For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজ:কোহলিদের বিরুদ্ধে অভিষেকেই ১১৭ বছরের নজির ভেঙে বিশ্বরেকর্ড গড়লেন কর্নওয়াল

ওয়েস্ট ইন্ডিজের হয়ে ভারতের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে অভিষেকেই বল হাতে নজর কড়েছেন ১৪০ কেজি ওজনের রাহকিম কর্নওয়াল। সেই সঙ্গে ম্যাচে দুটি দারুণ ক্যাচও নিয়েছেন। সঙ্গে বড়সড় একটি নজিরও গড়ে ফেললেন তিনি।

  • |
Google Oneindia Bengali News

ওয়েস্ট ইন্ডিজের হয়ে ভারতের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে অভিষেকেই বল হাতে নজর কেড়েছেন ১৪০ কেজি ওজনের রাহকিম কর্নওয়াল। সেই সঙ্গে ম্যাচে দুটি দারুণ ক্যাচও নিয়েছেন। সঙ্গে বড়সড় একটি নজিরও গড়ে ফেললেন ক্যারিবিয়ান বোলার

 কী সেই নজির

কী সেই নজির

টেস্ট ক্রিকেটের ইতিহাসে সবচেয়ে স্থূল ক্রিকেটার হিসেবে ম্যাচ খেলার নতুন নজির লিখলেন স্পিনার রাহকিম কর্নওয়াল। তাঁর ওজন ১৪০ কেজি, উচ্চতা ৬ ফুটের বেশি।

আগে এই নজির কার ছিল

১১৭ বছর আগে ১৯০২ সালে অস্ট্রেলিয়ার হয়ে অভিষেক করেছিলেন ওয়ারউইক আমস্ট্রং। তাঁর ওজন ছিল ১৩৩- ১৩৯ কেজির মধ্যে।

অভিষেকে পারফর্ম্যন্স কেমন

দ্বিতীয় টেস্টের প্রথম দিন কোহলি-মায়াঙ্কের জোড়া অর্ধশতরানে ম্যাচে ফিরেছে ভারত। যদিও দুই ব্যাটসম্যানের থেকেও বেশি চর্চায় ১৪০ কেজি ওজনের কর্নওয়াল। ম্যাচে পূজারাকে আউট করেন। তাঁর স্পিন খেলতে গিয়ে কাট শটে পয়েন্টে ক্যাচ দিয়ে ৬ রানে আউট হন পূজারা। এছাড়া আরও দুটি উইকেটে কর্নওয়ালের অবদান রয়েছে। ভারতীয় দুই ওপেনার রাহুল ও মায়াঙ্কের ক্যাচ ধরেন তিনি।

English summary
ind vs wi: Rahkeem Cornwall Breaks 117-year Old Record in cricket
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X