For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

২২ মাস পর টি-২০তে ফিরেই ৩ উইকেট নিয়ে শিরোনামে, আমি এখন অনেক পরিণত, বললেন শার্দুল

২২ মাস পর টি-২০তে ফিরেই ৩ উইকেট নিয়ে শিরোনামে, এখন অনেক পরিণত, বললেন শার্দুল

  • |
Google Oneindia Bengali News

মঙ্গলবার শ্রীলঙ্কার বিরুদ্ধে দ্বিতীয় টি-টোয়েন্টি ১৯তম ওভারে ৩ উইকেট তুলে নিয়ে শ্রীলঙ্কার ব্যাটিংয়ের দাঁত-নখ বার করে দেন শার্দুল ঠাকুর। ম্যাচে সব মিলিয়ে সংগ্রহ ৩ শিকার। যারপর আলোচনার কেন্দ্র মুম্বইকর।

২২ মাস পরে টি-টোয়েন্টিতে প্রত্যাবর্তন

২২ মাস আগে ২০১৮ সালে নিদাহাস ট্রফির ফাইনালে খেলেছিলেন। বাংলাদেশের বিরুদ্ধে নিদাহাস ফাইনাল (মার্চ, ২০১৮) খেলার পর ২২ মাস পার করে শ্রীলঙ্কার বিরুদ্ধে ঘরের মাঠে ইন্দোর টি-টোয়েন্টি খেললেন। ম্যাচে ১৯তম ওভারের শেষ দুই বলে ২ উইকেট নিয়েছেন। ফলে পুণে টি-টোয়েন্টিতে নিজের বোলিং স্পেলের প্রথম বলে উইকেট পেলে হ্যাটট্রিক করতে পারেন শার্দুল। ইন্দোরে ৪ ওভারে ২৩ রান খরচ করে ৩ উইকেট পেয়েছেন ডানহাতি।

সাংবাদিক বৈঠকে শার্দুল যা বললেন

ম্যাচ জয়ের পর সাংবাদিক বৈঠকে শার্দুল বলেন, 'টি-টোয়েন্টি ক্রিকেট আমাকে অনেক কিছু শিখিয়েছে।টি-টোয়েন্টি সবচেয়ে সংক্ষিপ্ত ফর্ম্যাট। এখানে আপ-ডাউন থাকবেই।যত বেশি টি-টোয়েন্টি খেলব, ততই অভিজ্ঞতা বাড়বে। তুলনামূলকভাবে প্রথম শ্রেণীর ক্রিকেট বা টেস্টে নিজের ভুলক্রুটি শুধরে নেওয়ার সময় পাওয়া যায়। টি-টোয়েন্টি সেই সময়টা পাওয়া যায় না। সেক্ষেত্রে প্রস্তুতিতে প্রতিদিন নিজেকে একটু একটু করে ক্ষুরধার করে তুলতে হয়। এভাবে আমিও প্রতিদিন নিজেকে বোলার হিসেবে পরিণত করছি।'

আইপিএল ও ঘরোয়া ক্রিকেটকে ধন্যবাদ

শ্রীলঙ্কার বিরুদ্ধে এদিনের সাফল্যের জন্য ঘরোয়া ক্রিকেট ও আইপিএলকে ধন্যবাদ দিচ্ছেন। দুই দলে সুযোগ পাওয়ায় তাঁর ক্রিকেটে অনেক উন্নতি এসেছে মনে করছেন শার্দুল। আইপিএলে শার্দুল বর্তমানে চেন্নাই সুপার কিংসের হয়ে খেলেন।

একনজরে শার্দুলের টি-টোয়েন্টি কেরিয়ার

একনজরে শার্দুলের টি-টোয়েন্টি কেরিয়ার

দেশের হয়ে ৮টি টি-টোয়েন্টিতে ১১ টি উইকেট নিয়েছেন শার্দুল। অন্যদিকে আইপিএলে ৩৬ ম্যাচে সংগ্রহ ৩৬ উইকেট। টেস্টে শার্দুল ১টি ম্যাচ খেলেছেন।

English summary
Ind vs SL: shardul thakur takes 3/23, first T20 International in 22 months
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X