থেকে আবারও নতুন সিরিজ, আর নতুন করে পরীক্ষার মুখে ঋষভ পন্থ।

  • |
Google Oneindia Bengali News

রবিবার থেকে আবারও নতুন সিরিজ, আর নতুন করে পরীক্ষার মুখে ঋষভ পন্থ। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ঘরের মাঠে টি-টোয়েন্টি সিরিজে এক ইনিংস বাদ দিলে বাকি দুই ইনিংসে চাপ নিতে না পেরে আউট হয়েছেন পন্থ। একবার নয়, এর আগেও ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকা ও বাংলাদেশের বিরুদ্ধেও ব্যাটে ও কিপিংয়ে ভারতীয় টিম ম্যানেজমেন্টকে হতাশ করেছেন। ফলে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে আসন্ন তিন ম্যাচের ওডিআই সিরিজে আরও একবার পন্থের কাছে পরীক্ষার হতে চলেছে।

পন্থের পাশে দাঁড়ালেন ব্যাটিং কোচ

পন্থের পাশে দাঁড়ালেন ব্যাটিং কোচ

ক্যারিবিয়ানদের বিরুদ্ধে ওডিআই সিরিজ শুরুর আগে দলের ব্যাটিং কোচ অবশ্য পন্থের পাশে দাঁড়াচ্ছেন। ভারতীয় দলের ব্যাটিং কোচ বিক্রম রাঠোর বলেন, 'পন্থ দলে খেলার জন্য যোগ্য ক্রিকেটার। সেই নিয়ে কোনও দ্বিমত নেই। তবে পন্থ এখন ফর্ম হাতড়াচ্ছে। ব্যাটে একবার বড় রান পেলেই ক্রমে বড় ক্রিকেটার হয়ে ওঠার যোগ্যতা রাখে। '

 বিক্রম আরও বলেন

বিক্রম আরও বলেন

বিক্রম আরও বলেছেন, 'ভারত কেন যে কোনও দলেই পন্থ এক্স ফ্যাক্টর। সেকারণেই নির্বাচক থেকে শুরু দলে ভারতীয় টিম ম্যানেজমেন্ট পন্থকে ব্যাক আপ দিচ্ছে।ওর শুধু এখন ঘুরে দাঁড়ানোর জন্য একটা বড় ইনিংসের প্রয়োজন।'

পন্থকে নিয়ে বিরাট অতীতে কী বলেছেন

পন্থকে নিয়ে বিরাট অতীতে কী বলেছেন

রাঠোরের মতো বিরাটও পন্থের পাশে দাঁড়িয়ে আগে বলেছেন,'দলের প্রত্যেকে পন্থের পাশে রয়েছে। একজন ক্রিকেটারের যেমন ভালো পারফর্ম করাটা দায়িত্বের মধ্যে পড়ে। তেমনি দলের অন্যদের খারাপ সময় তাঁর পাশে দাঁড়ানোটাও দায়িত্বের মধ্যে পড়ে। এই সময় দলের থেকে সাহায্য না পেলে সেটা অপমানের মতো লাগে।এটা কোনও ক্রিকেটারেরই প্রাপ্য নয়।'

পন্থের পারফর্ম্যান্স

পন্থের পারফর্ম্যান্স

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ঘরের মাঠে শেষ টি-টোয়েন্টি সিরিজে তিন ম্যাচে পন্থের ব্যাটে সংগ্রহ ১৮,৩৩, ০রান। এর আগে বাংলাদেশের বিরুদ্ধে দুই ইনিংসে সংগ্রহ যথাক্রমে ২৭ ও ৬ রান।

English summary
IND VS WI:Vikram Rathour says, once he get runs Rishabh Pant will be massive player
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X