অভিষেক হল আরেক পাণ্ডিয়ার, এল আবেগঘন 'হার্দিক' বার্তা, দেখুন ভিডিও
কলকাতার ইডেন গার্ডেন্সে ওয়েস্ট ইন্জিডের বিরুদ্ধে ভারতীয় দলে একসঙ্গে অভিষেক হল দুই ক্রিকেটারের। একদিনের ক্রিকেটে আগেই তাঁর পথ চলা শুরু হলেও এই ম্যাচেই প্রথম আন্তর্জাতিক টি২০ ক্রিকেট খেলছেন তরুঁণ বাঁহাতি পেসার খলিল আহমেদ। তাঁর সঙ্গে এই ম্য়াচে ভারতের টি২০ টুপি পেলেন ক্রুণাল পাণ্ডিয়াও।

ভাই হার্দিকের মতো ক্রুণালও একজন অলরাউন্ডার। তবে হার্দিক যেখানে ডানহাতি, ক্রুণাল ব্যাট-বল দুটোই করেন বাঁহাতে। এশিয়া কাপে চোট পেয়ে ছিটকে যাওয়ার পর এখনও দলে ফিরতে পারেননি হার্দিক পাণ্ডিয়া। সেই ফাঁকা জায়গা পূরণের জন্য হার্দিকের দাদা ক্রুণালকেই বেছে নিয়েছে ভারত।
<blockquote class="twitter-tweet blockquote" data-lang="en"><p lang="no" dir="ltr">📸📸 FRAMED 🙌🙌<a href="https://twitter.com/hashtag/INDvWI?src=hash&ref_src=twsrc%5Etfw">#INDvWI</a> <a href="https://t.co/W4B0YWaFLP">pic.twitter.com/W4B0YWaFLP</a></p>— BCCI (@BCCI) <a href="https://twitter.com/BCCI/status/1059066745778917376?ref_src=twsrc%5Etfw">November 4, 2018</a></blockquote> <script async src="https://platform.twitter.com/widgets.js" charset="utf-8"></script>দুই ভাইই আইপিএল-এ মুম্বই ইন্ডিয়ান্স দলের হয়ে খেলে নজর কেড়েছিলেন। তবে ভারতের জাতীয় নির্বাচকদের দরজায় প্রছম কড়া নেড়েছিলেন ভাই হার্দিকই। শনিবার প্রথম টি২০-এর জন্য ভারতের ১২ জনের লে ক্রুণালের নাম থাকাতেই স্পষ্ট হয়ে গিয়েছিল এদিন প্রথম দলে তিনি সুযোগ পাচ্ছেন।
রবিবার কলকাতায় ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে প্রথম টি২০ ম্যাচে অভিষেক হল হার্দিক পাণ্ডিযার দাদা ক্রুণাল পাণ্ডিয়ার। মুম্বইয়ের বাড়িতে বসে টিভিতে প্রথম দলে দাদার নাম দেখেই টুইটারে হার্দিক তাঁর উদ্দেশ্যে একটি আবেগঘন বার্তা পাঠালেন। জানান একদিন দুজনেই ভারতের হয়ে খেলবেন এই স্বপ্নই তাঁরা দেখতেন। এদিন তা সাকার হল।রবিবার মুম্বইয়ের বাড়িতে বসে টিভিতে প্রথম দলে দাদার নাম দেখেই টুইটারে হার্দিক তাঁর উদ্দেশ্যে একটি আবেগঘন বার্তা পাঠান। জানান একদিন দুজনেই ভারতের হয়ে খেলবেন এই স্বপ্নই তাঁরা দেখতেন। এদিন তা সাকার হল। জানান এই দিনের জন্যই তাঁরা ছোট থেকে অনেক রিশ্রম করেছেন। দাদাকে অনেক ভালবাসা জানিয়ে তাঁর সাফল্যও কামনা করেছএন তিনি।
<blockquote class="twitter-tweet blockquote" data-lang="en"><p lang="en" dir="ltr">It's a proud moment for <a href="https://twitter.com/krunalpandya24?ref_src=twsrc%5Etfw">@krunalpandya24</a> and Khaleel Ahmed as they are all set to make their T20I debut for <a href="https://twitter.com/hashtag/TeamIndia?src=hash&ref_src=twsrc%5Etfw">#TeamIndia</a> 👏👏 <a href="https://t.co/l4Ovn8u5eC">pic.twitter.com/l4Ovn8u5eC</a></p>— BCCI (@BCCI) <a href="https://twitter.com/BCCI/status/1059065006157754368?ref_src=twsrc%5Etfw">November 4, 2018</a></blockquote> <script async src="https://platform.twitter.com/widgets.js" charset="utf-8"></script>