For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজ দ্বিতীয় ওডিআই: হিটম্যান ঝড় ও পন্থ-শ্রেয়স ধামাকায় রানের পাহাড়ে ভারত

ওয়েস্ট ইন্ডিজকে ৩৮৮ রানের টার্গেট দিল ভারতীয় দল।

  • |
Google Oneindia Bengali News

শুরুটা করেছিলেন রোহিত শর্মা ও লোকেশ রাহুল। ভাইজ্যাকে ওয়েস্ট ইন্ডিজের থেকে ব্যাটিংয়ে আমন্ত্রণ পেয়ে দুশো রানের (২২৭ রান) পার্টনারশিপ গড়ে ভারতের বড় রানের ভিত গড়ে দিয়েছিলেন দুই ডান হাতি ওপেনার। সেই ভিতের উপর শেষটায় ব্যাটিং করে দলকে ৩৮৭ রানে পৌঁছে দিলেন শ্রেসয়-পন্থ ও কেদার যাদব।

ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজ দ্বিতীয় ওডিআই: হিটম্যান ঝড় ও পন্থ-শ্রেয়স ধামাকায় রানের পাহাড়ে ভারত

শ্রেয়স ৫৩, পন্থ ৩৯ ও কেদার যাদব ১৬ রানে অপরাজিত থেকে দলকে রানের পাহাড়ে পৌঁছে দেন। ম্যাচ জিততে ওয়েস্ট ইন্ডিজের টার্গেট ৩৮৮রান। মেন ইন ব্লুয়ের হয়ে সর্বোচ্চ ১৫৯ রান হাঁকালেন হিটম্যান রোহিত শর্মা। রোহিতের এদিনের ইনিংস সাজানো ১৭টি চার ও ৫টি ছয় দিয়ে। লোকেশ রাহুলও শতরান করেছেন। ১০২ রানে আউট হন রাহুল।

শ্রেয়স ৫৩, পন্থ ৩৯ ও কেদার যাদব ১৬ রানে

প্রসঙ্গত এদিন ব্যাটে ঝড়ো ইনিংস খেলে সৌরভ গঙ্গোপাধ্যায়ের কীর্তি ছুঁয়ে ফেললেন রোহিত। চলতি বছরে ওটি রোহিতেত সাত নম্বর ওডিআই সেঞ্চুরি। এর আগে ২০০০ সালে ওডিআইয়ে ৭টি সেঞ্চুরি হাঁকিয়েছিলেন সৌরভ। এক ক্রিকেট বর্ষে সবচেয়ে বেশি ৯টি সেঞ্চুরি হাঁকানোর রেকর্ড রয়েছে সচিন তেন্ডুলকরের। এবছর সব ফর্ম্যাট মিলিয়ে প্রথম কোনও ওপেনার হিসেবে ১০টি সেঞ্চুরি হাঁকালেন রোহিত।

অন্যদিকে এবছরে ওডিআই ক্রিকেটে সবচেয়ে বেশি রান হাঁকানোর তালিকাতে শীর্ষস্থানে উঠে আসলেন রোহিত (১৪২৭ রান)। বর্ষশেষে রোহিত, বিরাট (১২৯২রান) ও ওয়েস্ট ইন্ডিজের সাই হোপ লড়াইয়ে ছিলেন। ভাইজ্যাক ম্যাচে এদিন বিধ্বংসী দেড়শো প্লাস ইনিংস খেলে বিরাট ও সাই হোপকে পিছনে ফেলে দিলেন রোহিত।

English summary
ind vs wi 2nd odi, india set 387 runs, wi need 388 runs to win
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X