For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ভারত বনাম শ্রীলঙ্কা: টি-টোয়েন্টি সিরিজে নজরে থাকবে কোন পাঁচ শ্রীলঙ্কান ক্রিকেটার

ভারত বনাম শ্রীলঙ্কা: টি-টোয়েন্টি সিরিজে নজরে থাকবে কোন পাঁচ শ্রীলঙ্কান ক্রিকেটার

  • |
Google Oneindia Bengali News

রবিবার থেকে ঘরের মাঠে শ্রীলঙ্কার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ দিয়ে বাইশ গজে বছর শুরু করছে ভারতীয় দল। জানুয়ারিতে শ্রীলঙ্কার বিরুদ্ধে ৩টি টি-টোয়েন্টি খেলবে ভারত। একনজরে সিরিজে শ্রীলঙ্কার কোন পাঁচ ক্রিকেটার ভারতকে চাপে রাখতে পারে দেখে নেওয়া যাক।

লাসিথ মালিঙ্গা

তালিকায় সবার উপরে থাকবেন লাসিথ মালিঙ্গা। টি-টোয়েন্টি ক্রিকেটে অভিজ্ঞতা প্রচুর। সেই সঙ্গে ভারতের মাটিতে দীর্ঘদিন ধরে মুম্বই ইন্ডিয়ান্স জার্সিতে আইপিএল খেলেন। ফলে ভারতীয় উইকেটকে মালিঙ্গা হাতের তালুর মতো চেনেন। দেশের হয়ে ৭৯টি টি-টোয়েন্টি ম্যাচে মালিঙ্গার সংগ্রহ ১০৬ উইকেট। অন্যদিকে ১২২টি আইপিএল ম্যাচে সংগ্রহ ১৭০ উইকেট। মালিঙ্গার বোলিং আসন্ন টি-টোয়েন্টি সিরিজে ভারতের ভিত নাড়িয়ে দিতে পারে।

অ্যাঞ্জেলো ম্যাথিউস

১৮ মাস পর টি-টোয়েন্টি ক্রিকেটে ফিরলেন ম্যাথিউস।বরাবরই ভারতের বিরুদ্ধে ভালো খেলেন। অভিজ্ঞ ব্যাটসম্যান। দলের ব্যাটিংয়ের অন্যতম প্রধান স্তম্ভ ভারতীয় বোলারদের চাপে রাখতে পারেন। দেশের হয়ে ৭২টি টি-টোয়েন্টি ম্যাচে ম্যাথিউসের ১০৫৫ রান রয়েছে। ভারতের বিরুদ্ধে সিরিজ জিততে ম্যাথিউসের ব্যাটের দিকে তাকিয়ে শ্রীলঙ্কা।

কুশল মেন্ডিস

ডানহাতি কুশল মেন্ডিসের উপর মিডল অর্ডারের দায়িত্ব নির্ভর করছে। যেকোনও সময়ে ম্যাচের রঙ পাল্টে দিতে পারেন তরুণ এই ক্রিকেটার। দেশের হয়ে ২৪টি টি-টোয়েন্টি খেলে সংগ্রহ ৪৭৩ রান।

ইসুরু উদানা

শ্রীলঙ্কার বাঁ-হাতি এই বোলার ইংল্যান্ডের মাটিতে বিশ্বকাপে ভালো বোলিং করেছিলেন। এখন ভারতের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজে কেমন বোলিং করেন,সেটাই এখন দেখার। দেশের হয়ে ২৭টি টি-টোয়েন্টি ম্যাচ খেলে উদানা ২৩ উইকেট পেয়েছেন।

ওয়ানিন্দু হাসারঙ্গা

শ্রীলঙ্কার ২২ বছরের এই স্পিনার দেশের হয়ে মাত্র ৮ ম্যাচ খেলেছে। উইকেট সংখ্যা ১২।

English summary
ind vs sri: five sri lankan cricketers to watch out in T20I series
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X