For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজ : কটকে হাই স্কোরিং ম্যাচের সম্ভাবনা, দেখে নিন ওডিআই পরিসংখ্যান

বলার অপেক্ষা রাখে না ভাইজ্যাকের মতো রবিবার কটকেও রানের ফুলঝুরি হতে চলেছে।

  • |
Google Oneindia Bengali News

কটকে ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজ ওডিআই সিরিজ ফয়সলার ম্যাচ। এর আগে এই মাঠে ২০টি ওডিআই ম্যাচ হয়েছে। যার মধ্যে ভারত ১৮টি ওডিআই খেলেছে। এর মধ্য়ে ২০১৩ সালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ভারতের একটি ম্যাচ বাতিল হয়েছিল।

ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজ : কটকে হাই স্কোরিং ম্যাচের সম্ভাবনা, দেখে নিন ওডিআই পরিসংখ্য়ান

২০০৩ সালের পর থেকে ভারত এই মাঠে কোনও ওডিআই ম্যাচ হারেনি। শেষবার ২০০৩ সালে ভারত নিউজিল্যান্ডের বিরুদ্ধে ম্যাচ হেরছিল।

এই মাঠে শেষ সাত ম্যাচে ভারত ৬টি জিতেছে(একটি ম্যাচ ভেস্তে যায়)। শেষবার ইংল্যান্ডের বিরুদ্ধে এই মাঠে ২০১৭ সালে ভারত ম্যাচ খেলে। সেই ম্যাচে ভারতের হয়ে যুবরাজ সিং ১৫০ রান হাঁকিয়েছিলেন।

কটকে হাই স্কোরিং ম্যাচের সম্ভাবনা, দেখে নিন ওডিআই পরিসংখ্য়ান

সেই ম্যাচে প্রথমে ব্যাট করে ভারত কটকের বরাবরি স্টেডিয়ামে ৬ উইকেট হারিয়ে ৩৮১ রান তুলেছিল। জবাবে ইংল্যান্ডে ৩৬৬ রান তোলে। হাইভোল্টেজ থ্রিলার লড়াইয়ে ভারত ম্যাচ জিতেছিল ১৫ রানে।ফলে বলার অপেক্ষা রাখে না ভাইজ্যাকের মতো রবিবার কটকেও রানের ফুলঝুরি হতে চলেছে।

কটকে হাই স্কোরিং ম্যাচের সম্ভাবনা, দেখে নিন ওডিআই পরিসংখ্য়ান

বিরাট এই সিরিজে ৪ ও ০ রান করেছেন। বছরের শেষে তিনি বিধ্বংসী হয়ে উঠতে পারেন কিনা দেখার।

অন্যদিকে ওডিআইয়ে টানা চার ম্যাচে চার নম্বরে নেমে হাফ সেঞ্চুরি করেছেন শ্রেয়স আইয়ার। রবিবার ফের হাফ সেঞ্চুরি করলে টানা পাঁচটি হাফ সেঞ্চুরি হাঁকিয়ে ফেলতে পারেন ডানহাতি এই ব্যাটসম্যান। কটকের বরাবটি স্টেডিয়ামে ম্যাচ শুরু হবে দুপুর ১.৩০মিনিটে।

English summary
Ind vs Wi: 3rd ODI may be another Run Fest in Cuttack
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X