For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

'জায়েন্ট' কর্নওয়ালের ব্যাটিং কেরামতি, স্মিথের মতো অভিনব কায়দায় বল ছাড়লেন ১৪০ কেজি ওজনের ক্রিকেটার

ওজনের কারণে, ভারতের বিরুদ্ধে ওয়েস্ট ইন্ডিজের হয়ে টেস্ট সিরিজের দলে নাম ঘোষণার পর দিন থেকেই খবরের শিরোনামে। এরপর অভিষেকে পূজারার টেস্ট উইকেট নিয়ে হাতেখড়ি।

  • |
Google Oneindia Bengali News

ওজনের কারণে, ভারতের বিরুদ্ধে ওয়েস্ট ইন্ডিজের হয়ে টেস্ট সিরিজের দলে নাম ঘোষণার পর দিন থেকেই খবরের শিরোনামে। এরপর অভিষেকে পূজারার টেস্ট উইকেট নিয়ে হাতেখড়ি। সঙ্গে টেস্টের ইতিহাসে সবচেয়ে স্থূল ক্রিকেটার হিসেবে রেকর্ডবুকে নাম তুলে ফেলা! এবার ব্যাটিং কেরামতির কারণে ফের শিরোনামে রাহকিম কর্নওয়াল

স্মিথের কায়দায় বল ছাড়লেন কর্নওয়াল

টেস্ট ক্রিকেটে ব্যাটিং করার সময় বল ছাড়াটাও একটা আর্ট। ক্রিকেট প্রশিক্ষণের প্রথম দিন থেকে ক্রিকেট গুরুরা এই কথা শিখিয়ে আসেন। সেই শিক্ষাতেই ধীরে ধীরে বল ছাড়ার কায়দা রপ্ত করেন ক্রিকেটাররা। হাল আমলে স্টিভ স্মিথকে অভিনব কায়দায় বল ছাড়তে দেখা গিয়েছে। একেবার টেনিস খেলার ধরণে বল ছেড়ে ক্রিকেট দুনিয়ায় শিরেনামে উঠে আসেন স্মিথ। এবার স্মিথের কায়দা নকল করলেন ওয়েস্ট ইন্ডিজের ১৪০ কেজি ওজনের ক্রিকেটার।

কর্নওয়ালের ব্যাটিং

প্রথম ইনিংসে ওয়েস্ট ইন্ডিজ যখন ৭ উইকেট হারিয়ে ধুঁকছে। তৃতীয় দিনে প্রথম সেশনে ক্যারিবিয়ান এমন ব্যাটিং ধসের ছবির মাঝেও উইকেট বাঁচিয়ে লড়াই করতে অভিনব পথ বেছে নেন কর্নওয়াল। মহম্মহ শামির বোলিংয়ের সামনে অভিনব কায়দায়(টেনিস ব়্যাকেট চালানোর ঢঙে) বল ছাড়তে দেখা যায় কর্নওয়ালকে।

অভিষেক টেস্টে পারফর্ম্যান্স

অভিষেক টেস্টে পারফর্ম্যান্স

অভিষেকে পূজারাকে আউট করে খবরে উঠে আসেন কর্নওয়াল। সব মিলিয়ে প্রথম ইনিংসে সংগ্রহ ৩ উইকেট। এছাড়া প্রথম ইনিংসে ১৪ রান করেছেন ১৪০ কেজি ওজনের ক্রিকেটার।

English summary
Ind vs Wi: Rahkeem Cornwall Leaving Ball Like Steve Smith in 2nd test
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X