For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ওয়েস্ট ইন্ডিজকে কঠিন টার্গেট দিল ভারত,৪ নম্বরে ব্যাট করতে নেমে টানা তিন ইনিংসে হাফ সেঞ্চুরি শ্রেয়সের

ওয়েস্ট ইন্ডিজকে কঠিন টার্গেট দিল ভারত,৪ নম্বরে ব্যাট করতে নেমে টানা তিন ইনিংসে হাফ সেঞ্চুরি শ্রেয়সের

  • |
Google Oneindia Bengali News

ওডিআইয়ে ভারতের হয়ে চার নম্বরে ব্যাট করতে নেমে টানা তিন ইনিংসে তিনটি হাফসেঞ্চুরি করলেন শ্রেয়স আইয়ার। এদিন চেন্নাইয়ে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে প্রথম ওডিআই ম্যাচ খেলতে নেমে ৮৮ বলে ৭০ রানের দুরন্ত ইনিংস খেলেন শ্রেয়স। ইনিংস সাজানো ৫টি চার ও ১টি ছয় দিয়ে।

ভারতের স্কোর

এদিন লোকেশ রাহুল-বিরাট কোহলি ও রোহিত শর্মা দ্রুত আউট হলে ইনিংসের হাল ধরেন শ্রেয়স-পন্থ। ডান বাম জুটি চতুর্থ উইকেটে ১১৪ রান জোড়েন। যার সুবাদে নির্ধারিত ৫০ ওভারের শেষে ৮ উইকেট হারিয়ে ভারত ২৮৭ রান তোলে। ফিনিশারের ভূমিকায় এদিন কেদার যাদব ৩৫ বলে ৪০ রান করেন। ওয়েস্ট ইন্ডিজকে ম্যাচ জিততে ২৮৮ রান করতে হবে।

একনজরে শ্রেয়সের ইনিংস

একনজরে শ্রেয়সের ইনিংস

চার নম্বরে ব্যাট করতে নেমে এই নিয়ে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টানা তিনটি হাফ সেঞ্চুরি করলেন শ্রেয়স। এর আগে শ্রেয়স আইয়ার ওয়েস্ট ইন্ডিজ সফরে গিয়ে দুই ইনিংসে ৭১, ৬৫ রান হাঁকিয়েছিলেন। এরপর এদিন ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ৭০ রান করলেন। আন্তর্জাতিক ক্রিকেটে টানা তিন ওডিআই ইনিংসে হাফ সেঞ্চুরি হাঁকালেন শ্রেয়স। কেরিয়ারে এটি শ্রেয়সের পঞ্চম হাফ সেঞ্চুরি।

ফর্মে ফিরলেন ঋষভ পন্থ

ফর্মে ফিরলেন ঋষভ পন্থ

চাপের মুখে ফর্মে ফিরলেন ঋষভ পন্থ। সাম্প্রতিক সময়ে ব্যাটে একেবারেই ফর্মে ছিলেন না পন্থ। এদিন ব্যর্থতা ভুলে ব্যাটে বড় রান পেলেন। ৬৯ বলে ৭১ রানের ইনিংস খেলেন। ইনিংস সাজানো ৭টি চার ও ১টি ছয় দিয়ে। দলের হয়ে পন্থই সর্বোচ্চ রান করেন।

English summary
Ind vs WI: shreyas iyer hits 3rd consecutive half centuries in odi at no 4
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X