For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজ: ফের চোট ভুবনেশ্বরের, ওডিআই সিরিজের জন্য পরিবর্ত কোন ক্রিকেটার

চোটের কারণ ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ওডিআই সিরিজে নেই ভুবনেশ্বর

  • |
Google Oneindia Bengali News

চোটের কারণে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে আসন্ন ওডিআই সিরিজে ভারতীয় দল থেকে ছিটকে গেলেন ভুবনেশ্বর কুমার। ভারতীয় পেসারের ডান পায়ে কুঁচকিতে চোট লেগেছে বলে জানা গিয়েছে। ফলে ওডিআই সিরিজের জন্য ভুবির পরিবর্ত ক্রিকেটার ঘোষণা করল বিসিসিআই। রবিবার চেন্নাইয়ে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে প্রথম টি-ওডিআই ম্যাচে মাঠে নামবে ভারত।

করনের লাকি চার্ম কাজল

করনের লাকি চার্ম কাজল

পরিচালক করন জোহর, কাজলকে তার লাকি চার্ম মনে করেন। করবেন নাই বা কেন। করন জোহরের প্রথম ছবি কুছ কুছ হোতা হ্যায় তে অভিনয় করেছিলেন কাজল। প্রথম ছবিতেই বাজিমাত করেছিলেন পরিচালক এরপর থেকে কাজলকে লাকি চার্ম মনে করেন করন।

ভুবনেশ্বরের পরিবর্ত কে?

বোর্ডের পক্ষ থেকে এদিন ক্যারিবিয়ানদের বিরুদ্ধে ভারতের ওডিআই দলে ভুবির পরিবর্ত হিসেবে শার্দুল ঠাকুরের নাম জানানো হয়েছে।

সুপারহিট সিনেমা

সুপারহিট সিনেমা

এমনি এমনি করন জোহর অভিনেত্রী কাজলকে লাকি চার্ম মনে করেন না। পরিচালক- অভিনেত্রীর এই জুটি যখনই একসঙ্গে কাজ করেছেন বলিউড পেয়েছে সুপারহিট সিনেমা। ২০০১ সালে 'কভি খুশি কভি গম' এবং ২০১০ এ মু্ক্তি পাওয়া 'মাই নেম ইস খান' এর মধ্যে অন্যতম।

শেষ কবে ম্যাচ খেলেছেন শার্দুল

শেষ কবে ম্যাচ খেলেছেন শার্দুল

২০১৮ সালে শেষবার ভারতের জার্সিতে ওডিআই ম্যাচ খেলেছেন শার্দুল। ডানহাতি এই পেস বোলার এশিয়া কাপের ম্যাচ খেলেছিলেন। ২০১৮ সালে দুবাইয়ে এশিয়া কাপের ম্যাচে হংকংয়ের বিরুদ্ধে খেলেছিলেন শার্দুল।

স্পেশ্যাল অ্যাপিয়ারেন্স

স্পেশ্যাল অ্যাপিয়ারেন্স

অভিনয়ের বাইরে কাজল-করন বন্ধুত্বের কথা সকলেই জানেন। যদিও ইদানিং সে সম্পর্ক খুব একটা ভাল যাচ্ছে না। করন জোহর পরিচালিত একাধিক সিনেমায় কাজল অভিনয় করেছেন। এর পাশাপাশি 'কভি আলবিদা না কেহেনা' এবং 'স্টুডেন্ট অফ দ্য ইয়ার' এর মতো ছবিতে স্পেশ্যাল অ্যাপিয়ারেন্সে দেখা গিয়েছে কাজলকে।

একনজরে কিকেটার শার্দুলের কেরিয়ার

একনজরে কিকেটার শার্দুলের কেরিয়ার

দেশের জার্সিতে সব মিলিয়ে ১৩টি ম্যাচ খেলেছেন শার্দুল। ৫টি ওডিআই, ৭টি টি-টোয়েন্টি ও ১টি টেস্ট ম্যাচ খেলেছেন। তিন ফর্ম্যাট মিলিয়ে উইকেটের সংখ্যা ১৪টি।

করনের মতে

করনের মতে

একটি সাক্ষাৎকারে একবার করন বলেন, "প্রতিটি বন্ধুত্বের সম্পর্কে সমস্যা তৈরি হয়। তেমনি আমাদের বন্ধুত্বেও ছোট্ট সমস্যা তৈরি হয়েছে। আমরাই সেটা ঠিক করে নেবো"।

ভুবির চোট নিয়ে বোর্ডের পক্ষ থেকে যা জানানো হল

ভুবির চোট নিয়ে বোর্ডের পক্ষ থেকে যা জানানো হল

ভুবনেশ্বরের চোট নিয়ে বোর্ডের পক্ষ থেকে জানানো হয়েছে, 'মুম্বইয়ে শেষ টি-টোয়েন্টি ম্যাচে ডানপায়ের কুঁচকিতে চোট পান। বিসিসিআইয়ের মেডিক্যাল টিম ভুবিকে পরীক্ষা-নিরীক্ষা করে দেখার পর, তাঁর চোট ধরা পরে। সেই চোট সারানোর জন্যই ওডিআই সিরিজে নেই ভুবনেশ্বর।'

কাজলকে ভালবেসে যাব : করন

কাজলকে ভালবেসে যাব : করন

সাক্ষাৎকারের একটি অংশে করন বলেন, "কাজলের সঙ্গে আমার বন্ধুত্বের সম্পর্ক দীর্ঘ ২৫ বছরের। তখন থেকেই আমি ওকে ভালবাসতাম, আজও ভালবাসি, ভবিষ্যতেও ভালবেসে যাব।"

 এনসিএ-র ভূমিকা নিয়ে প্রশ্ন

এনসিএ-র ভূমিকা নিয়ে প্রশ্ন

ইংল্যান্ডের মাটিতে ২০১৯ ক্রিকেট বিশ্বকাপের সময় হ্যামস্ট্রিংয়ের চোট নিয়ে ভুবনেশ্বর সমস্যায় পড়েছিলেন। বিশ্বকাপের ভারত-পাক ম্যাচে হ্যামস্ট্রিংয়ের চোটের জন্য মাঠ ছেড়়েছিলেন ভুবি।

এরপর সাইড স্ট্রেনের চোটের কারণে ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকা ও বাংলাদেশের বিরুদ্ধে ভারতীয় এই পেসার সিরিজে ছিলেন না। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজে প্রত্যাবর্তনের পর ফের চোট পাওয়ায় এবার ওডিআই সিরিজ থেকে বাইরে যেতে হল তাঁকে।

ভুবির চোটের চিকিৎসার ক্ষেত্রে এনসিএ-র ভূমিকা নিয়ে এবার প্রশ্ন উঠে গেল।

অজয়ের পক্ষে কাজল

অজয়ের পক্ষে কাজল

ছবির প্রচার সংক্রান্ত বিষয়ে যখন বিতর্ক শুরু হয়েছিল কাজল তখন থেকেই অজয়ের পক্ষেই কথা বলেছেন। টুইটে অজয়ের বিস্ফোরক অভিযোগের পর তাকে সমর্থন করে কাজল ও জানিয়েছিলেন এই বিষয়ে তিনি অজয়ের পাশেই থাকছেন।

কাজলের টুইট

কাজলের টুইট

অজয় দেবগণ টুইটে একটি অডিও প্রকাশ করে দাবি করেন করন টাকা দিয়ে ছবির প্রচার করাচ্ছেন। এর পরে এই টুইটকে সমর্থন জানিয়ে কাজলও একটি টুইট করেন। তাতে তিনি লিখেছিলেন 'শকড্'।

বক্স অফিস ক্ল্যাশ

বক্স অফিস ক্ল্যাশ

অজয় দেবগণের ছবি 'শিবায়' এবং করন জোহর পরিচালিত ছবি 'অ্যায় দিল হ্যায় মুশকিল' একই দিনে মুক্তি পবে। বড় বাজেটের এই ছবি দুটি যবে থেকে একসঙ্গে মুক্তি পাওয়ার বিষয়টি সামনে এসেছে তখন থেকেই করন-কাজলের সম্পর্কের ভাঙন ধরতে শুরু করে বলে অনেকেই মনে করছেন।

English summary
Ind vs WI ODI: Bhuvneshwar Kumar ruled out, shardul thakur replaces him in team
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X